মুর্শিদ আমীরে আহলে সুন্নাত,মাওলানা ইলিয়াস আত্তার ক্বদেরী دامت برکاتهم العلیه লাইফস্টাইল

পীর ও মুর্শিদ আমীরে আহলে সুন্নাত,মাওলানা ইলিয়াস আত্তার ক্বদেরী دامت برکاتهم العلیه লাইফস্টাইল কেমন?

★প্রায় ১০৮ টির অধিক বিভাগ নিয়ে দাওয়াতে ইসলামির বিশ্বব্যাপী প্রায় ২০০ টির ও অধিক দেশে দ্বিনী ও সুন্নিয়তের খিদমত,
★৫৪০০ এর অধিক মাদ্রাসা,
★৩টি ভাষায় (উর্দু, বাংলা, ইংরেজি) মাদানি চ্যানেল,
★যার মাধ্যমে প্রতিষ্ঠিত দারুল ইফতা আহেলে সুন্নাহ (ফতোয়া বিভাগ)
★বিশ্বব্যাপী লাখো-কোটি যার মুরিদ ও ভক্ত।
এত বিশাল একটা সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তো চাইলে আলিশান রাজপ্রসাদে আরামে জীবন কাটিয়ে দিতে পারেন।
কিন্ত না,
ফায়জানে মদিনায় গেলে যে কেউ অবাক হয়ে যায় ওনার জীবনধারা দেখে।
এখনো খাবার খান মাটির থালায়, পান করেন মাটির তৈরী পাত্রে, এখনো ঘুমান খেজুর পাতার তৈরী ছাটাইয়ে!! (আল্লাহ আল্লাহ)!
কারণ কি?
কারণ একটাই,
রাসুল ﷺ এর সুন্নাত কে অনুসরণ করা। প্রিয়নবী ঠিক এভাবেই জীবন অতিবাহিত করেছিলেন। আর একজন সত্যিকার আশিকে রাসুল তো আল্লাহর প্রিয় হাবীবকে অনুসরণ করবেনই!
আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে সুন্নাতে নববীর অনুসরণের তাওফিক দান করুক। আমীরে আহলে সুন্নাতের ফয়েজ দ্বারা ধন্য করুক..!!
আমিন
May be an image of 1 person and beard

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা