Posts

Showing posts from December, 2020

অযোধ্যায় জানুয়ারিতে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

Image
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের দেয়া রায়ে বিতর্ক রয়েই গেছে। এর মধ্যেই করোনা মাথায় নিয়ে ধুমধাম করে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। এবার প্রকাশ করা হলো প্রস্তাবিত মসজিদের ‘ব্লু-প্রিন্ট’। তাতে মসজিদের পাশাপাশি প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে। আর একঝলকেই তা নজর কেড়েছে সবার। খবর এনডিটিভি ও আনন্দবাজারের। অযোধ্যায় মসজিদ তৈরির দায়িত্বে থাকা দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) শনিবার মসজিদ চত্বরের নকশা প্রকাশ করে। তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও তা আদ্যোপান্ত পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। গত বছর অযোধ্যা মামলার রায়ে সুপ্রিমকোর্ট অযোধ্যার ওই বিতর্কিত জায়গায় রামমন্দির নির্মাণে সায় দেয়ার পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেয়া হয়। সেই হিসাবে কাজ এগোতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে মহাসমারোহে মন

বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ ভারতীয় ইতিহাসবিদের

Image
  ভারতের ইতিহাসবিদ রত্নাবলি চট্টোপাধ্যায় বলেছেন, বাবরি মসজিদ নিয়ে  ইতিহাস বিকৃতি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও এশিয়াটিক সোসাইটি আয়োজিত অনিরুদ্ধ রায় স্মারক বক্তৃতায় শনিবার ইতিহাসবিদ রত্নাবলি এ কথা বলেন। তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে আলোচিত মামলাটি সুপ্রিমকোর্টে নিষ্পত্তি হলেও রাম জন্মভূমি সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক বিদ্যমান। খবর আনন্দবাজার পত্রিকার। রত্নাবলী দেবী জানান, রাম যে ঐতিহাসিক চরিত্র বা অযোধ্যা তার জন্মভূমি এমন কথা কোনো ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখিত নেই। এমনকি, মন্দির ভেঙে মসজ়িদ তৈরির ঘটনারও সত্যতা নেই। কাল্পনিক বা মনগড়া কাহিনীকে কীভাবে ইতিহাস বলে উপস্থাপিত করা হচ্ছে এবং দেশের শাসক দলের তার প্রতি যে প্রশ্রয় তাও বিস্তারিত ভাবে আলোচনা করেন তিনি। তিনি বলেন, ভারতের জাতীয়তাবোধের সঙ্গে ধর্মীয় চেতনাকে যুক্ত করা অনৈতিহাসিক। বর্তমানে যে ভাবে রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটছে, তারও সমালোচনা করেছেন তিনি। ইতিহাসবিদ অধ্যাপক অনিরুদ্ধ রায়ের প্রয়াণের পর এই স্মারক বক্তৃতা শুরু হয়েছে। অধ্যাপক রায় তার জীবনভর যে বে ধর্মনিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ইতিহাসের চর্চা করে গেছেন, তা ব

ফিলিস্তিনিদের হত্যার নির্দেশদাতা রাব্বির দুবাইয়ে স্কুল উদ্বোধন

Image
  ফিলিস্তিনিদের হত্যার নির্দেশদাতা ইসরাইলের বিতর্কিত প্রধান রাব্বি (ইহুদিদের ধর্ম যাজক) ইৎজাক ইউসেফ দুবাইয়ে গিয়ে একটি ইহুদি নার্সারি স্কুল উদ্বোধন করেছেন। কোনো আরব দেশে এটিই তার প্রথম সফর।  গত সপ্তাহে বিতর্কিত এ রাব্বি আমিরাত সফর করেন। স্কুল উদ্বোধনের পর সেখানে তিনি আমিরাতের ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে আমিরাতের রাব্বি লেভি ডাচম্যানের সঙ্গে বৈঠক করেন। খবর আরব নিউজ ও টাইমস অব ইসরাইলের। এর আগে ২০১৬ সালে ইহুদিদের প্রধান এ ধর্ম যাজক বলেছিলেন, ফিলিস্তিনি মুসলিমদের নির্বিচারে হত্যা করা ইসরাইলি সেনাদের ধর্মীয় দায়িত্ব। ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক এ অঞ্চলে থাকতে পারবে না। ২০১৮ সালে তিনি কালো মানুষকে বানরের সঙ্গে তুলনা করে বর্ণবাদী মন্তব্য করে আবারও নতুন করে বিতর্কিত হন। ধর্ম ও বর্ণবিদ্বেষী হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত এ রাব্বির আমিরাত সফরে অনেকেই দুবাইয়ের শাসকদের সমালোচনা করেছেন।  

তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ পাকিস্তানের

Image
তুরস্কের ওপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।  এতে বলা হয়, তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান। যে কোনো দেশের ওপর একতরফা দমনমূলক ব্যবস্থার বিরোধী ইসলামাবাদ।   পাক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির বিষয়ে তুরস্কের ভূমিকার বিষয়েও প্রশংসা করা হয়।   এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এ নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে।  বুধবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, এ নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে।   
Image
ভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে বলে দাবি করেছে পাকিস্তান। এ খবার জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।   শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ দাবি করেছেন।  এর পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, পাকিস্তান সুর্নিদিষ্ট ও বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জেনেছে ভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালানো চেষ্টা করছে।    উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় দিনের সফরে কোরেশি বলেন, আমি আমাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি ভারত পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করেছে। ভারত তাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছ বিষয়টি অনুমোদনের চেষ্টা করছে।  কোরেশি বলেন, এটি অভ্যন্তরীণ বিষয় বলে দৃষ্টি ঘোরাতে পরিকল্পনা করছে ভারত।  প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে হামলা চালানো হয়। ১২টি মিরেজ-২০০০ জঙ্গিবিমান জঈশ-ই-মোহাম্মদ, হিজবুল্ল

মহামারিতে ফুলেফেঁপে উঠছে ভিয়েতনামের ই-কমার্স

Image
  এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল ই-কমার্সের অন্যতম একটি হলো ভিয়েতনাম। এর পেছনে চালিকা শক্তি হিসেবে আছে একটি তরুণ জনগোষ্ঠী, একটি উঠতি মধ্যবিত্ত শ্রেণি এবং উদীয়মান ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা। করোনাভাইরাস মহামারি ও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে দেশটির ই-কমার্স ব্যবসা আরও ত্বরান্বিত হয়েছে। ফলে, ২০২০ সালে ভিয়েতনামের ই-কমার্স বিক্রি ৩০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩.১ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে এক সমীক্ষায় জানিয়েছে তথ্য ও বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবালডেটা। বিশ্লেষণে দেখা গেছে, যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ এর মধ্যে দেশটির ই-কমার্স বিক্রির হার ১৮.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা আর্থিক হিসাবে ২৬.১ বিলিয়ন ডলার। এ প্রসঙ্গে গ্লোবালডেটার জ্যেষ্ঠ বিশ্লেষক কার্তিক চাল্লা বলেন, ‘মহামারি পরিস্থিতি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ভয় তৈরি করায় ভোক্তাদের আচরণে পরিবর্তন এসেছে। শপিং সেন্টারে যাওয়া ব্যাপক মাত্রায় পরিহার করা হচ্ছে। এর বদলে ভোক্তারা তাদের প্রতিদিনের কেনাকাটায় অনলাইন প্লাটফর্মগুলোতেই বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছেন। অন

করোনায় আক্রান্ত এসওয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

Image
করোনায় আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ এসওয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রুস দলামিনির মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চার সপ্তাহ আগে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রোববার বিকেলে অ্যামব্রুস দলামিনির (৫২) মৃত্যু হয়েছে। সেখানে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। যদিও দলামিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ২০১৮ সালে এসওয়াতিনির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আফ্রিকার ছোট্ট দেশ এসওয়াতিনি এক সময় সোয়াজিল্যান্ড হিসেবে পরিচিত ছিল। দেশটিতে জনসংখ্যা প্রায় ১০ লাখ। এসওয়াতিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৮। এর মধ্যে মারা গেছে ১২৭ জন। গত ১৬ নভেম্বর দলামিনির দেহে পরীক্ষা-পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। সে সময় তিনি এক বিবৃতিতে বলেছিলেন যে, তার দেহে করোনার কোনো উপসর্গ ধরা পড়েনি এবং তিনি ভালো অনুভব করছেন। এর কয়েক সপ্তাহ পরে গত ১ ডিসেম্বর এসওয়াতিনি সরকার এক ঘো

ইসলামাবাদকে চাপে রাখতে আমিরাতে পাকিস্তানিদের ভিসা বন্ধ

Image
  ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আছে সৌদি আরবও। চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর প্রেসটিভি ও ডেইলি সাবাহর। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরাইল এবং ভারতঘেঁষা নীতিগ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। আরব আমিরাত ও সৌদি আরবে পাকিস্তানের ৫০ লাখের বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে– পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করেছে। ব্যাপক চাপ সৃষ্টি সত্ত্বেও ইমরান খানের সরকার নতিস্বীকার না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরাইলকে স্বীকৃতি দেয়ায় আরব রাষ্ট্রগুলোর ওপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানের জনগণ রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ অবস্থায় ইমরান খান সরকারের সামনে দুটি পথ রয়ে