Posts

Showing posts from August, 2021

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উজ্জ্বল নক্ষত্র

Image
  আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উজ্জ্বল নক্ষত্র, সুন্নী জগতের অন্যতম বীর পুরুষ,চ্যানেল আই সহ বহু টেলিভিশনের ইসলামি বক্তা ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব শহীদে মিল্লাত মরহুম হযরত আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী আজ শাহাদাত দিবস।আজ ২৭ই আগষ্ট রাতে উনার ঢাকাস্থ বাসভবনে কতিপয় উগ্রবাদী দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে শহীদ হন। বর্তমান সরকারের কাছে শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুততার সহিত শেষ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে তাদের নামে মামলা হয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি প্রদানের অনুরোধ করছি।

কোরআন শিক্ষা বাধ্যতামূলক করলো পাকিস্তান

Image
  পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটির স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন সাবজেক্টকে বাধ্যতামূলক করা হলো। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কুরআনের নাজেরা তেলাওয়াত ব্যাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআনের তর্জমার বিষয়টি গুরুত্ব পাবে। এর আগে ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুরআনের নাজেরা বাধ্যতামূলক করা হয়েছিল। তখন প্রদেশটির শিক্ষা মন্ত্রী রানা মাশহুদ বলেছিলেন, স্কুলগুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোরআন শরীফের নাজেরা বাধ্যতামূলক করা হলো। সে সময় মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোরআন শরীফের তরজমা ও দশম থেকে দ্বাদশ পর্যন্ত মানুষের জীবনের বিধি-বিধান সম্পর্কিত কোরআন শরীফের যে সব সুরা রয়েছে সেগুলো পড়ানো হবে।
Image
  এখন থেকে ১০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিনবেনা। যেমন আমী আমার দাদার বাবা কে দেখিনী,আমার ছেলে,আমার দাদাকে দেখেনী আমার ছেলের নাতি আমাকে দেখবেনা। কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব। আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা। কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে! কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না। হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে। কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা। প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা। যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি। কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা। হয়ত আমার দাদার পিতা জানতেন। কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা। আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে আমাকে মনে রা...

ফোরাত নদীর বর্তমান অবস্থা

ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসূল (সাঃ) বলেছেন. অদূর ভবিষ্যতে ফোরাত সোনার ভান্ডার উন্মুক্ত করে দিবে। সে সময় ওখানে যে উপস্থিত থাকবে সে যেন ওর থেকে কিছু গ্রহণ না করে। (সহিহ বুখারী-২৬০৫। সুনানে তিরমিজি-৬৯৮) হযরত আবু হুরায়রা (রাঃ) আরো বর্ণিত করেছেন... রাসূল (সাঃ) বলেছেন ঐ পর্যন্ত কেয়ামত হবে না, যতক্ষন ফোরাত নদীর থেকে সোনার পাহাড় না জাগবে এবং তার জন্য লোকে যুদ্ধ করবে প্রতি একশত জনে নিরানব্বইজন লোক মারা যাবে। যে ক’জন রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে হয়তো আমি একমাত্র জীবিত আছি। (সহীহ মুসলিমঃ-২২১৯) ১২ /০২/২০১৩ একটি রিপোর্ট নিউইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকরা এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল গবেষক লক্ষ্য করেছেন গত ১০ বছরে ১১৭ লক্ষ একর ফুট পানি শুকিয়ে গেছে। এই ফোরাত নদীর পানি শুকানো কেয়ামতের অন্যতম একটি আলামত এবং এই নিয়ে নাসার গবেষকরা খুব চিন্তিত। অতি শীগ্রই ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় জেগে উঠবে এবং রাসূল (সাঃ) এর সতর্ক বাণী ভূলে গিয়ে ৩ মুসলিম রাষ্ট্র সেই পাহাড়ের জন্য যুদ্ধ করবে এবং কিছ...

জানাযার নামাযের পর মৃত ব্যক্তির জন্য দো'আ করা রাসূলুল্লাহ [ﷺ] এর হুকুম

আছে কি নাই- দলিল ------------------------------------ জানাযার নামাযের পর মৃত ব্যক্তির জন্য দো'আ করা রাসূলুল্লাহ [ﷺ] এর হুকুমঃ " عن أبي هريرة، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : إذا صليتم على الميت، فأخلصوا له الدعاء " "হযরত আবূ হুরাইরা (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ [ﷺ] ইরশাদ ফরমানঃ "যখন মৃত ব্যক্তির উপর জানাযার নামায পড়ে ফেলবে অতঃপর তার জন্য খালেস বা নিষ্ঠার সাথে দো'আ কর।" এ হাদিসের সারমর্মঃ উক্ত হাদিসে পাকে রাসূলে পাক [ﷺ] বলেছেন- فأخلصوا "অতঃপর খালেস বা আন্তরিকভাবে তার জন্য দো'আ কর।" কালিমার প্রথমে فاء বর্ণ তা'কিবাতের (বিলম্ব ব্যতীত অন্যটা শুরু করা) জন্য ব্যবহৃত হয়ে থাকে। (ক). আল্লামা কাযি সানাউল্লাহ পানীপথি (রহঃ) বলেন- بالفاء الموضوع للتعقيب بلا تراخ - "ফা" (ف) অব্যয়টি কোন সময় না নিয়ে অনতিবিলম্বে কোন কাজের পরে অন্য কাজ সম্পাদন করার অর্থে ব্যবহৃত হয়।" [তাফসীরে মাযহারী, ৮/১২৮ পৃ.] (খ). আল্লামা সিরাজ উদ্দীন উসমান (রহঃ) এর নাহি শাস্ত্রের বিখ্যাত কিতাব "হেদায়াতুন নাহু...

গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক

Image
  গিরিশ চন্দ্র সেন কোরআন শরিফের বাংলা অনুবাদক নয়,তিনি ছিলেন প্রকাশক। গুরুত্বপূর্ণ পোস্ট সর্বপ্রথম ১৮০৮ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া। এরপর বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন ১৮৩৬ সালে। গিরিশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন, গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক। তাও অনেক পরে, ১৮৮৬ সালে। সুতরাং কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র নন, বরং মৌলভী নাঈমুদ্দীনই পূর্ণাঙ্গ কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের আংশিক অনুবাদক। গিরিশ চন্দ্র সেনের জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে। গিরিশ চন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ ১৮০৮ সালে কুরআন শরীফের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া। এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের একবছর পরই অর্থাৎ ১৮৩৬ সনে মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন শরীফের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। আরবি জানেননা,আরবি ব্যাকরণ জানেননা, এমন ব্যাক্তি কুরআন অনুবাদ করেছে এমন প্রচার মুর্খতা। বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক...

ছাগলের পেটে মানব শিশুর জন্ম

Image
ছাগলের” পেটে মানব শিশুর জন্ম ।   পৃথিবীতে যে, কত অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত তারই একটি উ,দাহরণ হতে পারে ছাগল। ভারতের ক,র্ণাটকের শোলাপুরের একটি গ্রামে ছাগলের পেটে জন্ম নিলো ছোট্ট দু’টি শা,বক। কিন্তু হুবহু মানুষের রূপ। ওই ছাগল শাবকদের শ,রীরটা যেন পুরো স্টিলের। আর চোখ, নাক, মুখ, বুক, পেট, হাত, পা সব কিছুতেই অবিকল মানব,শিশুর আদল। শুধু,মাত্র কান আর পায়ের পাতা দেখতে তার মায়ের মতো। অর্থাৎ ছাগলের একমাত্র চিহ্ন রয়েছে সেই দুটি অঙ্গে। আর বাকি ৭০ শতাংশই মানুষের চিহ্ন।অদ্ভূত এই ঘটনায় স্তম্ভিত এ,লাকার মানুষ শাবক দু’টি দেখতে ভিঁ,ড় জমান। কেউ বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কেউ আবার এর পেছনে অলৌকিক কোনও বস্তুর আশঙ্কায়, শাবক দু’টিকে মেরে ফেলার কথা বলেন। ছাগলটি যে ব্যক্তির গৃহপালিত তিনি জানান, ‘চার বছর ধরে ছাগল-টি আমার কাছে রয়েছে। এর মধ্যে সে ১০-টি বাচ্চা দিয়েছে। প্রত্যেকটা বাচ্চাই স্বাভাবিক।’ পশু-পালন বিভাগের সহ অধিকর্তা (ড. দেবা দাসের )বক্তব্য, ‘জিনগত সমস্যার জন্য বা কোনও সংক্রমণের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।’ মানুষরূপী ছাগল ছানা দু’টিকে সং;রক্ষণ করে মাইসোর দশেরা প্রদর্শনীতে দেখানো হবে বল...

সাগরপথে ইউরোপ যাওয়ায় শীর্ষে বাংলাদেশিরা

Image
  ফাইল ছবি উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর ইউরোপযাত্রা নতুন নয়। যুদ্ধবিধস্ত সিরিয়ার মতো দেশগুলো থেকেও বহু মানুষ একই পথ ধরছে। তবে আশ্চর্যজনকভাবে অবৈধপথে ইউরোপ যাওয়ায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশিরা। এদেশে যুদ্ধ নেই, দারিদ্রের কষাঘাতও আফ্রিকার দেশগুলোর মতো তীব্র নয়, বরং অনেক ক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রার রোলমডেল হয়ে উঠেছে বাংলাদেশ। তারপরও দলে দলে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের ইউরোপ যাওয়ার প্রচেষ্টা অবাক করেছে সবাইকে। চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে অন্তত ৪৭ হাজার ৪২৫ জন শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৩৩২ জনই বাংলাদেশি। অর্থাৎ, কপালজোরে জীবিত অবস্থায় ইউরোপের তীরে পৌঁছানো প্রতি সাতজনের একজন বাংলাদেশের নাগরিক। এধরনের অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকেই পাচারের শিকার হয়ে লিবিয়া, তিউনিসিয়া, বসনিয়া-হার্জেগোভিনায় পৌঁছান। নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন অজ্ঞাত বহু লোক। ২০২১ সালের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে অন্তত ৯৩৭ জন অভিবাসন...

দুই বছরের মধ্যে নির্বাচন মিয়ানমার জান্তার

Image
  ছবি : সংগৃহীত ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) হটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। এ ঘটনার ছয় মাসের মাথায় আগামী দুই বছরের মধ্যে বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। রোববার টেলিভিশনে দেয়া ভাষণে মিয়ানমার জান্তা প্রধান বলেন, দেশের জরুরি অবস্থা শেষ হচ্ছে আগামী ২০২৩ সালের আগস্টে। এর মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মিন অং হ্লাইং আরও বলেন, মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতেও রাজি আছে। ভাষণে মিন অং হ্লাইং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন। তবে কখন এ পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মিয়ানমারে। এরপর সাধারণ মানুষের সঙ্গে কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দেশটির সেনাবাহিনীর। এতে নয়শো জনের বেশি মানুষ নিহত হন, ব্যাপক ধরপাকড় চলে দেশব্যাপী। বহু মানুষ ভয় আর আতঙ্কে ভিটে ছাড়া...

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত

Image
  তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে। রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সোমবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। এতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রোববারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন। এদিকে নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গ...

প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতি ইদ্রিছ রেজভির জানাযা

Image
  প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতি ইদ্রিছ রেজভির জানাযা সম্পন্ন ------------ জানাযায় হাজারো আলেমসহ মুসল্লির ঢল,মাদ্রাসা পার্শ্বস্থ কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত -------------- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রীছ রেজভি (রহ.)'র নামাজে জানাযা শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হবার পর আজ ২৮ জুলাই বুধবার তার প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রামের চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বুড়া মসজিদ ময়দানে অনুষ্ঠিত তার জানাজার নামাজে ইমামতি করেন বড় ছেলে অধ্যক্ষ মাওলানা আতাউল মুস্তফা রেজভি। মুনাজাত পরিচালনা করেন- ছোট ছেলে অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা। জানাজার আগে স্মৃতিচারমূলক বক্তব্য রাখেন- জামেয়ার অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরি, আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, ওএসি চেয়ারম্যান আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান,মহাসচিব আল্লামা এম এ মতিন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ...

ঐতিহাসিক গাদীর দিবস

Image
  শেরে খোদা হযরত ছৈয়দ মওলা আলী (কর.)'র মওলা হিসেবে অভিষেক তথা "ঐতিহাসিক গাদীর দিবস"- ১৩৮৯ তম শুভ অভিষেক দিবস উপলক্ষে সবাইকে জানাই- ঈদ মোবারক। ধারাবাহিক পর্বঃ-৫৬] দশম হিজরীর ১৮ ই জিলহাজ্ব, ইসলামের ইতিহাসের একটি চিরস্মরণীয় দিন। এদিনেই মহান রাব্বুল আলামিন প্রদত্ত এবং হযরত মুহাম্মদ (দ.) আনিত ইসলাম পূর্ণতা লাভ করে এবং মহান আল্লাহ তাআলা কর্তৃক একমাত্র মনোনীত জীবনব্যবস্থা হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করে। বিদায় হজ্ব শেষে মদিনাভিমুখে যাত্রার সময় মহানবী (দ.) গাদীর নামক স্থানে মহান আল্লাহর নির্দেশে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে মওলা আলীকে (কর.) মুমিনগনের নেতা হিসেবে মনোনীত করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)শেষবারের মত আল্লাহর ঘর জিয়ারতের পর প্রিয় জন্মভূমি পবিত্র মক্কা ত্যাগ করে ক্লান্ত শ্রান্ত শরীরে ব্যাথাক্রান্ত ভগ্ন হৃদয়ে মদিনা যাওয়ার সময় গাদীর-এ- খুম নামক স্থানে পৌছালে পবিত্র কোরআনের এ আয়াতটি নাযিল হয়- يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللّهَ لاَ يَهْدِي...