প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতি ইদ্রিছ রেজভির জানাযা

 

প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতি ইদ্রিছ রেজভির জানাযা সম্পন্ন
------------
জানাযায় হাজারো আলেমসহ মুসল্লির ঢল,মাদ্রাসা পার্শ্বস্থ কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত
--------------
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রীছ রেজভি (রহ.)'র নামাজে জানাযা শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হবার পর আজ ২৮ জুলাই বুধবার তার প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রামের চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বুড়া মসজিদ ময়দানে অনুষ্ঠিত তার জানাজার নামাজে ইমামতি করেন বড় ছেলে অধ্যক্ষ মাওলানা আতাউল মুস্তফা রেজভি। মুনাজাত পরিচালনা করেন- ছোট ছেলে অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা।
জানাজার আগে স্মৃতিচারমূলক বক্তব্য রাখেন- জামেয়ার অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরি, আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, ওএসি চেয়ারম্যান আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান,মহাসচিব আল্লামা এম এ মতিন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ,গাউছিয়া কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার,এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আল্লামা আশরাফুজ্জমান কাদেরী,অধ্যক্ষ আহমদ হোসাইন কাদেরি,অধ্যক্ষ আব্দুর রহিম কাদেরী, মাও.শাহ নুর মুহাম্মদ আল কাদেরি, অধ্যক্ষ আহমদ রেজা নক্সবন্দি,অধ্যক্ষ বদিউল আলম রেজভি। উপস্থিত ছিলেন- অধ্যাপক আবুল মনসুর দৌলতি,অধ্যক্ষ হাফেজ আহমদ কাদেরি,অধ্যাপক কাজী মুহাম্মদ ইউনুস,অধ্যক্ষ সাজেদুল্লাহ আজিজি,ভাইস চেয়ারম্যান মাওলানা ওবাইদুল হক হক্কানী,মাও.আব্দুন নবি কাদেরি,মুহাম্মদ হোসেন,আলী হোসাইন, নাসির উদ্দীন মাহমুদ,স ম এনামুল হক,আখতার হোসাইন,মাহবুবুল আলম হাবিবি, সৈয়দ মুহাম্মদ আবু আজম,ফরিদুল আলম রেজভি,মাও.আহমদুল্লাহ ফোরকান খান কাদেরি,মাও. মহিউদ্দীন কাদেরি,মাও. আবু নাসের জিলানি,মাওলানা ইরফান,সোহাইল উদ্দীন অানছারী,মাওলানা নুরুল্লাহ রায়হান খান,খাইরুল আমিন চিশতি,মুহাম্মদ মুদ্দাস্সির,মাস্টার কমরুদ্দীন,ফখরুদ্দীন,মাহফুজুল হক কাদেরী,ফরিদুল ইসলাম,মুজাহিদুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,মামুন উদ্দীন,ফোরকান কাদেরি,রেজাউল করিম ইয়াছিন, মাওলানা সোহাইল আজাদ, আসলাম রেজা,আদনান তাহসিন, নুরে রহমান রনি প্রমূখ। আহলে সুন্নাতের উপদেষ্টা এ বরেণ্য আলেমের ইন্তেকালে আজ ২৮ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ । কর্মসূচির মধ্যে রয়েছে খতমে তাহলিল, খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.) ও মিলাদ মাহফিলসহ বিশেষ মোনাজাত।দেশের প্রত্যেক জেলা, থানা ও আওতাধীন শাখা সমূহ, বিভিন্ন দরবার, খানেকা, সুন্নী বিভিন্ন সংস্থা এবং সর্বস্তরের সুন্নী মুসলমানদের এ কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের মহাসচিব পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ।
বার্তাপ্রেরক
মুহাম্মদ আব্দুল হাকিম
দপ্তর সম্পাদক
আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ।
কপি: Bangladesh Islami Front-Official

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা