মেঘের উপরে অবস্থিত মসজিদ

 

তুরস্কের পর্যটক আকর্ষণ

তুরস্কের পূর্বাঞ্চলীয় কৃষ্ণ সাগর অঞ্চলের বাইবুর্ত ও ত্রাবজন প্রদেশের মধ্যে অবস্থিত সোয়ানলি পাহাড়ের চূড়ার কির্কলার মসজিদটি এঅঞ্চলের একটি উল্লেখযোগ্য পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,২০০ মিটার উচ্চতায় অবস্থিত এই মসজিদটির নিচের পাহাড়ী রাস্তা সবসময় মেঘাচ্ছন্ন থাকে এবং মসজিদটিও অনেকসময় মেঘের আড়ালে ঢেকে যায়। চমৎকার এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য অনেক পর্যটকই এখন এখানে আসেন।

Related image

মসজিদে যাওয়ার পথটি গাড়ী চলাচলের উপযোগী না হওয়ায় পর্যটকদের পায়ে হেঁটেই এই মসজিদে আসতে হয়।

রাতে মসজিদটিতে থাকতে ইচ্ছুক পর্যটকদের জন্য বেডরুম এবং রান্নাঘরেরও ব্যবস্থা রয়েছে। পর্যটনের পাশাপাশি মসজিদটি আধ্যাত্মিকতা চর্চারও একটি জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা