Posts

Showing posts from June, 2021

নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ যুক্তরাজ্যের

Image
সাজিদ জাভিদ।  রয়টার্স ফাইল ছবি। ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম জানানো হয়। খবর রয়টার্সের। গত বছর সাজিদ জাভিদ অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে তিনি রাজি হননি। এরপর পদত্যাগ করতে বাধ্য হন।

কাশ্মীরে বিশ্বাসের ঘাটতি

Image
  প্রধানমন্ত্রীর বাসভবনে কাশ্মীরি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি রাজনীতিতে সম্ভাবনার দরজা সব সময়ই হাট করে খোলা। এ কারণেই বলা হয়, রাজনীতিতে যতিচিহ্ন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কাশ্মীর উপত্যকার রাজনৈতিক নেতারা আরও একবার এর প্রমাণ দিলেন। ২৪ জুন অপরাহ্ণে প্রধানমন্ত্রীর বাসভবনে কাশ্মীরি নেতাদের সঙ্গে বৈঠকের ছবি ওই যতিহীন ভারতীয় গণতান্ত্রিক রাজনৈতিক মহিমার এক চমৎকার নিদর্শন। জম্মু-কাশ্মীরের দ্বিখণ্ডীকরণ ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ হওয়ার পর অগুনতি রাজনৈতিক নেতার সঙ্গে রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রীকে বন্দী করা হয়েছিল। ২২১ থেকে ৪৩৬ দিন পর্যন্ত বন্দী থাকা সেই তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি অনেক কিছুর সঙ্গে এটাও বুঝিয়ে দিল, রাজনীতির প্রবাহ সব সময় ভিন্ন। দুবছর আগের যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্যজুড়ে দেখা দিয়েছিল ক্রোধ ও ক্ষোভের ভিসুভিয়াস। সরকারের ‘দমন-পীড়ন’ নীতি আন্তর্জাতিক স্তরেও ঢেউ তুলেছিল। সরকার কিন্তু লক্ষ্যচ্যুত হয়নি। ধীরে অথচ নিশ্চিতভাবে এগিয়ে গেছে। তা সত্ত্বেও দুবছরের মাথায় প্রধানমন্ত্রীর প্রথম আহ্বানে কাশ্মীরি নেতাদের বৈঠকে বসা ও সাড়ে ...

মগবাজারে বিস্ফোরণ

Image
  রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। ওই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে মোট ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। আহতদের মধ্যে ঢামেক হাসপাতালে ৩২ জনকে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনকে ভর্তি করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট...

প্রথম সফরেই আমিরাত যাচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লাপিদ

Image
  ইসরায়েলের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জাইর লাপিদ দায়িত্ব নেয়ার পর তার প্রথম সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটিই ইসরায়েলের কোনো শীর্ষ কূটনীতিকের দেশটিতে প্রথম সফর। খবর : আল জাজিরা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, লাপিদ আগামী ২৯-৩০ জুন আমিরাত সফর করবেন। তিনি দুবাইতে একটি কনসুলেট এবং আবুধাবিতে একটি দূতাবাসের উদ্বোধন করবেন।ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির আওতায় আমিরাত, বাহরাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। ফিলিস্তিনিরা এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। গত বছর সেপ্টেম্বরে ওই চুক্তি হওয়ার পর থেকে আমিরাত ইসরায়েলের সঙ্গে একগুচ্ছ ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষর করেছে। দেশ দুটি একে অপরের নাগরিকদের সরাসরি ফ্লাইট চালু করেছে এবং ভিসামুক্ত চলাচলের অনুমতি দিয়েছে। এই চুক্তি হওয়ার আগে আরব দেশগুলোর মাঝে কেবল জর্ডান এবং মিসরের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিল। আব্রাহাম চুক্তির পেছনে মূল ভূমিকা ছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। আর নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটাতে মূল ভূমিকা ছিল লাপিদের। দেশটি...

ত্রিপুরায় তিন মুসলিমকে পিটিয়ে হত্যা

Image
  গরু নিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় তিন মুসলিমকে পিটিয়ে হত্যা       ভারতের ত্রিপুরায় গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু বা গরুর মাংস বহন করার অভিযোগে মুসলিমদের পিটিয়ে মারা হলেও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে এই ধরনের ঘটনা সম্ভবত এটাই প্রথম। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে খোয়াই জেলায়, যা বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি। নিহত যুবকদের গরুচোর বলে সন্দেহ করেছিল গ্রামবাসী। গণপিটুনিতে নিহত তিনজনের নাম জায়েদ হোসেইন (৩০), সাইফুল ইসলাম (১৮) ও বিল্লাল মিয়া (২৮)। তাদের হত্যার ঘটনায় শেষ খবর পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় তেলিয়ামুড়া থানার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত রোববার ভোররাতে একটি গাড়িতে পাঁচটি গরু-মহিষ নিয়ে যাওয়ার সময় এই তিন ব্যক্তিকে তাড়া করে গ্রামবাসী। গরু চুরি করে পালাচ্ছে সন্দেহে তাদের ধরে গণপিটুনি দেয়া হয়। প্রথমে উত্তর মহারানিপুর নামে একটি গ্রামের কাছে গাড়িটিকে ধরে এর দুই আরোহীকে ঘটনাস্থলেই পিটি...

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় সাইয়েদ ইব্রাহিম রাইসি।

Image
  ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন কট্টরপন্থী স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি। এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ ভোট পেয়েছেন রাইসি। তাকে ভোট দিয়েছেন ১ কোটি ৭৮ লাখ মানুষ। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জামাল অর্ফ জানিয়েছেন, ২ কোটি ৮৬ লাখ মানুষ শুক্রবারের নির্বাচনে অংশ নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর থেকেই বিশ্বজুড়ে রাইসিকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ৬০ বছর বয়সী রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। তাকে ২০১৯ সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগের প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রুহানির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন ইব্রাহিম রাইসি। এবারের নির্বাচনে বিজয়ী হওয়া রাইসি দেখিয়েছেন যে, ইরানে দুর্নীতি মোকাবিলা এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে তি...

হিসাবের বাইরে ৭৫ হাজার মৃত্যু বিহারে

Image
  বিহারে তথ্য লুকানোর অভিযোগ চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভারতের বিহারে যত মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারি হিসাবে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে এই সংখ্যা তার চেয়ে ১০ গুণ বেশি। করোনায় মৃত্যু সংক্রান্ত তথ্য লুকনোর অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত গোটা দেশ, সেসময় জানুয়ারি থেকে মে মাসের মধ্যে রাজ্যে ৭ হাজার ৭১৭ জন করোনা সংক্রমণে মারা গেছেন বলে দাবি করেছিল বিহার সরকার। কিন্তু ‘সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম’-এ নথিবদ্ধ হিসাব অনুযায়ী, ওই সময়ে বিহারে প্রায় ৭৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মৃত্যুর কোনও কারণ উল্লেখ নেই। কোভিড হানা দেওয়ার আগে ২০১৯ সালের প্রথম পাঁচ মাসের হিসাব অনুযায়ী, বিহারে ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গিয়েছিলেন। ২০২১ সালে তা প্রায় দ্বিগুণ বেড়ে হয় ২ লাখ ২০ হাজার। অর্থাৎ এক বছরেই ব্যবধান ৮২ হাজার ৯৫১। এর মধ্যে ৬২ শতাংশের মৃত্যু হয় শুধু মে মাসেই। অথচ কী কারণে তাদের মৃত্যু হয়েছে, কোন রোগে আক্রান্ত হয়েছিলেন, তার কোনও হিসাব নেই ‘সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম’-এর কাছে। সে কারণেই রাজ্য সরকারের কোভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ চলতি বছরের প্রথম পা...

শেখ জাররাহতে ইসরায়েলি পুলিশের হামলা

Image
পূর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের পুলিশ বাহিনী। সোমবার রাতভর পুলিশ ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড ও জল কামান ছুঁড়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইহুদি বসতি স্থাপনকারী (সেটলার) ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের মধ্যে পাথর ও চেয়ার ছোঁড়াছুড়ি হয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ও ইসরায়েলি সেটলারদের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আহতদের মধ্যে ১৬ জন পিপার স্প্রে ও টিয়ার গ্যাসে আহত হন, এছাড়া এক বৃদ্ধ আহত হয়েছেন মাথায় আঘাত পেয়ে। রেড ক্রিসেন্ট আরও জানায়, ইসরায়েলি সেটলাররা সংস্থাটির অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। এদিকে মঙ্গলবার কয়েক ডজন ইসরায়েলি সেটলার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। ইসরায়েলি পুলিশের সুরক্ষায় প্রায় ৪৪ জন সেটলার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এদিন আরও ইসরায়েলি মসজিদটিতে প্রবেশ করবে। গত দুই মাসেরও বেশি সময় ধরে পূর্ব জেরুজালেম, আল আকসা ও...

টানা ৯ বার ইউপি চেয়ারম্যান হলেন ঝালকাঠির মোবারক

Image
  ১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। এরপর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। এক দুবার নয়, টানা নয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি। সোমবার (২১ জুন) অনুষ্ঠিত নির্বাচনেও বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন মল্লিক। বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের বয়স এখন ৭২ বছর। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে এবার নবমবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। জনপ্রতিনিধির পাশাপাশি একজন সফল রাজনীতিবিদও মোবারক। বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা আহ্বায়কের দায়িত্বে। এলাকাবাসী জানান, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের নিয়মিত খোঁজখবর রাখেন চেয়ারম্যান মোবারক হোসেন। এজন্য ইউনিয়নের সিংহভাগ মানুষের কাছেই প্রিয় এই মানুষটি। ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক জাগো নিউজকে বলেন, ‘জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি। ভবিষ্যতেও কাজ করে যাব।’

গাজাকে কসাইখানা বানিয়েছে ইসরাইল

Image
  এবার অর্থনীতি পুনরুদ্ধারের দিকে নজর দিয়েছেন কিম গাজায় ১১ দিন ধরে আগ্রাসন চালানোর পর দখলদার ইসরাইলের কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজাকে ‘মানুষ হত্যার বড় একটি কসাইখানা’ বানিয়েছে ইসরাইল। খবর কুদস নিউজ নেটওয়ার্কের। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুকুলের মতো শিশুদের হত্যার মতো ভয়াবহ অপরাধ করছে ইসরাইল। এটা ভবিষ্যত মানবজাতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এবং মানবতা বিরোধী অপরাধ। সেখানে বলা হয়, এটা বললে ভুল হবে না যে, পুরো গাজা উপত্যকা মানুষদের জন্য একটি কসাইখানা এবং শিশুদের হত্যার স্থানে পরিণত হয়েছে। বোমাবর্ষণ শেষ হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অপরাধ এমনকি হত্যার কথাও অস্বীকার করছে। উত্তর কোরিয়া সরকারের বিবৃতিতে বলা হয়, শিশুদের হত্যা অব্যাহত রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরাইলের নিন্দা জানাচ্ছে। ফিলিস্তিনিদের উৎখাত, অবৈধ বসতি স্থাপন এবং নামাজ পড়তে না দিয়ে ঘৃণা ছড়ানোর জন্য ইসরাইলিদের দায়ী করছে। অপর এক খবরে বলা হয়, এবার উত্তর কোরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের দিকে নজর দিয়েছেন কিম জং উন। ...

তুর্কি সামরিক ড্রোন কিনছে লাটভিয়া

Image
পোল্যান্ডের পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনতে যাচ্ছে লাটভিয়া। তুরস্ক সফররত লাটভিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী আর্টিস পাব্রিকস তুর্কি নেতাদের সাথে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। আর্টিস পাব্রিকস-এর নেতৃত্বে লাটভিয়ার একটি প্রতিনিধি দল সোমবার তুরস্ক সফরে যায়। দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতেই তাদের এ সফর। সফরে আঙ্কারায় তুর্কি সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের কার্যালয় ও কারখানা ঘুরে দেখেন তারা। পাব্রিকস বলেন, ‘তুরস্কে এ শিল্পের গবেষণা ও বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মান রয়েছে। ন্যাটো মিত্র হিসেবে আমরা এটিকে খুব গুরুত্ব দিচ্ছি।’ মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথেও এ বিষয়ে কথা হয় লাটভিয়ার উপপ্রধানমন্ত্রীর। প্রতিরক্ষা খাত ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা। এর আগে গত মাসে ন্যাটোভুক্ত প্রথম কোনও দেশ হিসেবে তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার ঘোষণা দেয় পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্...

হারানো ভূমি ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে ফিলিস্তিনিরা

Image
  আল-আকসা রক্ষায়ই ইসরাইলে রকেট হামলা চালায় হামাস গাজায় ইসরাইলের সা¤প্রতিক আগ্রাসন বিশ্বজুড়ে উজ্জ্বল করেছে হামাসের ভাবমর্যাদা। ফিলিস্তিনিরা এখন হামাসকে ঘিরেই তাদের হারানো ভ‚মি ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। স¤প্রতি চালানো এক জরিপের ফল এমনই ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে, দেখা গেছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর আর নির্ভর করতে পারছেন না ফিলিস্তিনিরা। জরিপের ওপর ভিত্তি করে খবরে বলা হয়, গাজায় সা¤প্রতিক যুদ্ধের পর থেকে নাটকীয়ভাবে হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে। অন্যদিকে কমেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর জনপ্রিয়তা। অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে, হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশি যোগ্য। অন্যদিকে সামান্য অংশ বিশ্বাস করেন যে, ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার যোগ্য হচ্ছে ফাতাহ। রামাল্লাভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এ জরিপ চালায়। ৯ জুন থেকে ১২ জুনের মধ্যে এ জরিপ চালানো হয়। এতে অংশ নেন প্রায় ১২০০ ফিলিস্তিনি। জেরুজালেম ও মসজিদুল আকসা রক্ষার জন্য ইসরাইলের অভ্যন্তরে হামাস রকেট হামলা চাল...

মুসলিমদের যে দু’ভূখন্ড দখল করে রেখেছে খ্রিস্টানরা

Image
  উত্তর আফ্রিকায় স্পেনের দুই সার্বভৌম ভূখন্ড হলো সুটা এবং মেলিল্লা। কিন্তু ‘সেবতাহ এবং মেলাইলাহ’ হলো মূলত মরক্কোর জায়গা যা স্প্যানিশ খ্রিস্টানরা কয়েকশ বছর ধরে জবরদখল করে রেখেছে। ইতিহাস অনুযায়ী, ৮ম শতাব্দীতে ইউরোপের ইবেরিয়ান উপদ্বীপ অর্থাৎ স্পেন ও পর্তুগাল শাসন করতেন মুসলিম মূর সম্রাটরা। এই শাসন শুরু হয়েছিল সুটা থেকে। ইউরোপে মুসলমানদের সেই সাম্রাজ্য টিকে ছিল ৮০০ বছর। পরে খ্রিস্টানরা ইউরোপ থেকে মূর মুসলিমদের তাড়িয়ে দিয়ে সুটা এবং মেলিল্লা দখল করে নেয়। মেলিল্লা দখলের প্রায় দু’শ বছর পর সপ্তদশ শতাব্দীতে সুটাও দখলে নেয় স্পেন। উপনিবেশবাদ শাসনব্যবস্থা থেকে ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে মরক্কো স্বাধীনতা পেলেও সুটা এবং মেলিল্লার নিয়ন্ত্রণ ছাড়েনি স্পেন। মরক্কোর পাশাপাশি আরব বিশ্বের অন্যান্য দেশের শত চেষ্টাও কাজে আসেনি। মরক্কোর রাষ্ট্রবিজ্ঞানী সামির বেনিস বলেন, ফ্রান্সের কাছে থেকে স্বাধীনতা পাওয়ার পর মরক্কো ভেবেছিল সুটা এবং মেলিল্লার মালিকানার বিষয়টি আপোষেই সুরাহা হয়ে যাবে। কিন্তু স্পেন কখনই নমনীয় হয়নি। মুসলমানদের কাছে সুটা এবং মেলিল্লা ইউরোপীয় খ্রিস্টান শক্তির কাছে তাদের পরাজয় এবং অপমানের স্মৃত...