ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ড পেলো লিভারপুলের আল-রাহমা মসজিদকে দেয়া হয়
২০২১ সালে কমিউনিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠান এবং কার্যকলাপ পরিচালনার কারণে ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ড পেলো লিভারপুলের স্থানীয় মসজিদ আল-রাহমা মসজিদ। মসজিদের অনুষ্ঠানসমূহ এবং বিভিন্ন কার্যকলাপ পরিচালনায় কমিউনিটির সদস্যদের মসজিদে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক তৈরির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।মসজিদের একজন মুখপাত্র বলেন,
“আল-রাহমা মসজিদ, লিভারপুল মুসলিম সোসাইটি এবং লিভারপুলের জনগণের জন্য এ পুরস্কার লাভ গৌরব ও আনন্দের।"
স্থানীয় কমিউনিটিগুলোর মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলোর যুক্তরাজ্যের সামাজিক কাঠামোতে অবদান রাখার ক্ষেত্রে ভূমিকা তুলে ধরার জন্য বিকন মসজিদ অ্যাওয়ার্ড তৈরি করা হয়েছিল।
যুবকদের প্রচারনা, ব্যবস্থাপনা, প্রশাসন এবং মসজিদ রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য বিষয়াদি অনুশীলনের জন্য বিভিন্নভাবে এ উদ্যোগটি উৎসাহিত করে।
সাধারণত কমিউনিটির সাথে সম্পর্কিত কার্যাবলী যেমন, মসজিদে রমজানের ইফতার, গৃহহীন এবং বয়স্কদের সহায়তা, রক্তদান, স্কুল পরিদর্শন ইত্যাদি বিষয়গুলোর ওপর ভিত্তি করে বিচাকরা মসজিদ নির্বাচন করেন।
উল্লেখ্য, কেবল আল-রাহমা মসজিদই নয়, চতুর্থ ব্রিটিশ বীকন মসজিদ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বেস্ট গ্রিন ইনিশিয়েটিভ’ পুরস্কার পেয়েছে ইস্টন জামিয়া মসজিদ। এ মসজিদটি যুক্তরাজ্য জুড়ে শহর ও শহরের মধ্যে ইতিবাচক কাজ তুলে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া বৃহত্তর ম্যানচেস্টারে ল্যান্টার্ন একাডেমি নামে একটি ইসলামিক মাদ্রাসা তরুণদের সাথে কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ড ২০২১ এ সেরা যুব পরিষেবা পুরস্কার পেয়েছে।