Posts

Showing posts from August, 2020

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

Image
  পয়লা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলাচল করবে গণপরিবহন। কিছু শর্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কয়েকটি বিষয় সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। তিনি বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসস্ট্যান্ডে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। অর্থাৎ যত শত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। ক্লিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। শর্ত মেনে গণপরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। এর আগে ১৯ আগস্ট বাংলাদেশ সড়ক

চিরবিদায় সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান

Image
  শ্রদ্ধা-ভালোবাসায়, চিরনিদ্রায় শায়িত হলেন, বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান। বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে জাতীয় প্রেসক্লাব ও শেষ কর্মস্থল প্রতিদিনের সংবাদ অফিসে তার মরদেহ শ্রদ্ধা জানানো হয়। এসময় সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা ও সাহিত্যে রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সকালে ১১টার কিছু আগে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। শেষবারের মতন তাঁর প্রতি শ্রদ্ধা জানান জেষ্ঠ্য সাংবাদিক ও বিভিন্ন সংগঠন। এরপর অনুষ্ঠিত হয় রাহাত খানের প্রথম নামাজে জানাজা। সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র সাংবাদিকরা বলেন, সাহিত্য ও সাংবাদিকতায় রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রেসক্লাব থেকে রাহাত খানের মরদেহ নিয়ে যাওয়া হয় তার সবশেষ কর্মস্থল দৈনিক প্রতিদিনের সংবাদ কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় আর এক দফা নামাজে জানাজা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাদ জোহর তাকে দাফন করা হয়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় মারা যান রাহাত খান।

মাছ চাষের নতুন যুগে

Image
  ২০০০ সালের মার্চে ইসরায়েলি বিজ্ঞানী ড. ইয়োরাম এভনিমিলেচ মাছ চাষের নতুন এক পদ্ধতির কথা প্রকাশ করেন এক জার্নালে। তিনি দেখলেন মাছ চাষে ভীষণভাবে পরিবেশ দূষণ হচ্ছে। যে পুকুরে মাছ চাষ হয় বছরের পর বছর সে পুকুরের পানি ও মাটি দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণের পথ বাতলে দিলেন Active Suspension Ponds, a New Concept in Water Treatment   শিরোনামের আর্টিক্যালে। সে পদ্ধতিই পরে বায়োফ্লক টেকনোলজি হিসেবে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে। সে হিসেবে বায়োফ্লক সিস্টেম প্রায় ২০ বছরের পুরনো। বিভিন্ন দেশের মাৎস্যবিজ্ঞানীরা এ সিস্টেমটাকে নিজেদের মতো ব্যবহার করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। শুধু বাড়ির আঙিনায় পুকুরে স্বাদু পানির মাছ চাষে নয়, বিশাল সমুদ্রে সামুদ্রিক মাছ চাষেও নানাবিধ পরীক্ষা-গবেষণা চলছে। আরএএস (রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম)-এর কল্যাণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চলেও বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছিল মাছের খামার। সেখানেও বায়োফ্লক টেকনোলজিতে মাছ চাষের নানা গবেষণা চলছে। আমরা যেমন দেখেছি কালিগঞ্জের বালু নদে, চাঁদপুরের মেঘনা নদীতে প্রবহমান পানিতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে, তেমনি সমু

ই-ভ্যালির সব ব্যাংক হিসাব স্থগিত চেয়ারম্যান স্ত্রী-এমডি স্বামীসহ

Image
  ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় এর চেয়ারম্যান ও এম‌ডিসহ প্র‌তিষ্ঠান‌টির সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাস‌রিন ও ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মোহাম্মদ রা‌সেলের প‌রিচা‌লিত সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থে‌কে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। ওই চি‌ঠি‌তে তা‌দের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখ‌তে বলা হ‌য়ে‌ছে। কার্যক্রম শুরুর দুই বছর পার না হতেই ই-ভ্যালি নামের ই-কমার্স প্রতিষ্ঠানটি এক হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে। অথচ কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ৫০ হাজার টাকা। ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক বছর আট মাস বয়সী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থার কাছে নানা অভিযোগও জমা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায়ের ধরন দেখে বিশেষজ্ঞরাও আশঙ্কা করছেন, এতে মানি লন্ডারিংয়ের সুযোগ রয়েছে। ই-ভ্যালি জানায়, তাদের নিবন্ধিত গ্রাহক ৩৫ লাখ ছাড়িয়ে গেছে

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে জিএসপি চেয়েছে বাংলাদেশ

Image
  আগামী ২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ। শনিবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। বৈঠকে ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) কাছে ‌আগামী ২০৩০ সাল পর্যন্ত ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা পরবর্তীকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সুবিধা বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে ব্রিটিশ এমপিদের মধ্যে অংশ নেন লর্ড জ্যাক উইলসন, ব্যারোনেস নাতালে লুইস, লর্ড অ্যান্ড্র স্টানেল ও ব্যারোনেস রোসেল বয়কট।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

Image
  বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন। রবিবার রাতে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি।  তিনি আরও লিখেন আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি।  এছাড়া তার কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনও ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনও অঙ্গ প্রকাশ পায় এমন কোনও ছবি কেউ যেন প্রকাশ না করে। ’ তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’ ১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮

স্বাস্থ্যবিধি মেনে মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন : পীর চরমোনাই

Image
  স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে দেশের সব কওমি মাদরাসাসহ স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।  আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে পীর চরমোনাই বলেন, দেশের সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অফিস-আদালত, হাট-বাজার, কল-কারখানা, ব্যাংক-বীমা সবই স্বাভাবিকভাবে চলছে। এ ক্ষেত্রে কওমী  মাদরাসার কিতাব বিভাগসহ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও খুলে দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।  ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, সরকার যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয় তাহলে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাধারা থেকে পুরোপুরি ঝরে যেতে পারে, অনেকে শিক্ষার্থী বিপথগামী হতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।  তিনি আরও বলেন,

কাবুলে কূটনৈতিক এলাকার কাছে রকেট হামলা

Image
  আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটিতে অবস্থিত প্রধান কূটনৈতিক এলাকাসহ আরও কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, দু'টি যান থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে কূটনৈতিক এলাকা কেঁপে উঠেছে।রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনই কয়েক দফা রকেট হামলা চালানো হলো। এদিকে, ১৯ বছরের যুদ্ধ-সংঘাতের অবসান ঘটাতে শান্তিচুক্তির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দেশটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

টানা সাতদিন গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা

Image
  টানা সপ্তমদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনিদের জ্বলন্ত বেলুন হামলার জবাবে আকাশ থেকে এ বোমা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকায় হামাসের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে ইসরায়েলের যুদ্ধবিমানসহ অন্যান্য আকাশযান। গাজার নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অঞ্চলটির দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেট লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে হামলা চালানো হয়েছে।হামাস সূত্র বলেছে, দখলদাররা তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে এবং মধ্যরাতের পর গাজায় বিমান হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। হামাসের বিরুদ্ধে রকেট নিক্ষেপ এবং জ্বলন্ত বেলুনে বিস্ফোরক জুড়ে সীমান্ত পার করানোর অভিযোগ তুলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর জবাব হিসেবে কারিম আবু সালিম সীমান্ত বন্ধসহ গাজা উপকূলে মাছ ধরা নিষিদ্ধ করেছে ইসরায়েল। পাশাপাশি, টানা সাতদিন উপত্যকায় বিমান হামলাও চালিয়েছে তারা। ২০০৭ সাল থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডটি অবরোধ করে রেখেছে ইসরায়েল।

করোনার টিকা দ্রুত পেতে ফ্রি’র পাশাপাশি ক্রয়ের সিদ্ধান্তও

Image
  করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি নির্মূলে একটি কার্যকর ভ্যাকসিন বা টিকার জন্য আশায় বুক বেঁধে আছে সারাবিশ্বের মানুষ। এরই মধ্যে ভ্যাকসিন পাওয়ার দৌড়ে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশও কাজ শুরু করেছে। জনগণের মাথাপিছু আয় চার হাজার ডলারের কম হওয়ায় বিনামূল্যে টিকা পাওয়ার সুযোগ থাকলেও দ্রুত এটি পেতে ফ্রি’র পাশাপাশি নগদ অর্থ দিয়েও সংগ্রহের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোভিড-১৯ মহামারি   প্রথম পর্যায়ে বাংলাদেশে প্রাধিকারভিত্তিতে সুলভে পাওয়া নিশ্চিতে গত ১০ আগস্ট সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। ওই সভার কার্যপত্রের একটি কপি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে- >> কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাভি’র (টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট) মাধ্যমে দেশে নিয়ে আসার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। >>  গ্যাভি, কোভ্যাক্স ফ্যাসিলিটির  (ফ্র

চীনকে টেক্কা দিতে মালদ্বীপে বিশাল বিনিয়োগের ঘোষণা ভারতের

Image
  পর্যটক প্রিয় মালদ্বীপের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে ভারত। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বলয়ের সম্প্রসারণকে টেক্কা দিতে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রচেষ্টার মাঝে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। মালদ্বীপের রাজধানী মালের সঙ্গে দেশটির তিনটি দ্বীপের যোগাযোগ স্থাপন করতে ভারতের বিশাল এই প্যাকেজ ঘোষণা দেয়া হয়েছে। বিস্তীর্ন সৈকত ও সমুদ্রের নীল জলরাশির জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ। এই অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক ও পরিবহন সংযোগ স্থাপনের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদকে বলেন, ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে রাজধানী মালের সংযোগ প্রকল্পে সহায়তা করবে নয়াদিল্লি। এছাড়াও আরও ৪০০ মিলিয়ন ডলারের নতুন ঋণ দেয়া হবে। জয়শঙ্কর বলেন, রাজধানী মালেকে ভিলিংগিলি, গুলহিফাহু ও থিলাফুশি দ্বীপের সঙ্গে সংযুক্ত করার পরকিল্পনাটি হবে মালদ্বীপের বৃহত্তম বেসাম

ইসরায়েলি চুক্তি: আবুধাবির সঙ্গে সম্পর্ক বাতিলের হুমকি এরদোয়ানের

Image
  ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘটনায় মধ্যপ্রাচ্যের এ দুই দেশের তীব্র নিন্দা জানিয়েছে ইরান এবং তুরস্ক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তিতে পৌঁছানোর এই ঘটনাকে ‘ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছে তুরস্ক। অন্যদিকে ইরান বলছে, এই চুক্তির মাধ্যমে ‘মুসলিম বিশ্বের পিঠে ছুরি চালানো’ হয়েছে। শুক্রবার পৃথক বিবৃতিতে ইসরায়েল-আমিরাতের শান্তি চুক্তির প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে তুরস্ক এবং ইরান। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই চুক্তি স্বাক্ষরিত হলে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করা হবে বলে হুমকি দিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার  ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে  বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে পশ্চিম তীরের যেসব এলাকায় সার্বভৌমত্ব প্রয়োগ স্থগিত করতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক পুরোদমে শুরু হবে বলেও জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে  এই চুক্তি মুসলিম বিশ্বের পিঠে ছুরি মা

বঙ্গবন্ধুর জন্য ৫০ হাজার বার কোরআন খতম করল এতিম শিশুরা

Image
    মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তিনিসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় এক লাখ বার পবিত্র কোরআন খতমের উদ্যোগ নিয়েছে সরকারি শিশু পরিবার এবং বেসরকারি এতিম খানার শিশুরা। এরইমধ্যে ৫০ হাজার বার কোরআন খতম করেছে তারা। এতে অংশ নিয়েছে প্রায় ৭১ হাজার শিশু। শুক্রবার (১৪ আগস্ট) ৫০ হাজার বার কোরআন খতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।সমাজসেবা অধিদফতর এ দোয়া মাহফিলের আয়োজন করে। সমাজসেবা অধিদফতর মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজসেবা অধিদফতর এ দোয়া মাহফিলের আয়োজন করে। সমাজসেবা অধিদফতর মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিদফতর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্য

বিপদে ৩০ লাখ মোবাইল ব্যবহারকারী, সতর্কতা জারি

Image
  বিশ্বের ৩০ লাখ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর তথ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা। তাদের দাবি মোবাইল ফোনে ব্যবহৃত কোয়ালকম চিপের কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। তারা কোয়ালকমের ডিজিটাল সিগন্যাল প্রসেসর চিপে (ডিসিপি) ৪০০টি ত্রুটি খুঁজে পেয়েছেন। জানা যায়, বাজারে ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে ৪০ শতাংশ স্মার্টফোনে কোয়ালকম চিপ (Qualcomm) ব্যবহৃত হয়। এ চিপ সব দামের ফোনের মধ্যেই পাওয়া যায়। শুধু এটা নয়, গুগল, স্যামসাং, এলজি, শাওমিসহ আরও বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোনে এই কোয়ালকম চিপ ব্যবহার হয়ে থাকে। চেক পয়েন্টের রিসার্চাররা DCP চিপ টেস্ট করেছিল আর তাতে ত্রুটিযুক্ত ৪০০টি কোড পিস খুঁজে পেয়েছে। এ ত্রুটিগুলোর জন্য হ্যাকাররা বিনা ইউজার ইন্টারাঅ্যাকশন ছাড়াই যেকোনো স্মার্টফোনের সাহায্যে নজরদারি করতে পারে।  চেক পয়েন্টের রিসার্চাররা আরও জানিয়েছেন, উল্লিখিত ত্রুটিগুলোর সাহায্যে হ্যাকাররা ইউজারের ফোনে থাকা ছবি, ভিডিও, কল রেকর্ডিং, রিয়েল টাইম মাইক্রোফোন ডেটা, জিপিএস আর লোকেশনের ডেটা অ্যাকসেস পেয়ে যায়। এই ৪০০টি ত্রুটির কারণে ম্যালিসিয়াস অ্যাপ ফোনের কল রেকর্ডিং করতে

স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন

Image
  দাম বৃদ্ধির রেকর্ডের পর দরপতনের মুখে স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজারে গতকাল (১১ আগস্ট) একদিনেই প্রতি আউন্স সোনার দাম কমেছে ১১৭ ডলার (প্রায় ১০ হাজার)। এদিন বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি শুরু হয় ২০২৭ ডলারে আর দিন শেষ হয় ১৯১০ ডলারে।  ৭ আগস্ট নিউইয়র্ক থেকে পড়তে শুরু করে স্বর্ণের দাম। ওই সময় প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২ হাজার ৬১ ডলারে। ওই দিন কমতে কমতে ২ হাজার ১৮ ডলারে নামে প্রতি আউন্স স্বর্ণের দাম। এরপরে অবশ্য ঊর্ধমুখী প্রবণতা দেখিয়ে সেদিন বাজার শেষ হয় ২ হাজার ৩৫ ডলার। ৮ আগস্ট আন্তর্জাতিক বাজারে এই দামের আশেপাশেই সোনা বিক্রি হয়। ৯ আগস্ট এই দামে বাজারে এলেও সময়ের সঙ্গে সঙ্গে পড়তে থাকে স্বর্ণের দাম। নেমে আসে ২ হাজার ২৫ ডলারে। এরপর ওঠানামার মধ্য দিয়ে ২ হাজার ৩০ ডলারের সেদিনের লেনদেন শেষ হয় স্বর্ণের। ১০ আগস্ট ২ হাজার ৪৬ ডলারে বিনিয়োগকারীদের হাত বদল হয় প্রতি আউন্স স্বর্ণ। এরপর পড়তে পড়তে দাম নেমে আসে ২ হাজার ২৯ ডলারে।

ভারতে হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে-মেয়ে সমান অধিকার

Image
  বহুল আলোচিত অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত জানিয়েছে, হিন্দু পরিবারে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে। এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার (সংশোধিত) আইন অনুসারে অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ, সম্পত্তিতে ছেলেরা যতটুকু অংশীদার, মেয়েরাও ততটুকুই পাবে। রায় অনুসারে, সংশোধনী আইন প্রণয়নের আগে যদি বাবা মারা যান, তাহলেও ছেলে-মেয়ের সমানাধিকার প্রযোজ্য হবে। আর যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করবে। ভারতে সুপ্রিম কোর্টের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে একাধিক মামলায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর দেশটির শীর্ষ আদালত রায় দিয়েছিলেন, যদি বাবা ও মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তাহলেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। ওই দিনই সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

মহানবিকে কটূক্তি: রণক্ষেত্র ব্যাঙ্গালুরু, পুলিশের গুলিতে নিহত ৩

Image
  ফেসবুকে মহানবিকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের জেরে রণক্ষেত্রে হয়ে উঠেছে ভারতের ব্যাঙ্গালুরু। মঙ্গলবার কংগ্রেসের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে অসংখ্য মানুষ। পুলিশ এ বিষয়ে অভিযোগ নিতে চায়নি বলে দাবি অনেকের। এরপর থেকেই ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে বিক্ষোভ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিবাদকারীরা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। মঙ্গলবার রাতে কেজি হাল্লি এবং ডিজি হাল্লি থানায় হামলা চালানো হয়। এতে এক এসিপিসহ অন্তত ৬০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন ব্যাঙ্গালুরুর কাভাল বাইসান্দ্রা এলাকায় কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। ছোড়া হয়েছে ইট-পাথরও। এসময় পার্কিংয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযুক্ত কংগ্রেস নেতার ভাইপোর দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট করেননি। তার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এই কাজ করেছে। যদিও পরে সেই পোস্টটি

রামমন্দির নয়, ভ্যাকসিন জরুরি: দেব

Image
  রামমন্দির নয়, ভ্যাকসিন জরুরি: দেব ৫ অগাস্ট, বুধবার দিনক্ষণ, শুভলগ্ন মেনে অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মন্দিরের প্রথম ইট গেঁথেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। পরিকল্পনা অনুযায়ী এরপর সাড়ে তিন বছরে ‘মর্যদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির’ তৈরি করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। খরচ হবে আনুমানিক ৩০০ কোটি। অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। করোনাকালে অযোধ্যায় রামমন্দির নির্মাণের এমন এলাহি আয়োজন নিয়েই এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ, অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালের এই সাংসদের প্রশ্ন, ‘এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন’। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে ব্রাজিল এবং আমেরিকাকেও ছাড়িয়ে গেছে ভারত। টানা এক সপ্তাহ ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজারের ওপর মানু

বিভ্রান্তি’ দূর করলেন সিফাত-শিপ্রা

Image
  অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাত ও তাদের আরেক সঙ্গী শিপ্রা রাণী দেবনাথকে নিয়ে ‘বিভ্রান্তি’ অবসানে সংবাদ সম্মেলন করেছেন তারা। সোমবার (১০ আগস্ট) রাতে হঠাৎ একটি আবাসিক হোটেলে গণমাধ্যমকর্মীদের ডেকে কথা বলেন এ দুই শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে সিফাত বলেন, মেজর সিনহা হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছে সারাদেশ। কারাগার থেকে বেরিয়ে সেই বিষয়টি অনুধাবন করলাম। তবে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতদিন জেলে ছিলাম তাই কিছুই জানতে পারিনি। এখন জেল থেকে বের হয়ে দেখছি প্রায় সব মিডিয়া আমাদের জন্য লিখেছে। আমরা কৃতজ্ঞ। সব সত্যি আমরা তুলে ধরব।সিফাত বলেন, কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর একটি নম্বরবিহীন গাড়িতে করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে বলে যে গুঞ্জন গণমাধ্যমে ছড়িয়েছে সেটি ঠিক নয়। ওই গাড়িটি আমাদের পারিবারিক গাড়ি ছিল। তার বিরুদ্ধে করা মামলায় ন্যায়বিচার পাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন জামিনে মুক্তি পাওয়া সাহেদুল ইসলাস সিফাত ও শিপ্রা দেবনাথ। শিপ্রা বলেন, প্লিজ, প্রে ফর আস। সিফাত ও আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলে

গরুর মুত এত মিষ্টি কেন

Image
  উপকার অপকার যাই থাকুক সনাতনী দের  বিশ্বাস গরুই মা।তার মুত অতী পছন্দ । এটা বিশ্বাসএর দ্বারা সম্ভব।

কাবা তাওফের রহস্য

Image
  হজ্জ কিংবা ওমরাহ করতে যাঁরা মক্কায় হারাম শরীফে গেছেন, তাঁরা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন- চামড়া পোড়ানো প্রখর রেদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলাটা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়। কারণ, এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। ড. মোহাম্মাদ কামাল ইসমাইল (১৯০৮-২০০৮) একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি; লোকচক্ষুর অন্তরালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। মিশরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী- যিনি হাইস্কুল শেষে ‘রয়েল স্কুল অব ইঞ্জিনিয়ারিং’-এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, ইসলামি আর্কিটেকচার-এর ওপর তিনটি ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী। ড. মোহাম্মাদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী- যিনি হারামাইন (মক্কা-মদিনা) সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি; মোটা অংকের চেক উনি ফিরিয়ে দেন! তাঁর সততা ও কাজের প্রতি আন্তরিকত

জান্নাতের হাতছানি

Image
  একদিন নবী করিম (সাঃ)-এর একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক (সাঃ) উনার জানাজা পড়ালেনI তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেনI সবার সাথে আমাদের নবী করিমও (সাঃ) হেঁটে হেঁটে আসলেনI দুই জন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেনI সবাই মৃত দেহকে ঘিরে বসে আছেনI কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেনI সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতিI নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাঁকিয়ে জিজ্ঞেস করলেন, "তোমরা কি জানো, মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?" সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি কে বললেন, -ইয়া রাসূলুল্লাহ ! আমাদেরকে বলুনI নবীজি একটু চুপ করে থাকলেনI সবাই উনার কাছে এসে ঘিরে বসলেনI মৃত্যুর পর আত্মার কি হয়, এই তথ্য তাঁদের জানা ছিল নাI আজ সেটা নবীজির মুখে শুনবেনI কত বড় সৌভাগ্যI শুনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেনI তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মত করে বলতে শুরু করলেনI "শুনো, যখন মানুষ একেবারেই মৃত্যু শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায়I কিন্তু যে