চিরবিদায় সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান

 

চিরবিদায় সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানশ্রদ্ধা-ভালোবাসায়, চিরনিদ্রায় শায়িত হলেন, বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান। বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে জাতীয় প্রেসক্লাব ও শেষ কর্মস্থল প্রতিদিনের সংবাদ অফিসে তার মরদেহ শ্রদ্ধা জানানো হয়। এসময় সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা ও সাহিত্যে রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সকালে ১১টার কিছু আগে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। শেষবারের মতন তাঁর প্রতি শ্রদ্ধা জানান জেষ্ঠ্য সাংবাদিক ও বিভিন্ন সংগঠন। এরপর অনুষ্ঠিত হয় রাহাত খানের প্রথম নামাজে জানাজা।

সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র সাংবাদিকরা বলেন, সাহিত্য ও সাংবাদিকতায় রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রেসক্লাব থেকে রাহাত খানের মরদেহ নিয়ে যাওয়া হয় তার সবশেষ কর্মস্থল দৈনিক প্রতিদিনের সংবাদ কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় আর এক দফা নামাজে জানাজা।

পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাদ জোহর তাকে দাফন করা হয়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় মারা যান রাহাত খান।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা