২০১৮ সালে জম্মু-কাশ্মীরে ২২৭ অস্ত্রধারী নিহত

২০১৮ সালে জম্মু-কাশ্মীরে ২২৭ অস্ত্রধারী নিহত

kashmir-nov

চলতি বছর জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২৭ অস্ত্রধারী নিহত হয়েছে। এরমধ্যে নভেম্বর মাসেই ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিহতদের মধ্যে লস্কর-ই-তৈয়্যবা ও হিজবুল মুজাহিদিনসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর নয় শীর্ষ কমান্ডার রয়েছে। ভারতের কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযানে তাদের মৃত্যু হয়। বিশেষ করে জঙ্গি অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরে সবচেয়ে বেশি অস্ত্রধারী নিহত হয় বলেও জানানো হয়। গণমাধ্যম জানায়, ভারতীয় নিরাপত্তা বাহিনীর এই অভিযানের মধ্য দিয়ে জঙ্গিগোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়েছে। এ আগে, গত বছরের নভেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইশ' সাত জঙ্গি নিহত হয়।

সাততেতৈয়া

শরিয়ত,তরিকত,হাকিকত ও মারফত কাকে বলে? বিস্তারিত?

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-বড় পীর এর জীবনী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

তাজবীদ

জামে মসজিদ নীতিমালা