Posts

Showing posts from March, 2020

করোনাভাইরাস: সৌদি আরবে প্রথম বাংলাদেশি আক্রান্ত

Image
সৌদি আরবে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে আক্রান্ত ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। এই ভাইরাসে নতুন করে দেশটিতে একজন বাংলাদেশিসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬ জনে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সব তথ্য নিশ্চিত করে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগীই ইরান, তুর্কি, এবং বিভিন্ন দেশ থেকে সম্প্রতি প্রবেশ করা সৌদি নাগরিক। বাকিরা এদের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আরব নিউজের। আক্রান্তরা সকলেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা সকলকেই তীব্র নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশি মালিককে মারধর করে স্বর্ণ নিয়ে পালাল ৪ ভারতীয়

Image
সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশি মালিকানাধীন একটি স্বর্ণের ওয়ার্কশপের মালিককে বেধড়ক মারধর করে চার কেজি স্বর্ণের বিস্কুট নিয়ে পালিয়েছে চার ভারতীয় নাগরিক। জানা যায়, গত শুক্রবার ৫৭ বছর বয়সী ওই বাংলাদেশিকে মারধর করে স্বর্ণের ওয়ার্কশপের চার কর্মচারী। তারা লকার থেকে নিজ নিজ পাসপোর্ট ছিনিয়ে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। ওয়ার্কশপ মালিকের ছেলে শিশির কুমার দাস গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার আমার দেশে যাওয়ার কথা ছিল। বাবাকে ওয়ার্কশপ থেকে আনতে গিয়ে দেখি বাবা নেই। পাশে কর্মচারীদের বাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি। বাসায় এসেও না পেয়ে রাতে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ হিসেবে মামলা করি। পুলিশ এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাবাকে আহত অবস্থায় ওয়ার্কশপের ভেতর থেকে উদ্ধার করে। স্থানীয় প্রশাসনের ভাষ্যমতে, ওয়ার্কশপের সিসিটিভি ফুটেজে দেখা যায়- তিনজন কর্মচারী ভেতরে ঢুকে মালিককে বেধড়ক মারধর করে এবং একজন বাইরে পাহারা দেয়। চার ভারতীয় কর্মচারী স্বর্ণ ছিনতাইয়ের এক ঘণ্টার মধ্যেই দুবাই ত্যাগ করে। এটা পূর্বপরিকল্পিত চুরি। দ্রুত সময়ে অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে এবং স্বর্ণের বিস্কুট উদ্ধার ক

দিল্লি সহিংসতা নিয়ে নীরব দর্শক বলিউডের তিন খান

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর জেরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লিতে। এরই মধ্যে এই সহিংসতায় ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। আর এই সহিংসতা নিয়ে নিন্দা জানিয়েছেন বলিউডের অনেক সেলিব্রেটি, তারকা অভিনেতা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তারা এখনও এ ইস্যুতে নীরব। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সমালোচনার শিকার হচ্ছেন। তাদের অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রেটি তারকা ও অন্য লোকজন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিংসহ বাঘা বাঘা তারকারা মুখ খুলছেন। বিশেষ করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন বেদনার ছোঁয়া বয়ে যাচ্ছে তখন সিনেমায়, বড় পর্দায় যেসব নৈতিক অবস্থানের পক্ষে অভিনয় করেন তারা, তখন সেই নৈতিকতার অবস্থানে গিয়ে কথা বলবেন বলে প্রত্যাশা করা হয়। সম্প্রতি ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং একটি ক্লিপ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, চীনা নাগরিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন আমির খান। এতে তিনি বলছেন, যখন আমি চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পড়েছি, তখন চরমভাবে উদ্বিগ্ন হয়েছি।

করোনায় বিশ্বজুড়ে অচলাবস্থা

Image
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে। গত আড়াই মাসে ১৩১ দেশে এ ভাইরাসে (কোভিড-১৯) ১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। আতঙ্কিত হয়ে বিভিন্ন দেশ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। বিশ্বের অনেক দেশ নিজেদের মধ্যে যাতায়াত বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমান ও বাস চলাচলও বন্ধ। দেশে দেশে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক স্থানে অফিস চলছে ঘরে বসে, অনলাইনে। শুক্রবার অনেক দেশ মসজিদে গিয়ে জামাতে জুমার নামাজ বাতিল করেছে। দেশগুলো নিজেদের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়ায় হুমকির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য। বিমান বন্ধ থাকায় কাঁচামাল আসা প্রায় বন্ধ। ফলে পণ্য উৎপাদনে সমস্যা হচ্ছে। রফতানিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। এসব কারণে বিশ্বে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এদিকে শুক্রবার গভীর রাতে ভারতের রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত এক নারীর (৬৯) মৃত্যু হয়েছে। খবর বিবিসি, রয়টার্স, সিএনএন ও এনডিটিভির। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের দেয়া তথ্য অনুযায়ী- চীনে করোনা সংক্রমণ কমে এ

ভারতের পেঁয়াজে উদ্বিগ্ন বাংলাদেশী চাষিরা

Image
দেশে পেঁয়াজের দাম নাগালের মধ্যে এসে গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বাজারগুলোতে এখন ৩০ টাকা থেকে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। উৎপাদনও হয়েছে প্রচুর। কিন্তু এর মধ্যে ভারত কাল (১৫ মার্চ) থেকে পেঁয়াজ রফতানি করবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিলেও কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। কৃষকদের শঙ্কা ভারত কম দামে পেঁয়াজ রফতানি শুরু করলে বৈধ-অবৈধ পথে ভারতীয় পেঁয়াজে বাংলাদেশের বাজার ছয়লাব হয়ে যাবে। যে স্বপ্ন নিয়ে কৃষকরা পেঁয়াজ উৎপাদন করছেন তা পাবেন না। ভারত গত ২৬ ফেব্রæয়ারি পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়; যা কার্যকর হবে ১৫ মার্চ রোববার। এ ঘোষণার পর থেকেই বাংলাদেশে পণ্যটির দাম কমতে থাকে। গত বুধবার (১১ মার্চ) ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, দেশটির মহারাষ্ট্রের নাসিকে গ্রীষ্ম মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করেছে। নাসিকের পেঁয়াজের বড় পাইকারি বাজার লাসালগাঁওয়ে প্রতি কেজি পেঁয়াজ সর্বনিম্ন ১০ রুপি ও সর্বোচ্চ ১৯ রুপিতে বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে পেঁয়াজের উৎপাদন ব্যাপক। পেঁয়াজের দাম কমে যাওয়ায় ভ

করোনাভাইরাসে আক্রান্ত ইসরাইলের সহস্রাধিক সেনা ইহুদী

Image
করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। চীন থেকে এই ভাইরান ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইসরাইলের ১,২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে (পৃথকীকরণ) রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে তাদেরকে পৃথক করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ওই সেনাদেরকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এই ১২শ' সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো। ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিল। এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। ইসরাইলের ২১ সেনার দেহে এ পর্যন্ত করোনাভাইরাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদ নিউইয়রকে- ইউ এস এ

Image
ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে নিউইয়র্কের আলেম সমাজ। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ এবং ওলামা সোসাইটি ইউএসএ গত ১০ মার্চ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়। সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক এবং কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এম আবদুন নুর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ভারতে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক সহিংসতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাংচুরের মত বর্বরোচিত ঘটনায় বিশ্ববাসী হতবাক। অথচ ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার। সেখানে সব জাতি-গোষ্ঠির প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিরোধীদের ওপর গত ২৩ ফেব্রুয়ারি থেকে দমন-নির্যাতন শুরু হলে অশান্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি সহ বিভিন্ন এলাকা। মুসলমানদের ওপর চালানো হয় নির্যাতনের স্টিমরোলার। অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় মসজিদ। সহিংসতায় হতা-হত হয় বহু মুসলমান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতে বর্বরোচিত এসব সহিংসতার বিরুদ

পৃথিবীর অন্যতম বৃহৎ ও সুন্দর স্থাপত্য মসজিদে নববী -মদীনা

Image
পৃথিবীর অন্যতম বৃহৎ ও সুন্দর স্থাপত্য হলো মসজিদে নববী। এটি মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। মুহাম্মদ (সা.) হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি দিনরাত সবসময় খোলা থাকে। মুহাম্মদ (সা.) এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণকাজে অংশ নিয়েছিলেন। সেসময় মসজিদ সম্মিলনস্থল, আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেছেন। ১৯০৯ খ্রিষ্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদটি খাদেমুল হারামাইন শরিফাইনের নিয়ন্ত্রণে থাকে। এটি মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজ্জের সময়ে আগত হাজিরা হজ্জের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণে মুহাম্মদ (সা.) এবং প্রথম দুই খুলাফায়ে রাশেদিন আবু বকর (রা.) ও উমরের (রা.) কবর মোবারক মসজিদ সংলগ্

করোনা: বিশ্বব্যাপী ২৬ বাংলাদেশি আক্রান্ত, ২ জনের মৃত্যু হয়

Image
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। চীনের হুবেই প্রদেশের উহানে সৃষ্ট করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও এখানে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশিদের কেউ এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। বিশ্বের সিংহভাগ দেশে বর্তমানে বাংলাদেশীদের অবস্থান রয়েছে। এরই মধ্যে বাংলাদেশসহ যুক্তরাজ্য, সিঙ্গাপুর, স্পেন, ইতালি, দুবাই ও সৌদি আরবে অন্তত ২৬ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে এ তথ্য জানা গেছে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে রয়েল লন্ডন হাসপাতালে ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। এর আগে রবিবার (৮ মার্চ) যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত আরেক বৃদ্ধ বাংলাদেশি মৃত্যুবরণ করছেন। তারা ছেলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের জানান, তার বাবা ইতালি থেকে লন্ডনে ফিরে এসেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে গত সপ্তাহে বাংল

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি হয়েছে

Image
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থা ঘোষণা দেন। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করছি। করোনাভাইরাস মোকাবিলায় সকল রাজ্যে জরুরি কেন্দ্র খোলা হবে। ১৯৮৮ সালের এই আইনের আওতায় ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) সকল রাজ্য এবং স্থানীয় সরকারকে দুর্যোগ তহবিল সরবরাহ করবে। ট্রাম্প বলেন, বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। আমরা সবাই মিলে এই রোগের বিরুদ্ধে লড়াই করব। ট্রাম্প প্রদেশগুলো অবিলম্বে জরুরি অপারেশন কেন্দ্র স্থাপনের আহ্বান জানান। প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ৩৪৮ জন। ৩১ জন সুস্থ হলেও ১ হাজার ৯৭৩ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ২০০০ সালে প্রেস

কর্নাটকের পর এবার ভারতের দিল্লীতে করোনায় বৃদ্ধার মৃত্যু

Image
ভারতের কর্নাটকে ৭৬ বছর বয়সী এক ব্যক্তির পর করোনাভাইরাসে দেশটির রাজধানী দিল্লির জনকপুরীর প্রীতি সুদন (৬৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। তার ছেলে করোনায় আক্রান্ত হয়ে ইউরোপ থেকে ফিরেছিলেন। ছেলের থেকেই রোগ সংক্রমিত হয় মায়ের। বৃদ্ধার ছেলেও হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এনডিটিভি জানায়, নিহত ওই বৃদ্ধার ছেলে সুইজারল্যান্ড ও ইতালি ভ্রমণ করেছিলেন। বিদেশ সফর থেকে ফিরে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ছেলে। তার সংস্পর্শে ওই বৃদ্ধাও সংক্রামিত হয়েছিলেন করোনা ভাইরাসে। যদিও প্রথমদিকে তার ছেলের কোনো সংক্রমণের লক্ষণ দেখা যায়নি। ৭ মার্চ জ্বর ও কাশি নিয়ে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে রিপোর্ট করেছিলেন ছেলে। প্রোটোকল অনুসারে, পরিবারটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই বৃদ্ধার শরীরেও করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়। ৯ মার্চ ওই বৃদ্ধার অবস্থা আরও খারাপ হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,

করোনা নিয়ে গুজব ছড়ানোই চট্টগ্রামে প্রকৌশলী আটক করা হয়েছে

Image
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফেসবুকের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবু বক্কর রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম। পুলিশ জানায়, শুক্রবার প্রকৌশলী আবু বক্কর রেজা তার ফেসবুক আইডি থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোস্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ। প্রকৌশলী আবু বক্কর রেজার এই পোস্ট নিয়ে স্থানীয়ভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম। আটক আবু বকর রেজা সাতকানিয়া পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছিলেন। করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে এই প্রথম কাউকে আইনের আওতা

করোনাতে ইতালিতে শুক্রবারেই ২৫০ জনের মৃত্যু ,

Image
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি সরকারের জরুরি অবস্থা ঘোষণার পরও মৃত্যু বেড়েই চলেছে। শুক্রবার একদিনেই মারা গেছেন ২৫০ জন। এদিন নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৭। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬০ জন। এর মধ্যে চিকিৎসাধীন আছেন ১৪ হাজার ৯৫৫ জন। এদিকে করোনাভাইরাসের কারণে প্রায় দেড় লাখ বাংলাদেশি গৃহবন্দী। ফলে জরুরি অবস্থায় বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। গোটা ইতালি থমকে আছে। অর্থনৈতিক চরম ক্ষতির দিকে। নতুন করে কোনো পর্যটক ইতালিতে প্রবেশ করতে পারছে না। সরকার থেকে নির্দেশনা ঘর থেকে বাইরে কেউ যেন না যায় অতি প্রয়োজন ছাড়া। করোনাভাইরাসে রোমের ক্লোসিয়াম, ফোনতানা ত্রেভি, ভেনেসিয়াসহ দর্শনীয় স্থানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। গোটা ইতালির জনগণ এখন বন্দী জীবনযাপন করছে। সুপার মার্কেটগুলোতে একসঙ্গে সবাইকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নিয়ন্ত্রণের মধ্যে চলছে সরকার ঘোষিত প্রতিষ্ঠান।কিছু কিছু সুপার মার্কেট ও ক্লিনিকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেয় না। অন্যদিকে ইতালিজুড়ে মাস্কের খুবই অভাব দেখা দিয়েছে। সরেজমিনে ঘুরে কয়েকটি ফার্ম

করোনাভাইরাসে বিপ্লবী গার্ডসের সেই জ্যেষ্ঠ কমান্ডার আর নাই

Image
ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার নাসের শাবানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার আইআরজিসির মুখপাত্র রমজান শরিফ এমন তথ্য জানিয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত বিপ্লবী গার্ডসের পাঁচ সদস্য মারা গেছেন। আর সরকারি কর্মকর্তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ইরানে ৫১৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৪ জন। ২০১৮ সালে সাবানি বলেন, বাব আল-মানদেব প্রণালীতে দুটি সৌদি ট্যাংকারে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে ইরানের নির্দেশেই। তিনি বলেন, সৌদি ট্যাংকারে হামলা চালাতে ইয়েমেনিদের আমরা নির্দেশ দিয়েছি। এরপরেই তারা হামলা চালিয়েছে। এদিকে ইউরোপ ও আমেরিকায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়তে থাকায় মাত্র চার দিনে আরও এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় পাঁচ হাজারে। আড়াই মাসে মহামারীর আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে

সারা বিশ্ব এখন করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দু: ডাব্লিউএএচিও

Image
ইতালিতে ২৪ ঘণ্টায় আড়াইশ' মানুষ মারা যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, ইউরোপ এখন করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দু। ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর রয়টার্স এ বিবিসির। তিনি বলেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজার ৪০৩ জন মানুষ মারা গেছে। এটা খুবই চিন্তার বিষয়। চীনের পর করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী ঘোষণা করেছে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪০৩ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্

করোনাভাইরাস প্রতিরোধ: নির্দেশ অমান্যে ৩ মাস জেল

Image
বিদেশ থেকে আসা কিছু ব্যক্তি সরকার নির্দেশিত কোয়ারেন্টিন শর্ত সঠিকভাবে মানছেন না। অনেকেই মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে এসব ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তারা বলেছে, কেউ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাধা দিলে বা নির্দেশ পালনে অসম্মতি জানালে তাকে তিন মাস কারাদণ্ড, অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে। করোনাভাইরাসের মতো সংক্রমণ রোগ নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টিন বা স্বেচ্ছায় গৃহবাস সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এদিকে লক্ষণ দেখা দিলে আইইডিসিআরে না এসে বাসা থেকে ফোন করার অনুরোধ জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আক্রান্ত রোগীদের সেবাদানে প্রস্তুত ৫ বিভাগের ১৪ হাসপাতালে ১৩৫০ শয্যা। চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত তিনজনের একজন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভাইরাসটির সংক্রমণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩০ বছরের নিচের কারও এ রোগে মৃত্যু হয়নি। তাই দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার

মোদির সফর ঠেকাতে ওলামা মাশায়েখদের ১২ মার্চ মানববন্ধন করবে

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুজিব বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ওলামা মাশায়েখরা। তাঁরা বলেছেন, যেকোনো মূল্যে তাঁরা মোদির ঢাকা সফর প্রতিহত করবেন। এ জন্য মুজিব বর্ষের অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণ থেকে হাজারো মুসল্লি ‘দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করেন। পরে সমাবেশে ওলামা মাশায়েখরা এসব কথা বলেন। বিজয় নগরের হোটেল ৭১–এর সামনে এক সমাবেশে মোদির ঢাকা সফরের প্রতিবাদে আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঢাকায় আসর নামাজের পর এ মানববন্ধন রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী, সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত হবে।সমমনা ইসলামি দলগুলোর ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা নূর হোসাইন কাশেমী বলেন, ‘মোদিকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তার আগমন প্রতিহত করা হবে।’ তিনি ১২ মার্চের মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়,