নতুন আফগান সরকারের প্রধান হচ্ছেন মোল্লা বারাদার
শিগগির নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। এতে নেতৃত্ব দেবেন সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আফগান সরকারের প্রধান হচ্ছেন তিনি। তালেবানের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রায় দুই সপ্তাহ আগে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবান। এখন নতুন সরকার গঠন করতে যাচ্ছে তারা। শিগগিরই এ ঘোষণা আসবে। রয়টার্স জানিয়েছে, নবগঠিত আফগান সরকারের দুটি গুরুত্বপূর্ণ পদে থাকছেন আরও দুই তালেবান নেতা। তারা হলেন মোল্লা মোহাম্মাদ ইয়াকুব ও শের আব্বাস স্তানেকজাই।
ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। তিনি বর্তমানে সংগঠনটির সামরিক শাখার দায়িত্বে আছেন। আর স্তানেকজাই কাতারে এর রাজনৈতিক দপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইতোমধ্যে সরকার ঘোষণা করতে তালেবানের শীর্ষ নেতারা রাজধানী কাবুলে পৌঁছেছেন। তথাকথিত জঙ্গি গোষ্ঠীটির শীর্ষ এক নেতা এ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এ নেতা বলেন, এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইতোমধ্যে ৪ মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। তারা হলেন অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির এবং ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার হাতে থাকবে আফগানিস্তানের সর্বময় ক্ষমতা । তাকে মধ্যমণি রেখে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করছে তারা। আর তাদের প্রধান চ্যালেঞ্জ হবে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করা।