গোলান ইসরাইলের নয়, সিরিয়ার: জাতিসংঘ
গোলান ইসরাইলের নয়, সিরিয়ার: জাতিসংঘ
জাতিসংঘের সাধারণ পরিষদ
গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানা ঘোষণা করা হলো। জাতিসংঘের সাধারণ পরিষদে বেশিরভাগ সদস্যদেশের ভোটে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হলো।
শুক্রবার অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে ১৫১ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শুধু আমেরিকা ও ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে রায় দেয়।
প্রস্তাবে গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ওই মালভূমিতে ইসরাইলের সব রকম তৎপরতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে।
ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, সাধারণ পরিষদে এ প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দেওয়া হয়েছে যে, গোলান মালভূমির ওপর তেল আবিবের দখলদারিত্ব অবৈধ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক আইনের পরিপন্থি।
গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং শান্তিপূর্ণ উপায় কিংবা যুদ্ধের মাধ্যমে তা অবশ্যই ফিরিয়ে নেবে দামেস্ক- দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জাফারি।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় ইসরাইল। যার আয়তন এক হাজার ২০০ বর্গ কিলোমিটার। পরে সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া এই ভূখণ্ডকে নিজের অংশ হিসেবে ঘোষণা করে তেল আবিব। যদিও আন্তর্জাতিক সমাজে এই দখলদারিত্বকে কোনোদিন স্বীকৃতি দেয়নি।
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)