Posts

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

Image
  পয়লা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলাচল করবে গণপরিবহন। কিছু শর্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কয়েকটি বিষয় সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। তিনি বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসস্ট্যান্ডে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। অর্থাৎ যত শত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। ক্লিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। শর্ত মেনে গণপরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। এর আগে ১৯ আগস্ট বাংলাদেশ সড়ক

চিরবিদায় সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান

Image
  শ্রদ্ধা-ভালোবাসায়, চিরনিদ্রায় শায়িত হলেন, বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান। বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে জাতীয় প্রেসক্লাব ও শেষ কর্মস্থল প্রতিদিনের সংবাদ অফিসে তার মরদেহ শ্রদ্ধা জানানো হয়। এসময় সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা ও সাহিত্যে রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সকালে ১১টার কিছু আগে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। শেষবারের মতন তাঁর প্রতি শ্রদ্ধা জানান জেষ্ঠ্য সাংবাদিক ও বিভিন্ন সংগঠন। এরপর অনুষ্ঠিত হয় রাহাত খানের প্রথম নামাজে জানাজা। সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র সাংবাদিকরা বলেন, সাহিত্য ও সাংবাদিকতায় রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রেসক্লাব থেকে রাহাত খানের মরদেহ নিয়ে যাওয়া হয় তার সবশেষ কর্মস্থল দৈনিক প্রতিদিনের সংবাদ কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় আর এক দফা নামাজে জানাজা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাদ জোহর তাকে দাফন করা হয়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় মারা যান রাহাত খান।

মাছ চাষের নতুন যুগে

Image
  ২০০০ সালের মার্চে ইসরায়েলি বিজ্ঞানী ড. ইয়োরাম এভনিমিলেচ মাছ চাষের নতুন এক পদ্ধতির কথা প্রকাশ করেন এক জার্নালে। তিনি দেখলেন মাছ চাষে ভীষণভাবে পরিবেশ দূষণ হচ্ছে। যে পুকুরে মাছ চাষ হয় বছরের পর বছর সে পুকুরের পানি ও মাটি দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণের পথ বাতলে দিলেন Active Suspension Ponds, a New Concept in Water Treatment   শিরোনামের আর্টিক্যালে। সে পদ্ধতিই পরে বায়োফ্লক টেকনোলজি হিসেবে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে। সে হিসেবে বায়োফ্লক সিস্টেম প্রায় ২০ বছরের পুরনো। বিভিন্ন দেশের মাৎস্যবিজ্ঞানীরা এ সিস্টেমটাকে নিজেদের মতো ব্যবহার করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। শুধু বাড়ির আঙিনায় পুকুরে স্বাদু পানির মাছ চাষে নয়, বিশাল সমুদ্রে সামুদ্রিক মাছ চাষেও নানাবিধ পরীক্ষা-গবেষণা চলছে। আরএএস (রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম)-এর কল্যাণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চলেও বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছিল মাছের খামার। সেখানেও বায়োফ্লক টেকনোলজিতে মাছ চাষের নানা গবেষণা চলছে। আমরা যেমন দেখেছি কালিগঞ্জের বালু নদে, চাঁদপুরের মেঘনা নদীতে প্রবহমান পানিতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে, তেমনি সমু

ই-ভ্যালির সব ব্যাংক হিসাব স্থগিত চেয়ারম্যান স্ত্রী-এমডি স্বামীসহ

Image
  ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় এর চেয়ারম্যান ও এম‌ডিসহ প্র‌তিষ্ঠান‌টির সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাস‌রিন ও ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মোহাম্মদ রা‌সেলের প‌রিচা‌লিত সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থে‌কে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। ওই চি‌ঠি‌তে তা‌দের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখ‌তে বলা হ‌য়ে‌ছে। কার্যক্রম শুরুর দুই বছর পার না হতেই ই-ভ্যালি নামের ই-কমার্স প্রতিষ্ঠানটি এক হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে। অথচ কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ৫০ হাজার টাকা। ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক বছর আট মাস বয়সী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থার কাছে নানা অভিযোগও জমা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায়ের ধরন দেখে বিশেষজ্ঞরাও আশঙ্কা করছেন, এতে মানি লন্ডারিংয়ের সুযোগ রয়েছে। ই-ভ্যালি জানায়, তাদের নিবন্ধিত গ্রাহক ৩৫ লাখ ছাড়িয়ে গেছে

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে জিএসপি চেয়েছে বাংলাদেশ

Image
  আগামী ২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ। শনিবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। বৈঠকে ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) কাছে ‌আগামী ২০৩০ সাল পর্যন্ত ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা পরবর্তীকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সুবিধা বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে ব্রিটিশ এমপিদের মধ্যে অংশ নেন লর্ড জ্যাক উইলসন, ব্যারোনেস নাতালে লুইস, লর্ড অ্যান্ড্র স্টানেল ও ব্যারোনেস রোসেল বয়কট।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

Image
  বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন। রবিবার রাতে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি।  তিনি আরও লিখেন আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি।  এছাড়া তার কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনও ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনও অঙ্গ প্রকাশ পায় এমন কোনও ছবি কেউ যেন প্রকাশ না করে। ’ তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’ ১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮

স্বাস্থ্যবিধি মেনে মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন : পীর চরমোনাই

Image
  স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে দেশের সব কওমি মাদরাসাসহ স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।  আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে পীর চরমোনাই বলেন, দেশের সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অফিস-আদালত, হাট-বাজার, কল-কারখানা, ব্যাংক-বীমা সবই স্বাভাবিকভাবে চলছে। এ ক্ষেত্রে কওমী  মাদরাসার কিতাব বিভাগসহ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও খুলে দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।  ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, সরকার যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয় তাহলে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাধারা থেকে পুরোপুরি ঝরে যেতে পারে, অনেকে শিক্ষার্থী বিপথগামী হতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।  তিনি আরও বলেন,