ভারতীয় বিমানভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে বলে দাবি করেছে পাকিস্তান। এ খবার জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।  

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ দাবি করেছেন।  এর পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, পাকিস্তান সুর্নিদিষ্ট ও বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জেনেছে ভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালানো চেষ্টা করছে।   

উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় দিনের সফরে কোরেশি বলেন, আমি আমাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি ভারত পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করেছে। ভারত তাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছ বিষয়টি অনুমোদনের চেষ্টা করছে। 

কোরেশি বলেন, এটি অভ্যন্তরীণ বিষয় বলে দৃষ্টি ঘোরাতে পরিকল্পনা করছে ভারত। 

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে হামলা চালানো হয়।

১২টি মিরেজ-২০০০ জঙ্গিবিমান জঈশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তৈয়েবার স্থাপনা টার্গেট করে হামলা চালায়। বোমাবর্ষণ করা হয় মুজাফফরাবাদ ও ছাকোতি শহরেও। ওই হামলায় এক হাজার কেজি বোমা ফেলা হয়।

 

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা