Posts

সাহেদের গ্রেফতার না হওয়াটা লজ্জাজনক: পীর চরমোনাই

Image
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের  চেয়ারম্যান সাহেদের মতো একজন জঘন্য প্রতারক এখনো  গ্রেফতার না হওয়া খুবই লজ্জাজনক ব্যাপার। আজ এক বিবৃতিতে তিনি একথা বলেন।  পীর চরমোনাই আরো বলেন, দেশের স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতির সর্বশেষ বহিঃপ্রকাশ রিজেন্ট হাসপাতালের কোভিড-১৯  টেস্ট জালিয়াতি। তিনি বলেন, কোভিড-১৯ টেস্টের নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করীমসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাহেদের অপকর্মের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ৬ বছর ধরে অনুমোদনহীন হাসপাতালকে করোনা টেস্টের সুযোগ দিয়ে দুর্নীতি ও প্রতারণাকে সরকার উৎসাহিত করছে।  তিনি বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের এত অপকর্মের পরও সে কিভাবে সরকারের উচ্চ পদস্থদের সাথে ঘনিষ্টপূর্ণ ছবি আপলোড করে এবং ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করেছে তা ভাবিয়ে তুলেছে। তার হাসপাতালের মেয়াদ ৬ বছর পূর্বে শেষ হওয়ার পরও কিভাবে করোনা টেস্টের অনুমোদন পায়, তা আমাদের বোধগম্য নয়। এই প্রত

শাহেদ প্রতারণায় ছাড় দেননি পরিবারকেও

Image
প্রতারণার সব কৌশলই রপ্ত করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। ছাড় দেননি নিজের পরিবারকেও। গণমাধ্যমের সঙ্গে আলাপে শাহেদের স্ত্রীর মুখে উঠে আসে তার নানা অপকর্মের চিত্র। শাহেদের বিচারও দাবি করেন স্ত্রী সাদিয়া। তার বাড়ির মালিকের দাবি, বাসা ভাড়ার টাকা চাইতে গেলেও দেয়া হতো হুমকি।  এদিকে, শাহেদের সহযোগীসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ প্রতারণাই যার মূল পেশা। রপ্ত করেছেন সব কৌশল। প্রায় ২ বছর ধরে শাহেদ পরিবারসহ থাকতেন ওল্ড ডিওএইচএসের ৯ নম্বর বাসায়। ব্যবসায়ী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিলেও অল্প কয়েকদিনেই বেরিয়ে আসে তার আসল রূপ। তার প্রতারণার কথা জানতে পেরে বেশ কয়েকবার তাকে নোটিশ দেয় বাসার মালিক। তিনি জানান,‘ টাকা চাইতে গেলেই দেওয়া হতো হুমকি। টাকা সুটকেস নিয়ে ঘুরতেন তিনি।’ বাড়িওয়ালা বলেন, ‘বাসাভাড়া আগেরজন দিত ৮০ হাজার টাকা। যাতে ভাড়া নেয় তাকে আমি ইচ্ছা করে ১ লাখ টাকা বাড়ি ভাড়া চেয়েছি তার কাছে।’ শাহেদের স্ত্রী সাদিয়া জানান, ‘শাহেদের প্রতারণার শুরু হয় ২০০৮ থেকে। পরিবারের লোকদের সাথেও প্রতারণা করতো সে। এটা তার নেশায় পরিণত হয়েছে। এই প্রতারকের বিচ

গর্জে উঠবে বাংলাদেশ- ‘আমরাও পারি

Image
গত ছয় মাস ধরেই গোটা বিশ্ব এক বড় হুমকির মুখে। এক অচেনা ভাইরাস মানুষের জীবন থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি সব বন্ধ করে দিয়েছে। বিজ্ঞান বারবার ব্যর্থ হচ্ছে তাকে থামাতে। বড় বড় দেশের তাবড় তাবড় বিজ্ঞানীদের মিশন আটকে দিয়েছে এই করোনা। বিজ্ঞানের এমন অসহায়ত্ব দেখে মানব জাতি এক নিরাশার অন্ধকারে যখন ডুবে যাচ্ছিল, তখনই বাংলাদেশি এক দল গবেষক আশার আলোকবর্তিকা হাতে এগিয়ে এলেন গোটা বিশ্বকে দিশা দেখাতে। এই পরিস্থিতিতে বাংলাদেশও পারে এমন এক অনুভূতির বার্তা ছড়াতে শুরু হয়ে গেছে স্যোশাল মিডিয়া জুড়ে। এখন কেবল বাকি একটি ধাপ। শেষ ধাপের অপেক্ষায় আছে সারা দেশ, গোটা বিশ্ব। সফলতা আসলেই গর্জে উঠবে প্রায় ৫৭ হাজার বর্গমাইলের এই বদ্বীপ। এ পৃথিবী অবাক তাকিয়ে থাকবে তখন। বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড করোনা ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারের কাজ শুরু করেছিল। এবার সেই সংস্থা দাবি করেছে, তারা ভ্যাকসিন আবিষ্কারে বড় সাফল্যের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। পশুদের উপর ট্রায়াল দিয়ে তারা একশো শতাংশ সফল হয়েছেন বলে দাবি ওই সংস্থার কর্মকর্তাদের। আর মাত্র একটি ধাপ বাকি। সেটি সফল হলেই বা

ইসরাইলকে মোকাবিলা করতে হামাস-ফাতাহর ঐক্যের ঘোষণাকে স্বাগত জানাল ইসলামি জিহাদ

Image
ইহুদিবাদী ই’সরাইলি ষ’ড়যন্ত্র মোকাবেলায় ঐ’ক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে হামাস ও ফাতাহ’র ঘো’ষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের আরেক প্রভাবশালী সংগঠন ইসলামি জিহাদ। সং’গঠনটির পলিট ব্যুরোর সদস্য নাফিয আয্‌যাম বলেছেন, হামা’স ও ফাতাহ পারস্পরিক স’হযোগিতার যে ঘোষণা দিয়েছে তা ফিলিস্তিনে একটি ইতিবাচক পরিবর্তন। তিনি জোর দিয়ে বলেন, দখলদার শক্তিকে মো’কাবেলা করে ফি’লিস্তিনি জনগণের অধিকার প্র’তিষ্ঠার জন্য সব ফিলিস্তিনি দল ও সংগঠনকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এক সারিতে দাঁড়াতে হবে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ই’হুদিবাদী ইসরাইলের ভূমি দখল প’রিকল্পনার বি’রুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গ’তকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের রামাল্লাহ শহরে অনুষ্ঠিত এ’ক ভি’ডিও কনফারেন্সের মাধ্যমে দু দল এই প্রতিশ্রুতি ব্যক্ত করে। দ’খলদার ই’হুদিবাদী ইসরাইল পহেলা জুলাই বুধবার থেকে প’শ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড গ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে এর আগে ঘোষণা করেছিল। তবে ফি’লিস্তিনি জ’নগণসহ বিভিন্ন দেশের চাপের মুখে দখলদার শক্তি দখল-

মুসলমানদের ঐ’ক্যবদ্ধ হয়ে ইসরাইলকে রুখতে হবে: মাহাথির

Image
ইসরাইল মু’সলমানদের শ’ত্রু, ইহুদিদের ব’র্বরতা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে মধ্যপ্রাচ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। নিজেদের মধ্যে দ্ব’ন্দ্ব-সং’ঘাত বন্ধ করে ফিলিস্তিনিদের জমি দ’খল করে অ’বৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইলের বি’রুদ্ধে মু’সলমানদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত বলে মন্তব্য করেছেন মালেয়েশিয়ার সা’বেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্ম’দ। লেবাননের একটি টিভিকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে ইসলামি বিশ্বের এ শীর্ষ নেতা এ কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের। মাহাথির বলেন, ইসরাইলিরা মানবতার শ’ত্রু, মু’সলমানদের শ’ত্রু। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে গু’লি করে হ’ত্যা করছে তাদের বাকি ভূমিটুকুও জবর-দ’খলের জন্য। ইসরাইলের স’ন্ত্রাসী কর্মকাণ্ড ও দ’খলদারিত্বের বি’রুদ্ধে তিনি বরাবরই কড়া ভাষায় কথা বলে আসছেন। ২০১৯ সালে সেপ্টেম্বরে ক্ষ’মতায় থাকা অবস্থায় তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার ফোরামের আলোচনা সভায়ও একইভাবে ইসরাইলের স’ন্ত্রাসবাদের বি’রুদ্ধে ক’ঠোর ভাষায় বক্তব্য রাখেন। মাধ্যমে প্ররোচিত হয়ে মু’সলমানদের ব্রিটেন ও জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে ছু’রি হা’মলা বন্ধ করতে বলেন তিনি। মাহাথির বলেন, এ সব ঘ’

ভারতে আমরা ভাড়াটিয়া নই বরং সমান অংশীদার: ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি

Image
ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘যদি কেউ ভেবে থাকে যে ভারতের প্রধানমন্ত্রী তিনশ’ আসন পেয়ে যা খুশি তাই করবে, সেটা কিন্তু হবে না।’ তিনি গত (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন। ওয়াইসি স্পষ্টভাবে বলেন, ‘ভারতে আমরা ভাড়াটিয়া নই বরং সমান অংশীদার। আমরা এদেশের সমান নাগরিক। সংবিধানে দেয়া আমাদের অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না।’ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে সংবিধানের শক্তির উপরে আসাদউদ্দিন ওয়াইসি আপনার বি’রুদ্ধে লড়াই করবে। মজলুম মানুষের ইনসাফের জন্য লড়াই করবে। জুলুম নির্মূল করার জন্য লড়বে। অধিকার অর্জনের জন্য লড়বে।’ বক্তব্য রাখেন আসাদউদ্দিন ওয়াইসি ওয়াইসি গত শুক্রবার হায়দ্রাবাদের মক্কা মসজিদে দেয়া ভাষণে বলেন, ‘যদি প্রধানমন্ত্রী মোদি মন্দিরে যেতে পারেন তাহলে আমরাও মসজিদে যেতে পারি। যদি প্রধানমন্ত্রী মোদি গুহায় যেয়ে ধ্যান করতে পারেন তাহলে আমরা মুসলিমরাও গর্বের সঙ্গে মসজিদে বসে নামাজ আদায় করতে পারি। দেশের মুসলিমদের ভারতে বিজেপি ক্ষমতায় আসার জন্য ভয় পাওয়া উচিত নয়। কারণ সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্

আপনারাই তো পাকিস্তানকে ভাগ করে বাংলাদেশ তৈরি করেছেন

Image
ভারতীয় নেতেদের উদ্দশ্য করে ‘আপনারাই তো পাকিস্তানকে দু’ভাগে বিভক্ত করে বাংলাদেশ তৈরি করেছেন’ বলে মন্তব্য করেছেন, ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি । আসাদউদ্দিন ওয়াইসি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া হবে। এটা কী বৈষম্য নয়? তাহলে এর উদ্দেশ্য কী? এটা কী ভারতীয় সংবিধানের ১৪ ধারা সমতার অধিকার বিরোধী নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী। বিজেপি সরকার কী বার্তা দিতে চাচ্ছে? বিজেপি বলছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা যদি সেখানে নির্যাতনের শিকার হয় এখানেই তো তারা আসবেন। বিশাল সমাবেশে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই এখানকার মুসলিমদের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের বিষয়ে কী করার আছে? আমাদের চিন্তা ভাবনায় কখনও পাকিস্তান নিয়ে ভাবি না। আফগানিস্তানকে নিজেদের অংশ বলে মনে করি না। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কী থাকতে পারে আপনারা বলুন। আপনারাই তো পাকিস্তানকে দু’ভাগে বিভক্ত করেছেন এবং বাংলাদেশ তৈরি করেছেন। আপনারা বানিয়েছেন।