পটিয়ায় করোনায় ৬ বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবিচট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৬ বছরের শিশু গতকাল রোববার রাতে মারা গেছে। আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে আনার পরপরই প্রতিবন্ধী ছেলেশিশুটি মারা যায়।
গতকাল রাত আটটার দিকে শিশুটির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। তখনো শিশুটি পটিয়া উপজেলার বাড়িতে ছিল। পরে রাতে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, দিবাগত রাত ২টা ১০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। ২০ মিনিট পর মারা যায়। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসা শুরু হতে হতেই মারা যায়।
কীভাবে শিশুটি আক্রান্ত হয়েছে, তা তিনি জানাতে পারেননি। এ নিয়ে চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু হলো। মোট আক্রান্ত ১৪ জন।  ১২ জন চিকিৎসাধীন।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা