করোনায় বিশ্বজুড়ে অচলাবস্থা

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে। গত আড়াই মাসে ১৩১ দেশে এ ভাইরাসে (কোভিড-১৯) ১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। আতঙ্কিত হয়ে বিভিন্ন দেশ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। বিশ্বের অনেক দেশ নিজেদের মধ্যে যাতায়াত বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমান ও বাস চলাচলও বন্ধ। দেশে দেশে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক স্থানে অফিস চলছে ঘরে বসে, অনলাইনে। শুক্রবার অনেক দেশ মসজিদে গিয়ে জামাতে জুমার নামাজ বাতিল করেছে। দেশগুলো নিজেদের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়ায় হুমকির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য। বিমান বন্ধ থাকায় কাঁচামাল আসা প্রায় বন্ধ। ফলে পণ্য উৎপাদনে সমস্যা হচ্ছে। রফতানিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। এসব কারণে বিশ্বে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এদিকে শুক্রবার গভীর রাতে ভারতের রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত এক নারীর (৬৯) মৃত্যু হয়েছে। খবর বিবিসি, রয়টার্স, সিএনএন ও এনডিটিভির। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের দেয়া তথ্য অনুযায়ী- চীনে করোনা সংক্রমণ কমে এলেও অন্য দেশগুলোতে আতঙ্ক ছড়াচ্ছে। ইতালি, ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গেছেন আরও ১৯২ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। ইরানে একদিনে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৫১৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১ হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪ জনে। একদিনে স্পেনে নতুন করে ৮৬৯ জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন। দেশটিতে মোট আক্রান্ত চার হাজার ২০৯ জন এবং মৃতের সংখ্যা ১২০ জন। ফ্রান্সে একদিনে ৫৯৫ জন আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ৬১ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের। যুক্তরাষ্ট্রে আরও ৪২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের। বৃহস্পতিবার করোনায় ভারতে প্রথম একজন (৭৬) মারা গেছেন। এরপর শুক্রবার গভীর রাতে দিল্লিতে এক নারী (৬৯) মারা গেছেন। চীনে ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬৯ হাজার ১৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। স্পেনে মৃত্যু শতাধিক, জরুরি অবস্থা ঘোষণা, আট বাংলাদেশি আক্রান্ত: স্পেনে করোনাভাইরাসে মৃত্যু একলাফে বেড়ে একশ’ ছাড়িয়ে যাওয়ায় শনিবার থেকে জরুরি অবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৫ দিন এ জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার তিন হাজার চার থেকে বেড়ে শুক্রবার চার হাজার ২০৯ জনে পৌঁছেছে। মাদ্রিদ, বাস্ক কাউন্টি এবং লা রিওজা অঞ্চলেই ভাইরাসটি বেশি ছড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৮৪ থেকে একদিনেই বেড়ে হয়েছে ১২০। সামনে আরও কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। তিনি বলেন, আগামী সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ১০ হাজারে পৌঁছতে পারে। তবে সরকার এ সংকট মোকাবেলায় প্রয়োজনে সবকিছু করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে, স্পেনে করোনায় আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদে তারা আক্রান্ত হন। আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দু’জন (স্বামী-স্ত্রী), যশোরের একজন বলে জানা গেছে। অপরজনের ঠিকানা জানা যায়নি। আটজনই হাসপাতালে আছেন। বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী জানান, ঢাকার দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাদের ২ মাসের সন্তানকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। ইতালিতে তিন বাংলাদেশি আক্রান্ত : ইতালি থেকে জমির হোসেন জানান, করোনায় ইতালিতে তিন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইতালির উত্তরাঞ্চলে তারা আক্রান্ত হয়েছেন। তিনজনই হাসপাতালে আছেন। তাদের বাড়ি কুমিল্লা, মাদারীপুর ও মানিকগঞ্জে। মানিকগঞ্জের বাসিন্দা ৭ দিন ধরে কোয়ারেন্টিনে আছেন। রোমের এক বাঙালি ব্যবসায়ী জানান, মানিকগঞ্জের ওই বাসিন্দার করোনা ধরা পড়লে তাকে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ১০ বছর ধরে তিনি ইতালিতে আছেন। কুমিল্লার বাসিন্দা আগের তুলনায় অনেক সুস্থ। অন্যজনকে (৩৫) আইসিইউতে রাখা হয়েছে। কুয়েতে ফ্লাইট ও গণপরিবহন বন্ধ : কুয়েত থেকে সাদেক রিপন জানান, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে শুক্রবার মধ্যরাত থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে কার্গো বিমান আগের মতো চলাচল করবে। এছাড়া গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহের জন্য সরকারি সব কাজকর্ম স্থগিত করেছে কুয়েত সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভা জরুরি বৈঠকে ২৬ মার্চ পর্যন্ত কাজকর্ম স্থগিতের সিদ্ধান্ত নেয়। এছাড়া দুই সপ্তাহ সব রেস্তোরাঁ, কফিশপ, জিম সেন্টার, ক্লাব ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে এর আওতায় পড়বে না ফার্মেসি, পেট্রলপাম্প ও এটিএম বুথ। ভারতীয় মন্ত্রীদের বিদেশ সফর বাতিল : আগামী কয়েক দিনের জন্য ভারতের মন্ত্রীদের বিদেশ সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি বলেন, ‘আতঙ্ককে না বলুন, সতর্কতা অবলম্বন করুন। আগামী দিনগুলোতে বিদেশে যাবেন না কোনো কেন্দ্রীয় মন্ত্রী। আমরা এর ছড়িয়ে পড়া থামাতে পারি এবং বড় জমায়েত এড়িয়ে সবাইকে সুরক্ষিত করতে পারি।’ মোদি আরও লেখেন, ‘করোনাভাইরাস নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির দিকে পুরোপুরি নজর রাখছে সরকার। কেন্দ্র ও রাজ্যের তরফে, সবার সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে পশ্চিমবঙ্গে এখনও কারও শরীরে করোনা ধরা পড়েনি। এভারেস্টে সব অভিযান স্থগিত : করোনা পরিস্থিতির কারণে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে সব ধরনের অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নেপাল। শুক্রবার নেপাল এভারেস্টে আরোহণ বন্ধের এ ঘোষণা দেয়। এর আগের দিন চীন তাদের পাশ থেকে এভারেস্টে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী যোগেশ ভট্টরাই বলেন, সরকার (এভারেস্টে) বসন্তের সব অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। সামনের দিনগুলোতে বৈশ্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। সিঙ্গাপুরে জুমার খুতবা অনলাইনে : করোনা আতঙ্কে সিঙ্গাপুরের সব মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) বলেছে, দেশটির সব মসজিদ বন্ধ থাকবে। তবে জুমার খুতবা অনলাইনে প্রচার করা হবে। ১৩ মার্চ সকাল থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ দিন সিঙ্গাপুরের সব মসজিদ পুরোপুরি বন্ধ থাকবে। এ সময়ে মসজিদগুলো পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হবে। এমইউআইএস মসজিদ বন্ধের কারণ ব্যাখ্যা করে বলেছে, মুফতি ও আন্তর্জাতিক ফতোয়া কমিটি জনস্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে এ পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে। তাদের সম্মতিতেই মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারবালায় জুমার নামাজ বন্ধ : মুসলিমদের পবিত্র শহর ইরাকের কারবালায় জুমার নামাজ বন্ধ করা হয়েছে। ইরাকে করোনায় আটজন মারা গেছেন। ৭৯ জন আক্রান্ত হয়েছেন। ১০ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভাইরাস উপদ্রুত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের : করোনা আক্রান্তদের জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যেতে নিষেধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত ব্যক্তি ঘরে বসে জোহরের নামাজ পড়ার অনুমোদন শরিয়তে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। মালয়েশিয়ার পার্লিসে জুমার নামাজ স্থগিত : মালয়েশিয়ার পার্লিসে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। নিজ নিজ ঘরে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার পার্লিস রাজ্যের রাজা তুয়াংকু সৈয়দ সিরাজউদ্দিনের ছেলে জামালুল্লাহিল বলেন, করোনা মহামারী আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ায় করোনায় এখন পর্যন্ত ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি নেই। নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ ঘোষণা করেছে ২৯ জনকে। ইরানে করোনায় মৃতদের গণকবর দেয়া হচ্ছে : ইরানে করোনায় মৃতদের গণকবর দেয়া হচ্ছে। ইরানে বৃহস্পতিবার নতুন করে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে মৃতদের গণকবর দেয়া শুরু হয়েছে। রাজধানী তেহরান থেকে ১৪৫ কিলোমিটার দূরে বেহেশত-ই-মাসৌমেহ এলাকায় গণকবর খোঁড়া হয়েছে বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারি গণকবর খোঁড়া শুরু হয়। কিন্তু দ্রুতই তা বড় হতে থাকে। এখন তা ১০০ ইয়ার্ড ছাড়িয়ে গেছে। করোনায় দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তা, রাজনীতিবিদ, মাওলানা ও অভিজাত বিপ্লবী বাহিনীর কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়াতিও আক্রান্ত হয়েছেন এবং তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, ২৪ ঘণ্টায় নতুন এক হাজার ৭৫ জনকে শনাক্ত করেছি। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪ জনে। জাতিসংঘের সদর দফতরেও আতঙ্ক : জাতিসংঘেও ঢুকে পড়েছে করোনা। ইতিমধ্যে একজন আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় করোনা পজিটিভ জাতিসংঘে ফিলিপাইন মিশনের এক শীর্ষ নারী কূটনৈতিক। কিরা আজুসেনা নামের ওই কূটনীতিক ফিলিপাইন মিশনের ১২ কূটনীতিকের একটি দলের প্রধান। ফিলিপাইনে জাতিসংঘের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কিরা আজুসেনা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, জাতিসংঘের ফিলিপাইন মিশন বন্ধ থাকবে। এখানে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা