মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটে ইতিহাস গড়লেন মুসলিম নারী জয়নাব মোহাম্মদ
প্রথম কৃষ্ণাঙ্গ এবং সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ২৪ বছর বয়সী মুসলিম নারী জয়নাব মোহাম্মদ। তিনি ক্যাম্পেইন ঘোষণার আগে এক সাক্ষাতকারে বলেন, “আমি গত দেড় বছর ধরে সিনেটের হলগুলোতে বিল আদায়ের জন্য হেঁটেছি, এবং আমি সেখানে কখনোই নিজেকে দেখিনি। সেখানে একজনও কৃষ্ণাঙ্গ মহিলা নেই। সিনেটে আমাদের কোনো প্রতিনিধি নেই।" দ্য কাউন্সিল অন এমেরিকান ইসলামিক রিলেশন, মিনোসেটা (CAIR-MN) এর কমিউনিটি এডভোকেট জয়নাব মোহাম্মদ অবসরপ্রাপ্ত সিনেটর প্যাট্রিসিয়া টরেস রে-কে প্রতিস্থাপন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৬ সালে প্রথম ল্যাটিনা হিসেবে মিনেসোটা সিনেটে কাজ করার জন্য রে ইতিহাস গড়েন। জয়নাব তার প্রথম অনুমোদন পেয়েছিলেন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং ওয়ার্ড ২-এ আগত মিনিয়াপলিস সিটি কাউন্সিলের প্রতিনিধি রবিন ওয়ানসলি ওয়ারলোবাহ এর কাছ থেকে। ওয়ানসলি ওয়ারলোবাহ একটি ট...