Posts

Showing posts from November, 2020

পম্পেওর অবৈধ ইহুদি বসতি পরিদর্শনে ফিলিস্তিনিদের ক্ষোভ

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসন্ন মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের যে পরিকল্পনা করেছেন তার ঘোর বিরোধিতা করেছে ফিলিস্তিন। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়্যাহ এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস পম্পেওর পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে। খবর আল জাজিরার। শাতাইয়্যাহ শুক্রবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে সফররত বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাখারিয়েভা’র সঙ্গে সাক্ষাতে বলেন, পম্পেওর পরিকল্পিত সফর অনুষ্ঠিত হলে অবৈধ ইহুদি বসতিগুলোকে বৈধতা দেয়া হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি হবে। মাইক পম্পেও আগামী সপ্তাহে জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল-কুদস দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল। তখন থেকে এ পর্যন্ত দখলীকৃত ওই ভূখণ্ডে অন্তত ২৩০টি অবৈধ ইহুদি বসতি নির্

ফিলিস্তিনে উচ্ছেদ বন্ধ করতে ইসরাইলকে ইইউ’র আহ্বান

Image
ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পিটার সানটো এক বিবৃতিতে এ আহ্বান জানান।  বিবৃতিতে বলা হয়, এই সপ্তাহে ইসরাইল জোরপূর্বকভাবে ফিলিস্তিনিদের ৭০টির বেশি অবকাঠামো গুড়িয়ে দেয়। ধ্বংস করা ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল বসত ঘর, জীবনধারণ ও সেনিটেশন সুবিধা ইত্যাদি। খিরবাত হামসা আল-ফোকা এলাকার ৪১জন শিশুসহ ১১টি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।  তিনি বলেন, দুঃখজনকভাবে এ বছরের শুরুতে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়, উচ্ছেদের সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে সেন্টার ওয়েস্ট ব্যাংকের রাস আল-তিন কমিউনিটির স্কুল। এটির কো-ফাউন্ডার হলো ইউরোপীয় ইউনিয়ন ও ইইউ সদস্যভুক্ত বেশকিছু রাষ্ট্র।  ইউরোপীয় ইউনিয়ন জানায়, বর্তমানে ফিলিস্তিনের ৫২টি স্কুল উচ্ছেদ হুমকির মধ্যে রয়েছে।  বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, এ বছর এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ৬৮৯টি অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে।  

পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরানোর আদেশ ইসরায়েলি সুপ্রিম কোর্টের

Image
  ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি গড়ে উঠেছে সেগুলো সরিয়ে ফেলার আদেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে জেলা আদালতের দেওয়া রায়কে বাতিল করে নতুন এই রায় দেন ইসরায়েলের সর্বোচ্চ আদালত। খবর আলজাজিরার। খবরে বলা হয়, ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবেই চায়। ওখানে ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। তাদের মধ্যে বসতি গড়ে তুলেছে প্রায় সাড়ে ৪ লাখ ইসরায়েলি। জানা গেছে, জেলা আদালত যখন ফিলিস্তিনিদের জমির ওপর বসতি স্থাপনকারীদের আইনগত অধিকার দিয়েছিলেন, তখন তাদের এটা জানা ছিল না যে, মূল মানচিত্রে এসব জমি ফিলিস্তিনিদের হিসেবে দেখানো হয়েছে। জর্ডান উপত্যকায় একটি পাহাড়ের চূড়ায় ২০ বছর আগে বসতি স্থাপন করা ৪০টি পরিবার রয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনিদের মালিকানাধীন প্লটে বাস করে। তাদের দাবি, তারা সেখানে বাস করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। তবে সুপ্রিম কোর্ট বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ কাজটি অন্যায্যভাবে করেছে এবং তারা ফিলিস্তিনিদের ন্যায্য মালিকানাকে উপেক্ষা করেছে। প

হোয়াইট হাউসে প্রথম ফিলিস্তিনি কর্মকর্তা নিয়োগ দিচ্ছেন বাইডেন

Image
  প্রথমবারের মতো কোনো ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক হোয়াইট হাউসে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দীর্ঘদিনের সহকারী ফিলিস্তিনি নারী রিমা দোদিকে হোয়াইট হাউসের আইন প্রণয়নবিষয়ক উপপরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছেন। খবর মিডলইস্ট মনিটর, হারেৎস ও ওয়াফা বার্তা সংস্থার। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের হেবরন শহরের দুরা এলাকায় জন্ম নেয়া রিমা দোদি হোয়াইট হাউসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। রিমাকে নিয়োগ দেয়ার ব্যাপারে জো বাইডেন বলেন, মার্কিন জনগণ আমাদের প্রশাসনের কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ নারীকে নিয়োগের মাধ্যমে সব নাগরিকের প্রতি আমাদের সমান অধিকার প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে।

গাজায় ইসরাইলের বিমান হামলা

Image
  ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরের একটি কারখানা গাজা থেকে ছোড়া রকেটে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি পুলিশ।এর জবাবে হামলা চালানো হয় বলে অবৈধ রাষ্ট্রটি দাবি করেছে। রকেট ছোড়ার দায় কেউ স্বীকার না করলেও হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের বিমান হামাসের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত করেছে।  রোববার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বিমান হামলার কথা স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে। খবরে বলা হয়, ভোরের আগে আগে ইসরাইলি বিমান গাজা, রাফা ও খান ইউনিস শহরে হামলা চালানোর পর কিছু কিছু এলাকায় আগুন ও ধোঁয়ার স্তর দেখা গেছে।  হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গাজায় খাদ্য ওষুধ ছাড়া সবধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। পাশাপাশি গাজার মৎস্য আহোরণ কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার সময়ে ইসরাইলি অবরোধ ফিলিস্তিনিদের চরম দুর্দশায় ফেলেছে।

আফ্রিকা থেকে পায়ে হেটে আল আকসা মসজিদে যুবক

Image
দক্ষিণ আফ্রিকার এক যুবক পায়ে হেটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় পৌঁছেছেন। দুই বছর দুমাস পায়ে হেটে সম্প্রতি জেরুজালেম এসে পৌঁছান শহীদ বিন ইউসুফ স্টাকালা নামে ওই যুবক।  খবর প্যালেস্টাইল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।   শহীদ বিন ইউসুফ বলেন, মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় নামাজ পড়তে আমি ২০১৮ সালে কেপটাউন থেকে হাটা শুরু করি। অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাতে পেরে আমি অনেক খুশি। 

সিঙ্গাপুরে ৮ হাজার কোটির মালিক কে

Image
সিঙ্গাপুরে এক বাংলাদেশির নামে ১ বিলিয়ন মার্কিন ডলারের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৮ হাজার কোটি টাকার বেশি। আশ্চর্যের বিষয় হলো, এ বিপুল পরিমাণ অর্থের কোনো দাবিদার নেই। বাংলাদেশ ওই টাকার মালিকানা দাবি করেছে। সে টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। আলোচ্য ব্যক্তির নাম-পরিচয় জানতে চাইলে দুদকের আইনজীবী তা প্রকাশ করতে রাজি হননি। অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, টিটি চুক্তি অনুযায়ী এখনই নাম প্রকাশ করা যাবে না। তবে গুঞ্জন রয়েছে, ‘কোনো একটি মামলায়’ এ অ্যাকাউন্টের মালিকের মৃত্যুদন্ড হয়েছে। তার স্ত্রী-সন্তানও আছেন, কিন্তু তারাও এ টাকার মালিকানা দাবি করতে যাচ্ছেন না। তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজসাধ্য নয়, যথেষ্ট সময়সাপেক্ষ তবে সম্ভব। খুরশীদ আলম খানের এ বক্তব্যের পর তোলপাড় চলছে বিভিন্ন মহলে। কার এ অর্থ তা নিয়ে আলোচনা সর্বত্র। ধারণা করা হচ্ছে, যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এ টাকার মালিক। অবশ্য এ ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। খুরশীদ আলম খান বলেন, ‘সাধারণত কেউ

চীন যেভাবে দারিদ্র্যমুক্ত হতে চলেছে

Image
আধুনিক চীনে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তেং সিয়াওফিংয়ের হাত ধরে, ১৯৭৮ সালে। তখন থেকে চীন বাইরের দুনিয়ার সামনে নিজেকে উন্মুক্ত করতেও শুরু করে একটু একটু করে। উন্মুক্ত হবার এই প্রক্রিয়াকে কেতাবি ঢঙে ডাকা হয় ‘উন্মুক্তকরণ’ বা ওপেননেস। সমাজতান্ত্রিক চীনে তখন থেকেই বাজার অর্থনীতির যাত্রাও শুরু। সমাজতন্ত্র ও বাজার অর্থনীতির মিশেলে চীনে বিস্তারলাভ করে এক বিশেষ ধরনের সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা। চীনারা একে ডাকেন ‘চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র’ বলে। ধ্রুপদি সমাজতন্ত্রে বাজার অর্থনীতির বা পুঁজিবাদের কোনো স্থান নেই। চীনেও শুরুতে ধ্রুপদি সমাজতান্ত্রিক রীতিনীতিই অনুসরণ করা হয়েছিল। কিন্তু এতে চীনে বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সাধিত হতে পারেনি। তেং সিয়াওপিংয়ের আমলে তাই অনেক চিন্তা-গবেষণা করে বাজার অর্থনীতি গ্রহণ করা হয়। সমাজতন্ত্র ও বাজার অর্থনীতি হাতে হাত রেখে যাত্রা শুরু করে তখন থেকেই। তখন অনেকেই ভেবেছিলেন সমাজতন্ত্র ও বাজার অর্থনীতির এই মিশেল কোনো কাজে আসবে না। কিন্তু তাদের ধারণাকে মিথ্যা প্রমাণিত করেছে চীন। বিগত ৪২ বছর ধরে এই ব্যবস্থা চীনে সফলভাবে এগিয়েছে। ফলাফল: চীনের ১৪০ কোটি মানুষ আজ সম্পূ

ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষক তরুণকে প্রকাশ্যে ১৪৬ বার বেত্রাঘাত

Image
  ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪৬ বার বেত্রাঘাত করা হয়েছে ১৯ বছর বয়সী এক তরুণকে। উল্লেখ্য, ইসলামি শরিয়াহ আইন লঙ্ঘন করলে জনসমক্ষে শাস্তি দেয়া হয় প্রদেশটিতে। খবর- সাউথ চায়না মর্নিং পোস্ট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইদি রায়েউক শহরে অভিযুক্ত তরুণকে এই শা জানা গেছে, শাস্তি থেকে বাঁচতে ওই তরুণ নিজের দোষ স্বীকার করলেও দণ্ড থেকে বাঁচতে পারেনি সে। শাস্তি চলাকালে সে একাধিকবার মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার পর আবার শুরু হয় বেত্রাঘাত। চলতি বছরের শুরুর দিকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয় প্রসিকিউটর অফিসের কর্মকর্তা ইভান নানজার আলাভি সাংবাদিকদের জানান, ‘এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো নপুংসক করে দেয়া।’ প্রসঙ্গত, সুমাত্রার পশ্চিমে অবস্থান আচেহ প্রদেশের। এটি মুসলিম সংখ্য়াগরিষ্ঠ ইন্দোনেশিয়ার একমাত্র অঞ্চল যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্বশাসন চুক্তি অনুসারে ইসলামি আইন চালু রয়েছে। বৃহস্পতিবারও অনুমোদিত বয়সের তুলনায় কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে ৪০ ও ২১ বছর বয়সী দুই ব্যক্তিকে ১০০ বার বেত্রাঘাত করা হয়।

শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ নেবে ইরান

Image
  ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে নির্মমভাব হত্যার কঠোর প্রতিশোধ নেয়া হবে বলে হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যর দেশটি। শুক্রবার তার মৃত্যুর পর এ ঘোষণা দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, শুক্রবার তেহরান থেকে ৭০ কিলোমিটার পূর্বে আবসার্দ নামে একটি শহরে হামলার শিকার হন মহসেন। এসময় তার গাড়িতে প্রথমে বোমা হামলা, এরপর মেশিনগান দিয়ে গুলি করা হয়। হামলায় মহসেনের দেহরক্ষী এবং পরিবারের সদস্যরাও গুরুতর আহত হয়েছেন। শীর্ষ পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা দল ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের সময় মহসেন ফখরিজাদেহ গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মেডিক্যাল টিম তাকে বাঁচাতে পারেনি। প্রখ্যাত এ ইরানি বিজ্ঞানীকে হত্যার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। এক টুইটে তিনি বলেছেন, সন্ত্রাসীরা আজ এক বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। এই কাপুরুষতার সঙ্গে