দামেস্ক ও গাজায় মুসলমানদের ওপর ইহুদীবাদী ইসরায়েলের বোমা হামলা

সিরিয়ার রাজধানী দামেস্ক ও গাজায় মুসলমানদের ওপর বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। দামেস্কতে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের দুই যোদ্ধা শহীদ হয়েছেন। মুসলমানদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবরে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক জিহাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের দুই সদস্য রবিবার শেষ রাতে চালানো জায়নবাদী বোমায় শহীদ হয়।সিরিয়ায় হামলা চালানোর ইসরায়ের স্বীকারোক্তির ঘটনা খুব বিরল। আল জাজিরা স্বতন্ত্র সূত্রে হামলার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল তথাকথিত দাবি, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করার পর তারা দামেস্কর দক্ষিণাঞ্চলে হামলা চালায়। গাজা ও দামেস্কতে হামলার কথা নিশ্চিত করে ইসরায়েল জানায়, দামেস্কর আদেলিয়াহ অঞ্চলে ইসলামিক জিহাদের একটি স্থাপনায় হামলা চালানো হয়।
আরো পড়ুন:

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা