মাইক্রো-ট্রাক সংঘর্ষে রূপপুর পারমাণবিক কেন্দ্রর গাড়িচালক নিহত
- Get link
- X
- Other Apps
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত ও বিদেশি প্রকৌশলী আহত হয়েছে। আহত প্রকৌশলীকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। নিহত সাগরের (২৫) বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ওই বিদেশি প্রকৌশলীসহ মাইক্রোবাসটি বনপাড়ার দিকে আসছিল। গুনাইহাটী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহত দুজনকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই বিদেশি প্রকৌশলীর নাম সারজেইগারকেন। তিনি রাশিয়ান। তার ডান হাঁটুতে জখম হলেও শঙ্কামুক্ত। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
- Get link
- X
- Other Apps