Posts

ফ্রান্সের ইসলামবিদ্বেষী নতুন আইনে যা রয়েছে

Image
  ফ্রান্সে মুসলিমবিরোধী নতুন আইনে পরোক্ষভাবে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঘরোয়া ইসলামি শিক্ষায় কড়াকড়ি আনা হয়েছে।  বলা হয়েছে, শিশুদের বয়স তিন বছর হলেই বাধ্যতামূলক স্কুল পাঠাতে হবে। কোনোভাবেই ঘরোয়া শিক্ষা দেয়া যাবে না।  মূলত পারিবারিক পরিমণ্ডলে ইসলামি অনুশাসন শিক্ষা বন্ধ করতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।  এছাড়া মসজিদ, মাদ্রাসা, সভা-সমিতি ও ইসলামি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ ও সেগুলোতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।  ম্যাক্রোর সরকারের সদ্য অনুমোদিত বিতর্কিত আইনটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মুসলিম দেশগুলো।  আইনটি মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে বলে এর সমালোচনা করছেন ইসলামি পন্ডিত ও বিশ্লেষকরা। খবর এএফপি, বিবিসি ও ফ্রান্স ২৪।  বুধবার খসড়া আইনটির অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মন্ত্রিসভা। সামনে কয়েক মাসে পার্লামেন্টের অধিবেশনে আইনটি নিয়ে তর্ক-বিতর্ক করবেন ফ্রান্সের আইনপ্রণেতারা।  এরপর এটি চূড়ান্তভাবে পাস হবে বলে ধারণা করা হচ্ছে। ফরাসি সরকারের বক্তব্য, ‘র‌্যাডিক্যাল ইসলাম’ ...

স্কুলে হিজাব নিষিদ্ধের আইন বাতিল করল অস্ট্রিয়ার আদালত

Image
  অস্ট্রিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখা নিষিদ্ধ ছিল।  এর বিরুদ্ধে দুই শিশু ও তাদের পরিবার মামলা করলে দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার ওই আইন বাতিলের পক্ষে রায় দেন। খবর আল জাজিরার।  আদালতের রায়ে বলা হয়, মূলত ইসলাম ধর্মের মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে ওই আইন করা হয়েছিল। এটি স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।  রায়ে আরও বলা হয়, ‘ওই আইন মুসলমান মেয়েদের আচার-আচরণের ওপর বিধিনিষেধ আরোপের সুযোগ করে দিয়েছিল।’ অস্ট্রিয়ার আগের জোট সরকারের (রক্ষণশীল পিপলস পার্টি তাদের মিত্র চরম ডানপন্থী ফ্রিডম পার্টি) আমলে ওই আইন পাস হয় এবং গত বছর মে মাস থেকে তা কার্যকর হয়।  সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তারা মুসলমান মেয়েদের সামাজিক চাপ এবং সহপাঠীদের কাছে বিরূপ আচরণের শিকার হওয়া থেকে রক্ষা করতে এই আইন করেছে।  আদালত তাদের ওই যুক্তি বাতিল করে দিয়ে বলেছেন, ওই আইনের মাধ্যমে আসলে ভুল মানুষকে শাস্তি দেয়া হয়েছে। বরং যদি সেরকম প্রয়োজন হয় তবে রাষ্ট্রের উচিত এমন একটি আইন তৈরি করা যাতে ধর্ম বা লিঙ্গের কারণে হওয়া ‘বুলিং’...

আমিরাতকে বায়ু থেকে পানি তৈরির প্রযুক্তি দিচ্ছে ইসরাইল

Image
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর মধ্যপ্রচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিনিয়োগের চুক্তি করছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। ইসরাইলের একটি প্রতিষ্ঠান সম্প্রতি আমিরাতে বায়ু থেকে পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহের চুক্তি করেছে। খবর জেরুজালেম পোস্টের। আরব আমিরাতের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল-ডাহরার সঙ্গে ইসরাইলের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াটারজেনের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।   ওই চুক্তির আওতায় ওয়াটারজেন বায়ু থেকে পানি উৎপাদন করে আমিরাতের কৃষি খাত থেকে শুরু করে হাসপাতালেও তা সরবরাহ করবে। ওয়াটারজেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ড. মাইকেল মিরিলাশভিলি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এবং বিদ্যুতের ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে প্রতিদিন ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব। গ্রাম বা শহর থেকে দূরের কোনো বসতিতে এ প্রযুক্তিতে পানি উৎপাদন করা সবচেয়ে বেশি কার্যকর। গত বছর ব্রাজিল, ভিয়েতনাম ও ভারতে এ প্রযুক্তি সরবরাহ করা হয়। এ ছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে দাবানলের সময় সেখানেও এ প্রযুক্তিতে বায়ু থেকে পানি উৎপাদন করে সেথানকার বাস...

ইরানকে এবার বি-৫২ বোমারু বিমান দিয়ে উসকানি যুক্তরাষ্ট্রের

Image
  ইরান সীমান্তের ওপর দিয়ে বৃহস্পতিবার সৌদি আরবের রাজকীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় উড়ে গেল মার্কিন দুটি বি-৫২ বোমারু বিমান। এতে করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, সে দেশের আকাশসীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেয়া হবে। খবর সৌদি প্রেস এজেন্সি ও তাসনিম নিউজের। বিশ্বের সবচেয়ে দূরপাল্লার এ বোমারু বিমান যুদ্ধের রসদ নিয়ে টানা ৩৬ ঘণ্টা উড্ডয়ন করতে পারে। ইরান দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে উসকানি দেয়ার মাধ্যমে তেহরানের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে।   ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে শনিবার এক ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করেন। জেনারেল রাহিমজাদে বলেন, ইরান সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বি-৫২ বোমারু বিমানসহ এ অঞ্চলের আকাশের প্রতিটি গতিবিধি নখদর্পণে রেখেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ...

এরদোগানের কবিতা নিয়ে ইরান-তুরস্ক সম্পর্কে নতুন মোড়

Image
  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কবিতা আবৃত্তি নিয়ে ইরান-তুর্কি সম্পর্কে নতুন বাঁক নিয়েছেন। আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে ওই কবিতা পাঠ করেছিলেন এরদোগান। খবর ডয়েচে ভেলের। এর পরই ফুঁসে ওঠেন ইরানের রাজনীতিকরা। তাদের অভিযোগ, এই কবিতার মধ্য দিয়ে এরদোগান ইরানে বসবাসরত তুর্কিদের উসকে দিয়েছেন। তবে তুরস্ক বলছে, ইরান না বুঝেই এরদোগানের সমালোচনা করছে। তারা কবিতার ভুল ব্যাখ্যা করছে। ইরানের দাবি, আজারবাইজানের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এরদোগান। অন্যদিকে তুরস্কের বক্তব্য– দেশের প্রেসিডেন্টকে অন্যায়ভাবে আক্রমণ করছে ইরান। সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধ হয়েছে আজারবাইজানের। সেই যুদ্ধে আজারিদের সামরিক সহায়তা দেয় তুরস্ক। যুদ্ধে আজারবাইজানের জয় হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিজয়োৎসবের আয়োজন করেছিল দেশটির সরকার। সেই উৎসবে আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্ট এরদোগানকে।  বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট সেই উৎসবে যোগ দিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। যেখানে সব তুর্কিদের এক হওয়ার কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে, আরাস নদীতে পাথর ফেলে তুর্কি জনগণকে আল...

কক্সবাজারে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত

Image
  ইয়াবা বাণিজ্যসহ অপরাধের অভয়ারণ্যের কথা জেনে ফেলায় থানায় বৈঠক করে খুনের সিদ্ধান্ত * এসপি মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ * ১৩০ দিনের তদন্তে ৮৩ সাক্ষী অন্তর্ভুক্ত করে ২৬ পৃষ্ঠার চার্জশিট  যুগান্তর রিপোর্ট ও কক্সবাজার প্রতিনিধি  ১৪ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম  |   ফাইল ছবি কক্সবাজারে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে র‌্যাব। এর মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার সাবেক ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ। ইয়াবা বাণিজ্যসহ টেকনাফে তার অপরাধের অভয়ারণ্য ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে হুমকি মনে করায় পরিকল্পিতভাবে সিনহাকে গুলি করে হত্যা করা হয়। এসব বিষয় অন্তর্ভুক্ত করে প্রদীপ ও পরিদর্শক (বরখাস্ত) লিয়াকত আলীসহ ১৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। সেখানে কক্সবাজারের তৎকালীন পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেন অত্যন্ত উদাসীন ছিলেন বলেও উল্লেখ করা হয়। এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। চার্...

আপোষ আলোচনার ব্যাপারে হামাসের হুঁশিয়ারি

Image
  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু’ শনিবার গাজায় এক বক্তব্যে একথা বলেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা’ জানিয়েছে। তিনি বলেন, কুদস দখলদার শক্তির সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনিদের এতদিনের সংগ্রাম ও প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আল-কানু তার বক্তব্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি উপশহর নির্মাণ, বায়তুল মুকাদ্দাস শহরে বসবাসরত ইহুদিবাদীদেরকে ইসরাইলের নাগরিকত্ব প্রদান, মসজিদুল আকসায় ইহুদিবাদীদের আগ্রাসন এবং তেল আবিবের সঙ্গে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের ঘনিষ্ঠতার সমালোচনা করেন। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসন ও হামলা বৃদ্ধির ঘটনাকে তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে একীভ‚ত করার প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করেন। হামাসের মুখপাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। আল-জাজিরা।