Posts

উইঘুরদের ওপর গণহত্যার প্রমাণ

Image
  উইঘুরদের ওপর গণহত্যার প্রমাণ থাকার দাবি ব্রিটিশ বিশেষজ্ঞদের https://www.banglatribune.com/665917 উইঘুরদের ওপর গণহত্যার প্রমাণ থাকার দাবি ব্রিটিশ বিশেষজ্ঞদের সংখ্যালঘু উইঘুর মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে চীনের গণহত্যা চালানোর বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞ। দেশটিতে সম্প্রতি প্রকাশ পাওয়া একটি আইনি মতামতে এই দাবি করা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রীয় তৎপরতার মধ্য দিয়ে চীন উইঘুরদের নির্মূলের চেষ্টায় রয়েছে। এসব মানবতা বিরোধী অপরাধে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে জড়িত বলেও উল্লেখ করা হয়েছে ওই মতামতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস ও উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট নামে কয়েকটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এই মতামত দিয়েছেন। সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও  আইন যাচাই-বাছাই করে ১০০ পৃষ্ঠার এই আইনগত মতামত  দিয়েছেন লন্ডনের এসেক্স কোর্ট চেম্বারের একাধিক জ্যেষ্ঠ ব্যারিস্টার। তবে আদালতের রায়ের মতো এই মতামতের বাধ্যবাধকতা নেই কিন্তু এর ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া যায়। ব্রিট

পারমাণবিক কর্মসূচি চালিয়েছে উ. কোরিয়া: জাতিসংঘ প্রতিবেদন

Image
  চুরি করা অর্থে পারমাণবিক কর্মসূচি চালিয়েছে উ. কোরিয়া: জাতিসংঘ প্রতিবেদন h চুরি করা অর্থে পারমাণবিক কর্মসূচি চালিয়েছে উ. কোরিয়া: জাতিসংঘ প্রতিবেদন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছর জুড়েই উত্তর কোরিয়া পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে গেছে। জাতিসংঘের গোপন এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মসূচি চালিয়ে যেতে তাদের সহায়তা করেছে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা প্রায় ৩০ কোটি ডলার। সোমবার ওই প্রতিবেদনটি হাতে পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ২০১৮ ও ২০১৯ সালে তিনবার সাক্ষাৎ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন। যুক্তরাষ্ট্রের দাবি ছিলো পিয়ংইয়ং তাদের পারমাণবিক কর্মসূচি বাদ দেবে আর উত্তর কোরিয়ার দাবি ছিলো নিষেধাজ্ঞার অবসান। জাতিসংঘের গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর উত্তর কোরিয়ার সামরিক প্রদর্শনীতে স্বল্প ও মধ্য পাল্লার, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এবং আন্তমহাদেশীয় নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দেখানো হয়েছে। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী স্বাধীন বিশেষজ্ঞদের প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং ফিউশ

প্রযুক্তির ড্যাশ মডেলের সম্পূর্ণ নতুন দু’টি প্লেন

Image
  ফেব্রুয়ারিতে যোগ হচ্ছে প্রযুক্তির ড্যাশ মডেলের সম্পূর্ণ নতুন দু’টি প্লেন আমার বাংলা ডেস্ক: আগামী ফেব্রুয়ারি মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ড্যাশ ৮-৪০০ মডেলের সম্পূর্ণ নতুন দু’টি প্লেন। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট এই দুই উড়োজাহাজ ফেব্রুয়ারির শেষ দিকে দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিমানের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও কানাডার সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি গত ডিসেম্বরে বিমানের বহরে যুক্ত হয়েছে। গত ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই উড়োজাহাজের উদ্বোধন করেন। নতুন ওই উড়োজাহাজের নাম রাখা হয়েছে ধ্রুবতারা।   চুক্তির আওতায় বাকি দুই উড়োজাহাজ ফেব্রুয়ারির শেষ দিকে দেশে এসে পৌঁছাবে। দেশের ভেতরে ও বাইরে স্বল্প দূরত্বে ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখে আমদানি করা হচ্ছে নতুন এই মডেলের প্লেন। নতুন এই প্লেন যুক্ত হলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি স্বল্প দূরত্বে দেশের বাইরেও গন্তব্য বাড়ানো হবে।   কানাডার প্রখ্যাত উড়ো

দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানের আড়াই বছরের জেল

Image
  আমার বাংলা আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানীর (কার্যত:) প্রধানকে সোমবার আড়াই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বার্তা সংস্থা ইয়নহুপের খবরে এ কথা বলা হয়। বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিফ তৈরির কোম্পানী স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লী জায়ে ইয়ং ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়।

যেসব পাপ নীরবে আমল নষ্ট করে

Image
অ-   অ   অ+ নেক আমল পরকালীন জীবনের মূলধন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। তাই আখিরাতে শান্তি ও সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই। কিন্তু জীবন চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় এমন কিছু বদ আমল সংঘটিত হয়, যা খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়। এখানে আমল বিনষ্টকারী সেই বদ আমলগুলো তুলে ধরা হলো—   রিয়া বা লৌকিকতা মানুষের নিয়তনির্ভর আমলের ওপর আখিরাতের প্রতিদান নির্ধারিত হয়। তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে। লৌকিকতাপূর্ণ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মাহমুদ ইবনে লাবিদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে শিরকে আসগর (ছোট শিরক)। তারা বলল, হে আল্লাহর রাসুল, শিরকে আসগর কী? তিনি বলেন, রিয়া (লোক-দেখানো আমল), আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের (রিয়াকারীদের) বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৬৩৬)   গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া আল্লাহ তাআলা যেসব কাজ হারাম করেছেন, তা থেকে বেঁচে থাকা একজন মুমিনের একা

সেনা অভ্যুত্থানের পর থমথমে মিয়ানমার

Image
    অ-   অ   অ+ সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির অর্থনৈতিক অবস্থার জন্যও এই পরিস্থিতি ব্যাপক চ্যালেঞ্জের। মিয়ানমারের জনগণের মনে হঠাৎ করেই আতঙ্ক ভর করেছে সেনা অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি ও শীর্ষ নেতাদের আটকের ঘটনায়। ইয়াঙ্গুনের ব্যবসায়ী মা নান বিবিসিকে বলেন, আমি ভয়ে আছি যে, নিত্যপণের নাম বেড়ে যেতে পারে। আমার ভয়ের আরেকটা কারণ হলো যে, আমার মেয়ের এখনো স্কুলের পড়াশোনা শেষ হয়নি। আরো অর্ধেক পথ বাকি তার। তার ওপর এটা মহামারির সময়। ইয়াঙ্গুনের একজন গৃহবধূ থান থান নান্ট; তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। মানুষ এ নিয়ে বিদ্রোহ করতে পারে। আমার বিশ্বাস, অং সান সু চি এবং অন্য নেতাদের শিগগিরই হোক আর কিছুটা দেরিতেই হোক- ছেড়ে দেওয়া হবে। অনেকেই মনে করছে, সেনাবাহিনী এক বছর পর নির্বাচন দেওয়ার কথা বলে ক্ষমতা গ্রহণ করলেও তা দীর্ঘমেয়াদি হবে। আর ১৯৯০ এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত সে দেশের মানুষের যে জীবনমান ছিল, তা ফিরে আসার শঙ্কা জনগণকে পেয়ে বসেছে।

পাকিস্তানে বিরোধীজোট ঐক্যবদ্ধ: পিডিএম প্রধান রেহমান

Image
  অ-   অ   অ+ পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান গত শনিবার বলেছেন, মতবিরোধ থাকলেও বিরোধীজোট ঐক্যবদ্ধ রয়েছে।  জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান সরকারের প্রতি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার বিষয়ে পরামর্শ দেয় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এরপর পিডিএম প্রধান এই বিবৃতি দিলেন। যদিও এ পরামর্শ পছন্দ করেনি পিএমএল-এন। পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিডিএম প্রধান বলেন, ইমরান খানের নের্তৃত্বাধীন সরকারের উদযাপন করার মতো কোনো উপলক্ষ নেই। পিডিএম ঐক্যবদ্ধ আছে এবং নিজেদের সুবিধা অনুসারে আমাদের কার্ড দেখাবো। তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি এবং একটি কার্যকর কৌশলে এগোচ্ছি। তিনি মনে করেন, ক্ষমতাসীনরা বোকা এবং তারা নিজেরা আরো বোকা হতে থাকবে। রেহমান বলেছেন, সিন্ধু বিধানসভা ভেঙে যাওয়ার পরেও ইলেক্টরাল কলেজ অক্ষত রয়েছে। সে কারণে বিরোধী দলগুলো উপ-নির্বাচন এবং সিনেট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে গেছে। তিনি আরো বলেন, আমরা প্রত্যেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। রেহমান আরো যোগ করে বলেন, ঐতিহাসিকভাবে উপ-নির্বাচনে প্রকৃত জনমত সবসময় উঠে এসেছে। যদি