মুক্তিযুদ্ধের ১০টি দুর্লভ ছবি
- Get link
- X
- Other Apps
ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায়
নেপালে বসেই খবরটা পান অ্যান ডি হেনিং। জানলেন, নিরীহ বাঙালির ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানি সৈন্যরা। দ্রুত কলকাতায় চলে এলেন ফরাসি এ আলোকচিত্রী। সেখানে তিন সহকর্মী আলোকচিত্রী মিশেল লেন্ট, অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সংবাদদাতা ডেনিস নিল্ড এবং কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম (সিবিএস) সংবাদদাতা প্যাট্রিক ফরেস্টের সঙ্গে দেখা করলেন। তারপর তাঁরা সীমান্ত পেরিয়ে প্রবেশ করলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে।
কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ঘুরলেন পাঁচ দিন। দেখলেন সাধারণ মানুষের যুদ্ধের প্রস্তুতি, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িছাড়া মানুষের ঢল, পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ। সেসবই নিজের ক্যামেরায় ধারণ করলেন তরুণ এ আলোকচিত্রী।
মুক্তিযুদ্ধের সময় শুধু নয়, পরে সদ্য স্বাধীন বাংলাদেশেও এসেছিলেন অ্যান ডি হেনিং। তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ছবি, যা এখন ইতিহাসের অনন্য দলিল।
অ্যান ডি হেনিংয়ের দুর্লভ সেসব ছবি নিয়েই প্রদর্শনীর আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সামদানী আর্ট ফাউন্ডেশন। প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে। ‘উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং: ফোটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ নামের আলোকচিত্র প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
১/১০
২/১০
৩/১০
৪/১০
৫/১০
৬/১০
৭/১০
৮/১০
৯/১০
১০/১০
- Get link
- X
- Other Apps