লিভ টু আপিল কি

 

  লিভ টু আপিল নিষ্পত্তির আগ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলবে | 587957 | কালের  কণ্ঠ | kalerkantho



হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ে যদি আপিলকরা না করা প্রসঙ্গে কিছু উল্লেখ না থাকে বা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা না গেলে আপিলের অনুমতি চেয়েসুপ্রীম কোর্টের আপিল বিভাগেযে আবেদন করা হয় তাকে লিভ টু আপিলবলে ।

আবেদনকারী কি যুক্তিতে আপিল করতে চাইছে এসময় সেটা তুলে ধরতে হয়। আপিল বিভাগ আবেদনটি/বিষয়টি আপিলযোগ্য মনে করলে নিয়মিত মামলা/আপিল হিসেবে সেটিকে গ্রহণ করার আদেশ মঞ্জুর করেন।
হাইকোর্ট বিভাগের দেয়া রায়ে যদি আপীল করা না করা প্রসঙ্গে কিছু উল্লেখ না থাকে, তবে প্রথমে আপীল বিভাগে আপীলের আবেদন করতে হয়। এই আবেদনকেই লিভ টু আপিল বলে। আবেদনকারী কি যুক্তিতে আপীল করতে চাইছে এসময় সেটা তুলে ধরতে হয়। আপীল বিভাগ আপীলের যোগ্য মনে করলে নিয়মিত মামলা হিসেবে সেটিকে গ্রহণ করে।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা