সাহাবীদের নামে তৈরি যু’দ্ধজাহাজ পেল বাংলাদেশ নৌবাহিনী

সাহাবী ওমর ফারুক রাযি. ও আবু উবাইদাহ রাযি. এর নামে চীনে নির্মিত দুটি ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার সাংহাইয়ের সেনজিয়া শিপইয়ার্ডে জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত র্ছিলেন নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং চীনের নৌবাহিনীর ইস্টার্র্ন ফ্লিটের ডেপুটি কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল বাই ইয়াওপিংসহ দুই দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
নতুন এ যু’দ্ধজাহাজ দুটি নৌবহরে অন্তর্ভুক্তির মাধ্যমে নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। – আইএসপিআর

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা