সেনা অভ্যুত্থানের পর থমথমে মিয়ানমার

 

 
সেনা অভ্যুত্থানের পর থমথমে মিয়ানমার

সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির অর্থনৈতিক অবস্থার জন্যও এই পরিস্থিতি ব্যাপক চ্যালেঞ্জের। মিয়ানমারের জনগণের মনে হঠাৎ করেই আতঙ্ক ভর করেছে সেনা অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি ও শীর্ষ নেতাদের আটকের ঘটনায়।

ইয়াঙ্গুনের ব্যবসায়ী মা নান বিবিসিকে বলেন, আমি ভয়ে আছি যে, নিত্যপণের নাম বেড়ে যেতে পারে। আমার ভয়ের আরেকটা কারণ হলো যে, আমার মেয়ের এখনো স্কুলের পড়াশোনা শেষ হয়নি। আরো অর্ধেক পথ বাকি তার। তার ওপর এটা মহামারির সময়।

ইয়াঙ্গুনের একজন গৃহবধূ থান থান নান্ট; তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। মানুষ এ নিয়ে বিদ্রোহ করতে পারে। আমার বিশ্বাস, অং সান সু চি এবং অন্য নেতাদের শিগগিরই হোক আর কিছুটা দেরিতেই হোক- ছেড়ে দেওয়া হবে।

অনেকেই মনে করছে, সেনাবাহিনী এক বছর পর নির্বাচন দেওয়ার কথা বলে ক্ষমতা গ্রহণ করলেও তা দীর্ঘমেয়াদি হবে। আর ১৯৯০ এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত সে দেশের মানুষের যে জীবনমান ছিল, তা ফিরে আসার শঙ্কা জনগণকে পেয়ে বসেছে।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা