হাজার হাজার কোটি টাকার চামড়া নষ্ট
ব্যবসায়ীদের কারসাজি এবং সঠিক সময়ে সরকারী সিদ্ধান্তের গাফেলতির কারণে এ বছর দেশে হাজার হাজার কোটি টাকার চামড়া নষ্ট হয়ে গেল। ২০০২ সাল থেকে ধর্মপ্রাণ সুন্নী মুসলিমর া, এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার মিসকীন ফান্ডে কোরবানি গরুর চামড়া দান করে আসছিল। তাই প্রতি বছরই চামড়া ব্যবসায়ীরা মাদরাসা মাঠে এসে গভীর রাতে নিলামের মাধ্যমে চামড়া কিনে নিত। কিন্তু এ বছর চামড়া ব্যবসায়ীরা না আসায়, এক ব্যবসায়ীর কাছে কমমূল্যে অধিকাংশ চামড়া বিক্রী করতে পারলেও, পরে দূর দূরান্ত থেকে শেষে আসা চামড়াগুলো বিক্রী করতে পারায় মাদরাসা কমিটি আশেকদের ভালবাসার হাদিয়া স্বরূপ চামড়াগুলো নিয়ে বিপাকে পড়ে। চট্টগ্রাম মহানগর এবং আশপাশের এলাকা থেকে আসা প্রায় ১৫ হাজার গরুর চামড়া বিক্রীর পর সংরক্ষণ করতে দেখা যায়। আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা অনুমানিক হাজারের অধিক চামড়ায় লবন দিতে না পারায় চামড়াগুলো পঁচে গলে নষ্ট হয়। ফলে সকাল থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ অপসারণ কাজে নিয়োজিত কর্মীরা এসে ট্রাকে করে নিয়ে ফেলে দিচ্ছে। -মুহাম্মদ আলী আক্কাছ নূরী