গাজায় ইসরাইলের বিমান হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরের একটি কারখানা গাজা থেকে ছোড়া রকেটে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি পুলিশ।এর জবাবে হামলা চালানো হয় বলে অবৈধ রাষ্ট্রটি দাবি করেছে।
রকেট ছোড়ার দায় কেউ স্বীকার না করলেও হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের বিমান হামাসের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত করেছে।
রোববার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বিমান হামলার কথা স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
খবরে বলা হয়, ভোরের আগে আগে ইসরাইলি বিমান গাজা, রাফা ও খান ইউনিস শহরে হামলা চালানোর পর কিছু কিছু এলাকায় আগুন ও ধোঁয়ার স্তর দেখা গেছে।
হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গাজায় খাদ্য ওষুধ ছাড়া সবধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। পাশাপাশি গাজার মৎস্য আহোরণ কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার সময়ে ইসরাইলি অবরোধ ফিলিস্তিনিদের চরম দুর্দশায় ফেলেছে।