ভারতে আজও ৪ লাখের বেশি শনাক্ত, মৃত্যুও ৪ হাজারের ওপরে



করোনায় বিপর্যস্ত ভারতে আবারও একদিনে ৪ লাখের বেশি শনাক্ত এবং ৪ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২২ লাখে।এ সময়ে মারা গেছে ৪ হাজার ৯২। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৫২২ জনের।   

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এমএইচআর/জেআইএম

করোনা ভাইরাস - লাইভ আপডেট

১৫,৮৩,২৭,৬২৬
আক্রান্ত

৩২,৯৬,৮৩৫
মৃত

১৩,৬৬,৫১,০৪২
সুস্থ

#দেশআক্রান্তমৃতসুস্থ
বাংলাদেশ৭,৭২,১২৭১১,৮৭৮৭,০৬,৮৩৩
মার্কিন যুক্তরাষ্ট্র৩,৩৪,৫৪,৫৮১৫,৯৫,৫৮৮২,৬৪,০৫,৮৭১
ভারত২,২২,৯৫,৯১১২,৪২,৩৯৮১,৮৩,১১,৪৯৮
ব্রাজিল১,৫১,৫০,৬২৮৪,২১,৪৮৪১,৩৬,৭৭,৬৬৮
ফ্রান্স৫৭,৬৭,৯৫৯১,০৬,২৭৭৪৮,৩৩,১৫৭
তুরস্ক৫০,১৬,১৪১৪২,৭৪৬৪৬,৯১,২২৪

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা