রোহিঙ্গাদের জন্য দাতা সম্মেলনে ভারতের যোগ না দেয়া হতাশাজনক'

 

'রোহিঙ্গাদের জন্য দাতা সম্মেলনে ভারতের যোগ না দেয়া হতাশাজনক'

রোহিঙ্গাদের দেখভালের জন্য আন্তর্জাতিক দাতা সম্মেলনে ভারতের যোগ না দেয়া হতাশাজনক বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যদিও চীন মিয়ানমারের স্বার্থে যোগ দেবে না, তার আভাস ছিল আগে থেকেই।

রোহিঙ্গাদের দেখভালের জন্যে ২০২০ সালে প্রয়োজন ছিল প্রায় ১ বিলিয়ন ডলার। যার জোগাড় হয়েছিলো ৫০ শতাংশের কম। ২২ অক্টোবরের দাতা সম্মেলনে আসে আরো ৬০ কোটি ডলার। সবমিলিয়ে এবছরের সার্বিক চাহিদা মেটানোর পরিস্থিতি তৈরী হলেও সংশয় আছে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা নিয়ে। দাতা সম্মেলনে তাই বাংলাদেশের পক্ষে বলা হয়েছে রোহিঙ্গাদের দায়ভার বইতে কষ্ট হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, সম্মেলেনে চীনের উপস্থিতি থাকবে এটা যেমন জানাই ছিল তেমনি ভারতের অনুপস্থিতি ছিল হতাশাজনক।

তবে সরকারের আরো শক্ত অবস্থানের প্রয়োজন ছিল বলে মনে করছেন শরণার্থী বিশ্লেষক আসিফ মুনির।

শরণার্থী বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য নিস্বার্থভাবে যে সহায়তা দিয়ে যাচ্ছে তা বিশ্ববাসীকে মনে করিয়ে দেয়ায় সংকট সমাধানে সবাই উদ্যোগী হবে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করবে, একথা মিয়ানমার জানিয়েছে চীনকে।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা