ইসলামের বসন্তকাল রবিউল আউয়াল
রবিউল আউয়াল মাসের আগমনে ইমানের জগতে বসন্ত শুরু হয়। রবিউন শব্দের অর্থ বসন্ত। মাঝে মধ্যে মনে হয় রসুল (সা.)-এর আগমন এ মাসে হবে সে জন্য বোধহয় আল্লাহতায়ালা যারা মাসের নামগুলো নির্ধারণ করেছেন তাদের অন্তরে এ মাসের নাম রবিউন রাখার জন্য পূর্ব থেকেই প্রত্যাদেশ প্রেরণ করেছিলেন। রবিউল আউয়াল মাস ঘুরে আসার সময় হলেই বিভিন্ন কবিতার চরণ মাথার মধ্যে ঘুরপাক খায়। তেমনি চরণের মধ্যে একটি চরণ হলো মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল হলো একটি গুরুত্বপূর্ণ মাস। যেহেতু অধিকাংশ ঐতিহাসিকের মতে এ মাসেই আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ার বুকে আগমন ঘটেছে। ফলে এ মাস যখন আসে মুসলমানদের অন্তরে স্বাভাবিকভাবে রসুল প্রেমের জোয়ারের ঢেউ নতুনভাবে সৃষ্টি হয়। রসুল প্রেমে অন্তর নতুনভাবে আন্দোলিত হয়। বছরের চাকা ঘুরেই রবিউল আউয়াল মাস প্রতি বছর আমাদের কাছে আসে। কিন্তু কী শিক্ষা আমাদের জন্য নিয়ে আসে। আমাদের কী করণীয়? রসুলেপাক (সা.)-এর দুনিয়াতে আসার মুহূর্তে যেসব অলৌকিকত্ব ঘটেছিল তা আমাদের বলে দেয় রসুল (সা.)-এর আগমনের উদ্দেশ্য কী? সে উদ্দেশ্য বাস্তবায়ন...