জুম্মার দিনের গুরুত্ব এবং সুন্নাত আমলসমূহ

রাসুলে কারীম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন- দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুম্মার দিন। এই দিনের বিশেষ ফজ্বিলত মহাত্ব রয়েছে।যেহেতু এই দিনে বিশেষ একটি সময় রয়েছে যেই সময়ে আল্লাহ তা'য়ালা বান্দার দোয়া কবুল করে থাকেন৷ তাই আমাদেরকে গুরুত্বসহকারে এই দিনের উপর আমল করা আবশ্যক। এবং সুন্নাত আমলের প্রতি সতর্ক থাকা চাই।
#ভাইসব_জুম্মার_দিনের_সুন্নাত_আমলসমূহ_
★জুম্মার দিন প্রত্যুষে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা।
★ফজরের ফরজ নামাজ়ে সূরা সাজদা [সিজদা] ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা।(যারা পারেন)
★উত্তমভাবে গোসল করা।
★মেসওয়াক করা।
★ উত্তম পোষাক পরিধান করা।
★সুগন্ধি লাগানো।
★তৈল ব্যবহার করা।
★প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়া।
★মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকা’আত নফল নামাজ আদায় করা।
★জুম্মার সালাতে যত দ্রুত সম্ভব উপস্থিত হওয়া ।
★ পায়ে হেঁটে মসজিদে গমন করা।
★ মনোযোগ সহকারে জুম্মার খুৎবা শোনা ।
★জুম্মার দিন আপনার দুয়া কবুল হবার সেই মুহূর্তটির অনুসন্ধান করুন ।
★সূরা কাহাফ তিলাওয়াত।
★আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর বেশি বেশি দুরদ পাঠ করা।
★ইমামের কাছাকাছি গিয়ে বসা।
★মনযোগ দিয়ে খুৎবাহ শোনা। খুৎবাহ চলাকালীন সময়ে কোন ধরনের কোন কথা না বলা; এমনকি কাউকে কথা বলতে দেখলে তাকে কথা বলতে বারণ করাও কথা বলার শামিল।
★দুই খুৎবাহর মাঝের সময়ে দু’আ করা।
★নবীজীর উপর সারাদিন বেশী বেশী দরূদ পাঠানো।
১, এই দিনে আদম (আ:)-কে সৃষ্টি করা হয়েছে।
২, এই দিনে আল্লাহ্ তা’আলা আদম (আ:)-কে দুনিয়াতে পাঠিয়েছিলেন।
৩, এই দিনে আদম (আ:) মৃত্যুবরণ করেছেন।
৪, এই দিনে এমন একটি সময় রয়েছে, যে সময়ে হারাম ছাড়া যে কোন জিনিস প্রার্থনা করলে আল্লাহ তা প্রদান করেন।
৫, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাই আসমান, যমীন ও আল্লাহর সকল নৈকট্যশীল ফেরেশতা জুমু’আর দিনকে ভয় করে।
#ভাইসব- আমাদের উচিত এদিনের সুন্নাত আমল সমূহ পালন করে বেশি বেশি দুরুদ সালাম প্রেরণ করা আর ইস্তেগফার পড়া। আর প্রত্যেকের উচিত দুরুদ শরীফ পড়ে পড়ে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করে চোখের পানি ফেলা।আল্লাহ তা'য়ালা আমাদেরকে কবুল করুন আমিন।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা