লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত বরিশালের ঐতিহাসিক কীর্তনখোলার বিশাল ময়দান

 চরমোনাই মাহফিল শুরু : আখেরি মোনাজাত শনিবার

লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত বরিশালের ঐতিহাসিক কীর্তনখোলার বিশাল ময়দান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জিকিরের সঙ্গে দলে দলে চরমোনাই মুখী মানুষের ঢল। সবার লক্ষ্য মহান রবের দিদার লাভ। ধারণা করা হয় চরমোনাইয়ের এ মাহফিলে প্রায় ৩৫ লাখ লোকের সমাগম ঘটবে।
আজ ৩ দিনব্যাপী মাহফিলের প্রথম দিন। জোহরের নামাজের পর হজরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এ মাহফিল। আগামী শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাল্গুনের এ বার্ষিক মাহফিল।
চরমোনাই ময়দানের ৩ দিনব্যাপী এ দ্বীনি মাহফিলের থাকবে ৭টি বিশেষ বয়ান। ৫টি বয়ান পেশ করবেন হজরত পীর সাহেব আর বাকি ২টি বয়ান পেশ করবেন পীরজাদা মুফতি ফয়জুল করীম।
এ ছাড়া এ মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত মেহমান, ওলামা-মাশায়েখগণ দ্বীন ও ঈমানি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মাহফিলের দ্বিতীয় বৃহস্পতিবার ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাহফিলের তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে এ ইসলামি শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের আলাদা আলাদা সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, চরমোনাইর মাহফিলে অংশগ্রহণে উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দেওবন্দের সম্মানিত ৩ জন মেহমান গতকাল ৬ মার্চ বাংলাদেশে এসে পৌছেছেন। তারা হলেন- আল্লামা কমরুদ্দিন আহমদ, আল্লামা হাবীবুর রহমান আজমী, আল্লামা মুনীরুদ্দীন আহমাদ উসমানী নক্বশবন্দী।
চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে কীর্তণখোলা নদীর তীরে প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।
চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের জন্য অজু-গোসল ও জামাতে নামাজ আদায়ের সব ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার চরমোনাই দরবারে কয়েক লাখ মুসুল্লি একসঙ্গে জুমআর নামাজ আদায় করবেন। এটি হবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ জামআর জামাত। এ জুমআর জামাতের খুতবা প্রদান এবং ইমামতি করবেন পীর সাহেব চরমোনাই।
আগামী শনিবার বাদ ফজর হেদায়েতি বয়ানের মাধ্যমে শেষ হবে চরমোনাইর ফাল্গুনের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা