এবার ভারতকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবার কঠোর হুঁশিয়ারি

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীরের ‘বিশেষ মর্যদা’ কেড়ে নিলে তা যে জনগণ ভালো ভাবে নেবেন না।

তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলতে যাবেন না। ৩৫-এ’র পিছনে পড়ে অযথা সময় নষ্ট করবেন না। ১৯৪৭ সাল থেকে যা দেখেননি, এবার তাই দেখবেন।’
মেহবুবা মুফতি বলেন, ‘বিশেষ মর্যাদা’য় হাত পড়লে, কাশ্মীরিরা তেরঙা পতাকা ছেড়ে কোন পতাকা হাতে তুলে নিতে বাধ্য হবেন, তা আমিও জানি না…। এদিকে, মেহবুবা মুফতির পাশাপাশি, কাশ্মীরের আর এক নেতা ওমর আবদুল্লাও ৩৫এ অনুচ্ছেদ নিয়ে সতর্ক করেছেন।
কাশ্মীরে সম্প্রতি ৩৫এ অনুচ্ছেদের সাংবিধানিক যৌক্তিকতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কাশ্মীরিরা কেন ‘বিশেষ মর্যাদা’ পাবে, কেন ভারতের অন্য কোনো রাজ্যের কেউ সেখানে সরকারি চাকরি পাবেন না, কেন অন্য রাজ্যের কেউ সেখানে সরকারি শিক্ষাকেন্দ্রে পড়শোনার সুযোগ পাবেন না, তা নিয়ে প্রশ্ন তুলে, ওই মামলাটি হয়।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা