কাবুলে কূটনৈতিক এলাকার কাছে রকেট হামলা

 কাবুলে কূটনৈতিক এলাকার কাছে রকেট হামলাআফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটিতে অবস্থিত প্রধান কূটনৈতিক এলাকাসহ আরও কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, দু'টি যান থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে কূটনৈতিক এলাকা কেঁপে উঠেছে।রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনই কয়েক দফা রকেট হামলা চালানো হলো। এদিকে, ১৯ বছরের যুদ্ধ-সংঘাতের অবসান ঘটাতে শান্তিচুক্তির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দেশটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা