ইমাম হাশেমী হুজুর

ছবিতে থাকতে পারে: 1 জনপ্রায় দেড় বছরের মধ্যেই সুন্নীয়তের ময়দান থেকে তিনটি এলমের জাহাজ ডুবে গেল,যা সুন্নীয়তের ময়দানে আজীবন অপূরনীয় হয়ে থাকবে। যখন আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী হুজুর কেবলা (রঃ) ওফাত বরণ করলেন, তখন মনকে অনেক কষ্ট করে শান্তনা দিয়েছিলাম যে,আমাদের সুন্নীয়তের ময়দানে আরও দুইজন অভিবাবক আছেন।হুজুরের প্রায় ৪০ দিন যেতেই না যেতে সুন্নীয়তের আরেকজন অভিভাবক হুজুর আল্লামা মুহাম্মদ নুরুল মনোয়ার হুজুর কেবলা( রঃ) কে হারিয়েছি ডুবে গেছে সুন্নীয়তের আরেকটি এলেমের জাহাজ । এক এক করে দুইজন সুন্নীয়তের অভিভাবকদের হারিয়ে মন চুরমার হয়ে গেছে। শেষ ভরসা ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী হুজুর কেবলা( রঃ)। ওনি ছিলেন বলে সুন্নীজনতা মনে একটু ভরসা ছিল যে আমাদের আরেকজন অভিভাবক আছেন। আজ সেই অভিভাবকে হারিয়ে আমরা নিঃস্ব এতিম হয়ে গেছি। এক এক করে তিনজন অভিভাবক আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে জান্নাতের বাগানের অধিকারী হয়ে গেছেন।এখন আমরা সুন্নীজনতা কাকে পেয়ে মনকে শান্তনা দিব,যখনই শুতে যায় হুজুরের কথা মনে পড়ে। আল্লাহ হুজুরের উছিলায় আপনি আমাদের সকলকে গুনাহ ক্ষমা করে দিন। আমিন....ছুম্মা.. আমিন

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা