মরক্কোতে বন্যায় ভূগর্ভস্থ কারাখানায় অন্তত ২৪ জনের মৃত্যু

 



ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মরক্কোতে একটি অবৈধ ভূগর্ভস্থ টেক্সটাইল কারখানায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি মালিকানাধীন বাড়িতে এই কারখানা পরিচালনা করা হচ্ছিল। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ২৪টি মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলা হয়েছে, জীবিত উদ্ধার হওয়া দশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে জানা যায়নি কারখানায় কতজন অবস্থান করছিলেন। তবে কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান চলছে এবং ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

উত্তর আফ্রিকার দেশটিতে কয়েক সপ্তাহ ধরে ভারি বৃষ্টি হচ্ছে। দীর্ঘ খরা শেষে এবারের বৃষ্টি এসেছে।

জানুয়ারির শুরুতে দেশটির অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকাতে কয়েকটি ভঙ্গুর ভবন ভেঙে পড়ে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

অপরিকল্পিত ড্রেন ব্যবস্থাপনার কারণে দেশটির বিভিন্ন শহরে প্রায়ই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ২০১৪ সালে মরক্কোর দক্ষিণাঞ্চলে বন্যায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা