দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানের আড়াই বছরের জেল

 


আমার বাংলা আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানীর (কার্যত:) প্রধানকে সোমবার আড়াই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বার্তা সংস্থা ইয়নহুপের খবরে এ কথা বলা হয়।

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিফ তৈরির কোম্পানী স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লী জায়ে ইয়ং ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা