Posts

Showing posts from October, 2018

বাংলাদেশে সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করতে চায় সৌদি আরব

Image
সময়ের কণ্ঠস্বর- বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করতে চায় সৌদি সরকার। সৌদি সরকারই এ মসজিদ নির্মাণের সমস্ত ব্যয় বহন করতে ইচ্ছুক। সোমবার রাতে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ ইচ্ছা প্রকাশ করেন সফররত সৌদি প্রতিনিধি দল। তবে মসজিদটি সৌদি বাদশাহর নামে নির্মাণ করতে চায় সৌদি সরকার বলে জানান সৌদি প্রতিনিধি দল। মসজিদটি নির্মাণের জন্য জমি নির্বাচন, আর্কিটেকচারাল ডিজাইন ও আনুষঙ্গিক খরচের বাজেট দিলে তারা মসজিদ নির্মাণের সমুদয় অর্থ বহন করবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলটি। সৌদি সরকারের ইচ্ছাপ্রকাশের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ধর্ম সচিব আনিছুর রহমান। রাজউকের সঙ্গে আলাপ করে পূর্বাচলে পাঁচ-ছয় বিঘা জমি খুঁজে করবেন বলে জানান তিনি। বৈঠকে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের জেলা-উপজেলা পর্যায়ে মোট ৫৬০টি মসজিদ নির্মাণকাজ শুরু হয়ে গেছে জানিয়ে সৌদি প্রতিনিধি দলের সামনে একটি ভিডিও উপস্থাপন করে বাংলাদেশ প্রতিনিদি দল। এসময় বাংলাদেশ সরকার এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের আর্থিক সহায়তা কামনা করে। ভিডিওটি দেখার পর সৌদি প্রতিনিধি দলের সদস্যরা এ উদ্যোগেকে স্বা

চীনে উইঘুর মুসলিমদের ওপর ভয়ঙ্কর নির্যাতনের সত্যতা পেয়েছে জাতিসংঘ

Image
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের উইঘুর মুসলিমদেরকে তথাকথিত ‘রাজনৈতিক দীক্ষা’ দান কেন্দ্রে জোরপূর্বক আটকের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনা করছে। কিন্তু চীনের মুসলিমদের বাস্তবিক অবস্থা আসলে কি? সেখানে কি আদৌ ‘রাজনৈতিক দীক্ষা’ দান কেন্দ্রের অস্তিত্ব রয়েছে? চীনের বিভিন্ন ধর্ম যেমন-বুদ্ধইজম, তাওইজম, ক্যাথলিজম এবং প্রোটেস্টানইজম ইত্যাদি ধর্মের পাশাপাশি দাঁড়িয়ে ইসলাম দেশটির ‘বড় একটি ধর্মের’ মর্যাদা লাভ করেছে। কিন্তু চীনের ১৯৮২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র এসকল ধর্মের প্রার্থনাকে নিয়ন্ত্রিত করতে পারে। চলতি বছরের শুরুতে চীন সরকার দেশটিতে বিভিন্ন ধর্মীয় স্বাধীনতার বিষয়ে একটি প্রবন্ধ উন্মুক্ত করে যেখানে ইসলাম ধর্মের কথাও বলা হয়েছে। চীন সরকারের সেই প্রবন্ধের তথ্য অনুযায়ী দেশটিতে ২০ মিলিয়নেরও অধিক মুসলিমের বসবাস। পাশাপাশি চীনে ৫৭,০০০ জন মুসলিম বিশেষজ্ঞ এবং ৩৫,০০০টি মসজিদ রয়েছে। এমনকি দেশটিতে ১০ টি ইসলামিক বিদ্যালয় রয়েছে। চীন সরকারের প্রবন্ধটিতে মুসলিমদের বিভিন্ন সংস্কৃতির কথা উল্লেখ করা হয়েছে, যেমন- খাদ্

আহমদ রেজা খান বেরলভী

Image
আহমদ রেজা খান বেরলভী উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে Jump to navigation Jump to search সাইয়েদ আহমাদ ব্রেলভী  নিবন্ধের সাথে বিভ্রান্ত হবেন না। আহমদ রেজা খাঁন বেরলভী ﺍ ﺣﻤﺪ ﺭﺿﺎ ﺧﺎ ﻥ ﺑﺮﯾﻠﻮﯼ জন্ম ১৪ জুন ১৮৫৬ [১] বেরেলী, উত্তর-পশ্চিম প্রদেশ,  ব্রিটিশ ভারত মৃত্যু ২৮ অক্টোবর ১৯২১ (৬৫ বছর) বেরেলী, ইউপি,  ব্রিটিশ ভারত জাতীয়তা ব্রিটিশ ভারতীয় যুগ আধুনিক যুগ অঞ্চল দক্ষিণ এশিয়া ধারা বেরলভী ,  সুন্নী আগ্রহ তাফসীর ,  হাদিস ,  আকীদা ,  ফিকহ ,  সুফিবাদ , রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ভাবগুরু [দেখান] ভাবশিষ্য [দেখান] আহমদ রেজা খান  বেরলভী ( উর্দু :  ﺍﺣﻤﺪ ﺭﺿﺎﺧﺎﻥ ﺑﺮﯾﻠﻮﯼ  ‎‎,  হিন্দি :  अहमद रज़ा खान , ১৪ জুন ১৮৫৬ খ্রিস্টাব্দ বা ১০ সাওয়াল ১২৭২ হিজরি - ২৮ অক্টোবর ১৯২১ খ্রিস্টাব্দ বা ২৫ সফর ১৩৪০ হিজরি),  ইমাম আহমদ রেজা খান ,  ইমাম আহমদ রেজা খান কাদেরী , বা  আ'লা হযরত  নামেও পরিচিত যিনি একজন বিশিষ্ট মুসলিম মনীষী, সুফী এবং ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক। সুন্নি ইসলামের মধ্যে  বেরলভী  আন্দোলনে তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। [২] [৩] [৪] তাঁর অনুসারীরা তাঁকে চতুর্দশ হিজরীর