সুন্নি আন্দোলন ফ্রান্সের উদ্যোগে প্রতিবাদ সভা

ফ্রান্সের রিপাবলিক চত্বরে বিশ্ব সুন্নী আন্দোলন, ফ্রান্স শাখার উদ্যোগে আঁধার দিবস উপলক্ষ্যে প্যারিস’র মানবাধিকার চত্ত্বরে
, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
প্যারিসে বিশ্ব সুন্নী আন্দোলন ফ্রান্স শাখার আহবায়ক শাহ এনামুল হাসান মাওলার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- গোলাম মোস্তফা হিমেল, মামুনুর রশিদ ,শরীয়াত উল্লাহ , জামিল আবেদ ,রিয়াজ হোসাইন, মো:সাকাওয়াত হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ |
সমাবেশে বক্তাগণ আল আরবে ইসলাম ও মানবতা পরিপন্হী সৌদী গোত্রবাদী ওহাবীবাদ স্বৈরতান্ত্রিক ব্যবস্হা পরিবর্তন করে ইসলামের প্রকৃত রাজনৈতিক দিকদর্শন দ্বীনী মুল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্হা ফিরিয়ে আনার দাবী জানান।
বক্তাগণ আরো বলেন – দুনিয়াব্যাপী একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদী জাতীয়তাবাদের পাশবিক অপরাজনীতির কারসাজিতে রাষ্ট্রসমূহ অপশক্তির কুক্ষিগত হয়ে একক গোষ্ঠিবাদী দানবীয় স্বৈরতান্ত্রিক হাতিয়ারে পরিণত হয়ে পড়েছে, যার ফলে সত্য রূদ্ধ ও মানবতা ভয়ংকর।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা