ইসলামই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতা

ছবিতে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি এবং লোকেরা বসে আছে

এটা  আমেরিকার Oklahoma university , 1948 সাল।

প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে George McLaurin ভর্তি হয়েছিলেন।

তাকে বাধ্য করা হয়েছিল ক্লাসরুমের এক প্রান্তে বসতে , white students থেকে কিছুটা দূরে থাকতে।

এ যেনো ভারতের সেই উঁচু জাত-নিচু জাত প্রথার মত।

যাই হউক , এরাই আবার আমাদের মূল্যবোধ (𝐇𝐮𝐦𝐚𝐧 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬) শিখাতে আসে!!!!

অথচ আজ থেকে 1400 বছর আগে কাবা ঘরের উপর দাঁড়িয়ে নামাজের জন্য প্রথম আযান দেয়ার সম্মান , ইসলাম কৃষ্ণাঙ্গ বেলাল (রাঃ) কেই দিয়েছিল।

সভ্যতা আমাদের শিখিওনা কেননা
ইসলামই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতা।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা