শেখ জাররাহতে ইসরায়েলি পুলিশের হামলা


পূর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের পুলিশ বাহিনী। সোমবার রাতভর পুলিশ ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড ও জল কামান ছুঁড়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইহুদি বসতি স্থাপনকারী (সেটলার) ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের মধ্যে পাথর ও চেয়ার ছোঁড়াছুড়ি হয়।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ও ইসরায়েলি সেটলারদের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আহতদের মধ্যে ১৬ জন পিপার স্প্রে ও টিয়ার গ্যাসে আহত হন, এছাড়া এক বৃদ্ধ আহত হয়েছেন মাথায় আঘাত পেয়ে।

রেড ক্রিসেন্ট আরও জানায়, ইসরায়েলি সেটলাররা সংস্থাটির অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছুঁড়েছে।

এদিকে মঙ্গলবার কয়েক ডজন ইসরায়েলি সেটলার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

jagonews24ইসরায়েলি পুলিশের সুরক্ষায় প্রায় ৪৪ জন সেটলার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এদিন আরও ইসরায়েলি মসজিদটিতে প্রবেশ করবে।

গত দুই মাসেরও বেশি সময় ধরে পূর্ব জেরুজালেম, আল আকসা ও শেখ জাররাহতে ইসরায়েলি পুলিশ ও কট্টরপন্থী ইহুদিরা বারবার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এসব হামলায় আল আকসা মসজিদের ভেতর তছনছের ঘটনাও ঘটেছে।

রমজান মাসে কট্টরপন্থী ইহুদি ও ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর দফায় দফায় হামলা চালানোর পর গত ১০ মে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করে হামাস। এরপর ইসরায়েলেও গাজায় ব্যাপকভাবে বোমা হামলা চালায়। টানা ১১ দিনের এই সংঘর্ষে ইসরায়েলি হামলায় গাজায় ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১৩ জন।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা