Posts

Showing posts from July, 2021

হজে প্রথমবারের মতো দায়িত্বে সৌদি নারী সেনা

Image
  হাজিদের নিরাপত্তায় নিয়োজিত নারী সেনা। মক্কা, সৌদি আরব, ২০ জুলাই।  ছবি: রয়টার্স সৌদি নারী মোনা কাজ করেন দেশটির নিরাপত্তা বাহিনীতে। এবারের হজের সময় তিনি হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন পবিত্র শহর মক্কায়। মোনা একাই নন, এবারের হজে হাজিদের নিরাপত্তার দায়িত্বে ছিল সৌদি আরবের নারী সেনাদের একটি দল। এবারই প্রথম হাজিদের নিরাপত্তায় মক্কা ও মদিনায় নারী সেনাদের নিয়োগ দিয়েছিল সৌদি সরকার। গত এপ্রিল থেকে দেশটিতে নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন নারী সেনারা।   খাকি রঙের সামরিক পোশাকের সঙ্গে লম্বা ঝুলের জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার পরে পালা করে হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন নারী সেনারা। মোনা বলেন, ‘আমার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। তিনি মারা গেছেন। সেনাসদস্য হতে তিনি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তাঁর পদাঙ্ক অনুসরণ করে পবিত্র এই জায়গায় দায়িত্ব পালন করেছি। হাজিদের জন্য কাজ করতে পারাটা খুবই সম্মানের।’ মোনার মতো হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন সৌদি আরবের আরেক নারী সেনা সামার। তিনি পবিত্র কাবাঘরের পাশে দায়িত্বে ছিলেন। মনোবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। এরপর যোগ দিয়েছেন সেনাবাহিনী

আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলাকেন্দ্র তালেবানের

Image
    আফগান তালেবান ইতিমধ্যে অনেক জেলা ও সীমান্ত–ক্রসিং দখল করে নিয়েছে।  ফাইল ছবি: রয়টার্স আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলাকেন্দ্র এখন তালেবান নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল গতকাল বুধবার এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির যে দ্রুত অবনতি ঘটছে, সে কথার ইঙ্গিত দিচ্ছে মার্কিন শীর্ষ জেনারেলের এই স্বীকারোক্তি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে এলাকা দখলের তৎপরতা বাড়িয়ে দেয় তালেবান। ইতিমধ্যে তারা অনেক জেলা ও সীমান্ত–ক্রসিং দখল করে নিয়েছে। তালেবানের তাড়া খেয়ে দেশ ছেড়ে সহস্রাধিক আফগান সেনার পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ কারণে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলার বলেন, আফগানিস্তানের ৪১৯টি জেলাকেন্দ্রের মধ্যে ২০০টির বেশি এখন তালেবানের নিয়ন্ত্রণে। গত মাসেই মার্ক মিলার বলেছিলেন, আফগানিস্তানের ৮১টি জেলাকেন্দ্র নিয়ন্ত্রণ করছে তালেবান। মাত্র এক মাসের ব্যবধানে তালেবান দেশটির অর্ধেকের বেশি জ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশি

Image
  চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।  ফাইল ছবি: রয়টার্স ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল বুধবার জানায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ছাড়া তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৩৮০ জনের বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে। রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন, ‘১৭ জন বাঙালি মারা গেছেন। ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিবাসীরা নৌকায় করে লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন।’ রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, জুয়ারা লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত। সেখান থেকে নৌকা অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার চেষ্টা করে। তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন বলে জানায় রেড ক্র

ইসরায়েলি গুপ্তচরকে আটক

Image
  লেবাননে আটক করা হয়েছে ইসরায়েলের এক গুপ্তচরকে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় লেবানন। যাতে বলা হয়, সন্দেহভাজন হিসেবে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়েছে তাকে। পরে তাকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী। দেশটির বেকা অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যাক্তি জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছে বলে জানায় লেবানন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলছে, আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করা হয়নি। তবে সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানানো হয়। বিবৃতিতে লেবানন আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুপ্তচরবৃত্তিতে নিজের জড়িত হবার প্রক্রিয়া ব্যাখ্যা করেছে। ২০১৯ সালের শুরুতে ওই ব্যাক্তি ইসরায়েলের নিরাপত্তা বিভাগে ইমেইল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেয়। এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইসরায়েল তাকে অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। পরে এই ব্যক্তি ইসরায়েলের কাছে লেবাবনের গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে শুরু করে। এর আগে গত বছরও লেবাননের নিরাপত্তা বাহিনী কিনদা আল খাতিব নামের এক ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আটক

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কিনা

Image
  ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপির সংসদ সদস্য নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেন কংগ্রেসের একজন সিনিয়র নেতা ও আসামের সাংসদ রিপুন বোরা। যাতে দাবি জানানো হয়, প্রামাণিক মিথ্যা হলফনামা দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন কি না - তার জন্ম কোচবিহারে না কি বাংলাদেশের গাইবান্ধায় তার সঠিক তদন্ত করা দরকার। সম্প্রতি নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভায় দায়ীত্ব গ্রহণ করেন নিশীথ প্রামাণিক। এদিকে এ দাবিকে সমর্থন করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। তারা বলছে, একজন বাংলাদেশিকে মন্ত্রিসভার সদস্য করা হয়ে থাকলে মোদি সরকার দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে। যদিও তৃণমূলের এই বক্তব্য সরাসরি নাকচ করেছে বিজেপি। তাদের দাবি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন যে কেউ। মাত্র পঁয়ত্রিশ বছর বয়সী এই বিজেপি নেতা মন্ত্রিসভার একজন তরুণ মুখ। শুধু তাই নয় প্রথমবার মন্ত্রী হয়েই তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা অমিত শাহ-র ডেপুটির দায়িত্ব। মাত্র দুবছর আগে বিজেপিতে যো

ইসরায়েলের ‘পেগাসাসের’ ফাঁদে

Image
   ইসরায়েল তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করছে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো। যার মাধ্যমে তারা আড়িপাতে নিজ দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে। রোববার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ইসরায়েলের এই ভয়ঙ্কর হ্যাকিংয়ের ঘটনাটি ফাঁস করে। যাতে বলা হয়, কর্তৃত্ববাদী সরকারগুলো এই হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটালি হ্যাক করছে। এর মাধ্যমে পাওয়া তথ্যগুলো সরকারগুলো ব্যবহার করছে নিজেদের সুবিধার্থে। হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা দেশগুলো হলো, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরোক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাব পরিচালনাকারী ক্লডিও গুয়ারনিয়েরি বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, যদি কোনো স্মার্টফোনে পেগাসাস সফটওয়্যারটি প্রবেশ করানো যায়, তবে এনএসওর গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায়। এতে ফোনের মালিকের মেসেজ, কল, ছবি, ইমেইল সবই দেখতে পাবে। পড়তে পারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের বার্তাগুলো। এমনকি গোপনে ক্যামেরা কিংবা মাইক্রোফোন চালুও করতে পারবে এ পে

যাবজ্জীবন’ ৩০ বছর: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Image
ফাইল ছবি যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ ৩০ বছর কারাদণ্ড। সে ক্ষেত্রে একজন আসামি রেয়াতের সব সুবিধা পাবেন। ‘আমৃত্যু’ না থাকলে ৩০ বছর যাবজ্জীবন কারাবাস করতে হবে বলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে। দেশের কোনো আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি রায়ে উল্লেখ করেন, যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড। সে ক্ষেত্রে আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ জুলাই) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে রিভিউ আবেদনটি নিষ্পত্তি করে এ রায় দেন। ওই রায়ের কপিতে বিচারকদের স্বাক্ষরের পর আজ ১২০ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। ওইদিন ঘোষিত রায়ে বলা হয়, প্রাথমিক অর্থে যাবজ্জীবন কারাবাস মানে কোনো দণ্ডিতের বাকি জীবন। ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির এ সংক্রান্ত বিধানগুলো একসঙ

প্রাণ বাঁচাল’ ৩ শতাধিক আফগান

Image
  ফাইল ছবি তালেবানের সশস্ত্র অভিযানের মুখে পালিয়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে তিনশ’ আফগান শরণার্থী। তাজিক সীমান্তরক্ষীদের বরাতে বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোভার জানিয়েছে, গত দুইদিনে অন্তত ৩৪৭ জন আফগান শরণার্থী প্রাণ বাঁচাতে তাজিকিস্তানে প্রবেশ করেছে। তবে সীমান্ত পারাপারের সময় দুটি শিশুর মৃত্যু হয়েছে। আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার কার্যক্রম শুরুর পর গত কয়েক সপ্তাহে দেশটির বিশাল অঞ্চলের দখল নিয়েছে তালেবান। গত জুনে তারা তাজিকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং শির খান বন্দরের দখল নেয়। আর গত বুধবার পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং স্পিন বলদাকের দখল নেয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তালেবানকে হটিয়ে আবারও সীমান্ত ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। তাজিকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুইদিনে সীমান্ত পার হওয়া আফগান শরণার্থীদের মধ্যে ৬৪ বালক এবং ১১৩ বালিকা রয়েছে। তারা আফগানিস্তানের বাদাখশান প্রদেশ থেকে এসেছে। এক বিবৃতিতে খোভার বলেছে, তাজিক সীমান্তরক্ষীরা মানবতাবাদী নীতি এবং ভালো প্রতিবেশী

রোহিঙ্গা সঙ্কট জাতিসংঘে প্রস্তাব পাস

Image
  রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে সোমবার রাতে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহিতা, তাদের উপর চালানো দমন-নিপীড়নের বিচার এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। খবর বিবিসির। জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের পর এই প্রথম কোনো প্রস্তাব কোন ভোটাভুটি ছাড়াই জাতিসংঘে গৃহীত হল। এই প্রস্তাবটিকে বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ নিয়ে মানবাধিকার পরিষদে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসির সব রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি উপস্থাপিত হয়েছিল। গৃহীত প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যৌন অপরাধসহ সকল প্রকার নির্যাতন, মানবতা-বির

দিল্লি দাঙ্গার ‘তদন্তের নামে প্রহসন

Image
  পুলিশকে জরিমানা আদালতের ফাইল ছবি দিল্লি দাঙ্গার তদন্তে ভারতীয় পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। এবার ওই ঘটনার একটি মামলার তদন্তকে প্রহসন বলে কটাক্ষ করলেন স্থানীয় একটি আদালত। শুধু তা-ই নয়, সুষ্ঠু তদন্ত না করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ২৫ হাজার রুপি জরিমানাও করেছেন বিচারক। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে ভয়াবহ দিল্লি দাঙ্গার সময়ে গুলিতে গুরুতর জখম হন মোহম্মদ নাসির নামে এক ব্যক্তি। এই ঘটনার অভিযোগ জানানো হলে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে বলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তবে পুলিশের পক্ষ থেকে পৃথক এফআইআর না করে যুক্তি দেখানো হয়, নাসির যাদের নামে অভিযোগ করেছেন, তাদের কেউই দাঙ্গার সময়ে দিল্লিতে উপস্থিত ছিলেন না। ফলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়েই সোমবার ক্ষোভপ্রকাশ করেন অতিরিক্ত দায়রা জজ বিনোদ যাদব। তিনি বলেন, দিল্লি পুলিশ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তদন্ত করেনি। খুব দায়সারা এবং ঠাট্টার ছলে এই তদন্ত করা হয়েছে। এরপরই রায় ঘোষণা করেন বিচারক। তাতে পুলিশকে নাসিরের অভিযোগের ভিত্তিতে পৃথক এফআইআর দায়ের করার নির্দেশ এবং রায়ের একট

ইসরায়েলে আমিরাতের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Image
  আনুষ্ঠানিকভাবে বুধবার ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাসের যাত্রা শুরু হয়েছে। ওই দূতাবাসের উদ্বোধনের সময় ইসরায়েলের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন। তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবনে ওই দূতাবাস অবস্থিত। এর আগে গত মাসেই আরব আমিরাতে দূতবাস চালু করে ইসরায়েল। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে নিজেদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করল আমিরাত। গত আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতেই ইসরায়েলি রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের পাশে দাঁড়িয়ে স্টক এক্সচেঞ্জের ভবনের বাইরে নিজ দেশের পতাকা উত্তোলন করেন ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা। গত ২৫ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। সবশেষ ১৯৯৬ সালে ইসরায়েলিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান। এরপর গত দুই যুগ ধরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে

পাকিস্তানে বিস্ফোরণ, চীনাসহ নিহত ৮

Image
  পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই চীনা নাগরিক। এছাড়া ওই বিস্ফোরণে এক সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে একটি বাস লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। রয়টার্সসহ বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই বাসের ভেতরেই বিস্ফোরক রেখে দেয়া হয়েছিল নাকি রাস্তার পাশে থাকা কোনও কিছু থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। বিস্ফোরণের পরপরই বাসটি একটি গভীর গিরিখাদে পড়ে যাওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত এক চীনা প্রকৌশলী এবং এক সেনা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনায় আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ছয় চীনা নাগরিক, এক সেনা এবং স্থানীয় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অপর এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জনের বেশি চীনা প্রকৌশলী ছিলেন। টিটিএন/এমকেএইচ

তালেবানের পুনরুত্থানে ‘সবচেয়ে বেশি’ দুশ্চিন্তায় ভারত

Image
  আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য পুরোপুরি প্রত্যাহারের সময়সীমা যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। দেশটির কমপক্ষে ৭০ শতাংশ এলাকা এখন তাদের দখলে বলে দাবি করছে সশস্ত্র সংগঠনটি। এমনকি রাজধানী কাবুলের ওপরও নিঃশ্বাস ফেলছে তারা। গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যে বিশ্লেষণী প্রতিবেদন সংবাদমাধ্যমে ফাঁস হয়, তাতে বলা হয়েছে, মার্কিন সৈন্য প্রত্যাহারের ছয় মাসের মধ্যেই কাবুলের বর্তমান সরকারের পতন হতে পারে। আর তা সত্যি হলে ২০ বছর পর তালেবানই যে আবার আফগানিস্তানের ক্ষমতায় আসছে, তা বলার অপেক্ষা রাখে না। তালেবানের এমন পুনরুত্থানে বিশ্বের অনেক দেশই চিন্তায় পড়েছে। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তা যার মাথায়, সে হচ্ছে ভারত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটের কূটনীতিকদের গত শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে নেয়া হয়েছে, তাতে ইঙ্গিত স্পষ্ট যে, আফগান ভূমিতে তাদের ভবিষ্যৎ নিয়ে ভারত কতটা উদ্বিগ্ন। হেরাত, জালালাবাদ এবং মাজার-ই

মহাকাশ থেকে পবিত্র কাবার ছবি

Image
   তুললেন নভো’চারী, মুহূ’র্তেই ভাই’রাল গত ২৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অব’স্থান করছেন হাজজা আল মানসুরী যিনি সং’যুক্ত আরব আমিরাতের প্রথম নভো’চারী। সেখান থেকে মঙ্গলবার (০১ অক্টোবর) ইসলামের পবিত্রতম স্থান মসজিদ আল হারামের (কাবা) একটি ছবি ইন্সটাগ্রামে শে’য়ার ক’রেছেন তিনি। এর আগে হাজজা আল মানসুরি তার এ মহাকাশ যাত্রায় স’ঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পবিত্র গ্রন্থ কুরআনের একটি কপি। ভূ-পৃষ্ট হতে প্রায় ৩৫০ কিলোমিটার উচ্চতায় অব’স্থান করে মহাকাশ স্টেশন হতে স্যাটেলাইটের মাধ্যমে, তোলা মক্কার মসজিদ আল হারামের এ ছবি মু’হূ’র্তেই ব্যা’পক সাড়া ফে’লে ছে সোশ্যাল মিডিয়ায়। পবিত্র নগরী মক্কা ও কাবার প্রতি শ্র’দ্ধা নিবেদন করে হাজজা এই ছবিটির ক্যাপশনে লি’খেছেন ‘এটি এমন একটি জায়গা যা সারা বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে বাস করে এবং তারা এটির দিকে মুখ করেই সালাত আদায় করে।’ উল্লেখ্য, আমিরাতের প্রথম সব মিলিয়ে ২৪০তম দ’র্শনার্থী নভোচারী হিসেবে হাজজা আল মানসুরি মহাকাশে গেছেন। আর মহাকাশে নভো’চারী পা’ঠানো র তালিকায় ১৯তম দেশ হিসেবে নাম লিখিয়েছে সংযু’ক্ত আরব আমিরাত, আরব দেশগুলোর মধ্যে যা প্রথম। এই জার্মানির