ইসরাইলকে জবাবদিহিতার মধ্যে আনতে বাইডেনকে অনুরোধ ৫০০ ডেমোক্র্যাটের

 

ফিলিস্তিনে ইসরাইলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বাইডেনের প্রতি আহ্বান জানানো হয়েছে। - ছবি : সংগৃহীত

ইসরাইলকে জবাবদিহিতার মধ্যে আনতে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া পাঁচ শতাধিক ডেমোক্র্যাটকর্মী।

গাজায় ইসরাইলের অযৌক্তিক হামলার কারণে বহু মানুষ নিহত হওয়ার কারণে তারা ইসরাইলকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য সোমবার এক চিঠিতে তারা এ আহ্বান জানান।

তারা ওই চিঠিতে লিখেছেন, অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করার জন্য আমরা আপনার প্রশংসা করছি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা ইসরাইল ও ফিলিস্তিনে ভয়াবহ সহিংসতা দেখেছি। আমরা আপনার কাছে মিনতি করছি যে এসব ভয়াবহ কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে জবাবদিহিতার মধ্যে আনতে আপনি আপনার সরকারি ক্ষমতা প্রয়োগ করুন। এর মাধ্যমে শান্তি ও ন্যায়বিচারের ভিত্তি স্থাপন করুন।

মিডিয়াম ওয়েবসাইটে এ বিষয়ে বলা হয়েছে, এ চিঠিতে যে ৫০০ ডেমোক্র্যাটকর্মী স্বাক্ষর করেছেন তারা জো বাইডেনের প্রচারণা ও ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কর্মী। এছাড়া এসব লোকেরা বাইডেনের নির্বাচনী প্রচারণার প্রধান সদর দফতরে কাজ করতেন আর রয়েছেন ওই সকল ব্যক্তিরা যারা বাইডেনের বিশাল জয় নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সুইং স্টেটগুলোতে কাজ করতেন।

তারা ওই চিঠিতে বলেছেন, ‘যারা নিহত হয়েছেন, আমরা তাদের জীবন ফিরিয়ে দিতে পারব না। অথচ ইসরাইলের হামলায় ফিলিস্তিনের শত শত মানুষ নিহত হয়েছেন। এ মাধ্যমে ফিলিস্তিনের ওপর ইসরাইলের শক্তি প্রদর্শন করা হয়েছে। এ কারণে একটি পক্ষকে ভীষণভাবে মার খেতে দেখা গেছে। ফিলিস্তিনিদের কোনো স্বাধীনতা নেই আর ইসরাইল বহুবছর ধরে তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। একারণেই এখানে বারবার সঙ্ঘাতের সৃষ্টি হচ্ছে।

এ চিঠির মাধ্যমে ডেমোক্র্যাটকর্মীরা বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরাইলের দখলদারিত্ব, অবরোধ ও বসতি সম্প্রসারণ কার্যক্রমের অবসান ঘটান। কারণ, ইসরাইলের এসব কর্মকাণ্ডই সাম্প্রতিক সময়ের এ ধ্বংসযজ্ঞকে ডেকে এনেছে।

ডেমোক্র্যাটকর্মীরা কয়েকটি সাধারণ পদক্ষেপ নেয়ার প্রতিও বাইডেনকে আহ্বান জানান তা হলো ইসরাইলি সরকারকে গাজার জন্য একটি মানবিক করিডোর খুলে দিতে হবে, যাতে করে আহতদের উদ্ধার করা যায় আর জরুরি মেডিকেল সামগ্রী সেখানে পৌঁছানো যায়। গাজার ওপর থেকে ইসরাইল সরকারের অবরোধ তুলে দিতে হবে। পূর্ব জেরুসালেমের পার্শ্ববর্তী শেখ জাররাহ থেকে কোনো ফিলিস্তিনিকে তাড়ানো যাবে না। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করা যাবে না।

এ চিঠির লেখকরা বাইডেনের প্রতি আহ্বান জানান, ‘এটা নিশ্চিত করুন যাতে ইসরাইলকে দেয়া যুক্তরাষ্ট্রর আর্থিক সাহায্য যেন ফিলিস্তিনি শিশুদের অত্যাচার ও বন্দী করতে কাজে না লাগে। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ঘর ও সম্পদ চুরি ও দখলেও যেন মার্কিন সাহায্য দেয়া না হয়। এছাড়া মার্কিন সাহায্য যেন ফিলিস্তিনিদের ভূমি দখলে ব্যয় করা না হয়।

সূত্র : মুসলিম মিরর

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা