ইসরাইলকে মোকাবিলা করতে হামাস-ফাতাহর ঐক্যের ঘোষণাকে স্বাগত জানাল ইসলামি জিহাদ

ইহুদিবাদী ই’সরাইলি ষ’ড়যন্ত্র মোকাবেলায় ঐ’ক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে হামাস ও ফাতাহ’র ঘো’ষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের আরেক প্রভাবশালী সংগঠন ইসলামি জিহাদ।
সং’গঠনটির পলিট ব্যুরোর সদস্য নাফিয আয্‌যাম বলেছেন, হামা’স ও ফাতাহ পারস্পরিক স’হযোগিতার যে ঘোষণা দিয়েছে তা ফিলিস্তিনে একটি ইতিবাচক পরিবর্তন।
তিনি জোর দিয়ে বলেন, দখলদার শক্তিকে মো’কাবেলা করে ফি’লিস্তিনি জনগণের অধিকার প্র’তিষ্ঠার জন্য সব ফিলিস্তিনি দল ও সংগঠনকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এক সারিতে দাঁড়াতে হবে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ই’হুদিবাদী ইসরাইলের ভূমি দখল প’রিকল্পনার বি’রুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
গ’তকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের রামাল্লাহ শহরে অনুষ্ঠিত এ’ক ভি’ডিও কনফারেন্সের মাধ্যমে দু দল এই প্রতিশ্রুতি ব্যক্ত করে।
দ’খলদার ই’হুদিবাদী ইসরাইল পহেলা জুলাই বুধবার থেকে প’শ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড গ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে এর আগে ঘোষণা করেছিল।
তবে ফি’লিস্তিনি জ’নগণসহ বিভিন্ন দেশের চাপের মুখে দখলদার শক্তি দখল-পরিকল্পনা বাস্তবায়নের কাজ কিছুটা পিছিয়ে দিয়েছে।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা