আল্লামা ইকবাল
আল্লামা ইকবাল উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে Jump to navigation Jump to search ড. মুহাম্মদ ইকবাল যুগ আধুনিক যুগ অঞ্চল দক্ষিণ এশিয়া ধারা সুন্নি আগ্রহ কবিতা , ইতিহাস , অধিবিদ্যা , ইসলাম অবদান দ্বি-জাতি তত্ত্ব ; খুদি ভাবগুরু [দেখান] ভাবশিষ্য [দেখান] আল্লামা মুহাম্মদ ইকবাল (জন্ম নভেম্বর ৯ , ১৮৭৩ ; শিয়ালকোট, পাঞ্জাব - মৃত্যু: এপ্রিল ২১ , ১৯৩৮ ) বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ ছিলেন। তাঁর ফার্সি ও উর্দু কবিতা [১] আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। [১] [২] ইকবাল তাঁর ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন। তাঁর একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এই চিন্তাই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তাঁর নাম মুহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবেই অধিক পরিচিত। আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ । তাঁর ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিন...