ইমানুয়েল ম্যাক্রোঁ মানসিক ভারসাম্যহীন: এরদোয়ান

 

ইমানুয়েল ম্যাক্রোঁ মানসিক ভারসাম্যহীন: এরদোয়ান

সপ্তাহখানেক আগে স্যামুয়েল পেটি নামে এক শিক্ষক ক্লাসরুমে মহানবীর ব্যাঙ্গ কার্টুন প্রদর্শন করলে ক্ষুব্ধ হয়ে তার শিরশ্ছেদ করে এক চেচেন শিক্ষার্থী।

এ ঘটনার পর ৫০ টি মসজিদসহ মুসলিম অধুষ্যিত এলাকায় কথিত উগ্রবাদি ধরতে সাড়াশি অভিযানে নামে ফরাসি নিরাপত্তা বাহিনী। ফ্রান্সের সরকারি ভবনে টানানো হয়েছে নবীজির ব্যাঙ্গ কাটুর্ন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, আগামীতে অব্যাহত রাখা হবে মহানবীর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন। তিনি বলেন, ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত দখলে নিতে চায়। তবে এটা কখনোই হতে দেয়া হবে না। অবশ্যই এ ধরনের কার্টুন আকা অব্যাহত রাখবে ফ্রান্স।

এ মন্তব্যের জন্য ম্যাক্রোকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আমাদের ধর্মগ্রন্থ ফ্যাসিবাদের শিক্ষা দেয় না। বরং জার্মানি ও ইতালি ফ্যাসিবাদ দেখেছে। পবিত্র কোরআন সামাজিক ন্যায়বিচারের কথা বলে।

ফ্রান্সসহ ইউরোপজুড়ে মহানবীকে অসম্মানের প্রতিবাদে ক্ষোভে ফুসছে মুসলিম দেশগুলো। রোববার বিক্ষোভ হয় কুয়েত, সিরিয়া, লিবিয়া, তুরস্ক ও ফিলিস্তিনে। সুপারশপ থেকে এরই মধ্যে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে জর্ডান, কাতারও কুয়েতে। হ্যাশট্যাগে ফরাসি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান 'ক্যারফুর' বয়কটের আহ্বান চলছে সৌদিতে।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা