ফ্রান্সের সমর্থনে ভারতে চলছে হ্যাশ ট্যাগ 'উই স্ট্যান্ড উইথ ফ্রান্স'

ফ্রান্সের সমর্থনে ভারতে চলছে হ্যাশ ট্যাগ 'উই স্ট্যান্ড উইথ ফ্রান্স'


মহানবীকে (সা.) নিয়ে বিদ্রূপাত্মক কার্টুনের জেরে বিশ্বব্যাপি মুসলিমরা যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট ফ্রান্স প্রচারণার বিপরীতে ভারতে চলছে হ্যাশ ট্যাগ 'উই স্ট্যান্ড উইথ ফ্রান্স' প্রচারণা।

সোম ও মঙ্গলবার দেশটিতে টুইটারে হ্যাশট্যাগ 'আইস্ট্যান্ড উইথ ফ্রান্স' ও 'উই স্ট্যান্ড উইথ ফ্রান্স' সর্বোচ্চ ট্রেন্ড হিসেবে দেখা গেছে। হাজার হাজার ভারতীয় ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করে সামাজিকমাধ্যমে হ্যাশট্যাগ বার্তা দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও আলজাজিরার খবরে এমন তথ্য মিলেছে।

এদিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেছে তুরস্কের পার্লামেন্ট। তাদের দাবি, বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে দ্বন্দ্ব উস্কে দিচ্ছেন ইমানুয়্যেল ম্যাখোঁ।

ফ্রান্স বিরোধী বক্তব্য দেয়ায় তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাখোঁ। নতুন সংস্করণে তুর্কি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, সমালোচিত ফ্রেঞ্চ ম্যাগাজিন শার্লি হেবদো।

ফ্রান্স আর তুরস্ককে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা